মনে রাখার মতো একটা ম্যাচই যেন আজ হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে আবাহনী। তবে শেষ হাসি হেসেছে সাইফ স্পোর্টিং। বৃষ্টি ভেজা ভারী মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় ৩-২ গোলে জিতে আবাহনীর লিগ রানার্সআপ হওয়ার স্বপ্ন প্রায় কেড়ে নিয়েছে সাইফ স্পোর্টিং।
লিগে নিজেদের তৃতীয় হারে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান আবাহনীর। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টে দুইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০ ম্যাচে ৩৫ পয়েন্টে নিয়ে ষষ্ঠস্থানে সাইফ।
লিগের সেরা দুইয়ে থাকার স্বপ্ন নিয়ে দল গড়ে একের পর এক হারে লম্বা সময় পর্যন্ত পয়েন্ট টেবিলের সাতে পড়েছিল সাইফ স্পোর্টিং। খেসারত হিসেবে দুই ম্যাচ আগে ছাঁটাই হন ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হল। সাইফের দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। দেশি কোচের হাত ধরে তিন দিন আগে শেখ রাসেলকে হারিয়েছিল সাইফ। আর আজ জয় পেল আবাহনীর বিপক্ষে।
তবে ম্যাচের শুরুতে আবাহনীর আক্রমণের ঝড়ে ভেসে যাওয়ার অবস্থা হয়েছিল সাইফের। প্রথমার্ধে গোলের চারটি সহজ সুযোগ হারিয়েছে আবাহনী। ১৬ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি ফয়সাল আহমেদ শীতল। ২৭ মিনিটে কেভিন বেলফোর্টের কাট ব্যাক থেকে জায়গা মতো বল পেয়েও জুয়েল রানা বল জালে জড়াতে না পারায় আফসোস বাড়ে আবাহনীর।
৩৪ মিনিটে আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তোর পাস থেকে পাওয়া বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন হাইতিয়ান বেলফোর্ট। সাইফের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বেলফোর্ট শট নিলেও ঝাঁপিয়ে রক্ষা করেন সাইফ গোলরক্ষক পাপ্পু হোসেন। চার মিনিটে জুয়েল রানার আরেকটি শট ঠেকিয়ে দেন পাপ্পু।
গোলের জন্য মরিয়া হয়ে প্রায় ওপরেই উঠে খেলছিলেন আবাহনীর খেলোয়াড়রা। এই সুযোগটাই কাজে লাগিয়েছে সাইফ। ম্যাচের ৪৩ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাকে স্বদেশি জন ওকোলির সহায়তায় সাইফকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।
প্রথমার্ধের অতিরিক্ত সময়েই আরেক গোল হজম করে আবাহনী। ২৫ গজ দূর থেকে জন ওকোলির শট ঠেকানোর সাধ্য হয়নি আবাহনী গোলরক্ষক সুলতান আহমেদ শাকিলের। দুই গোলে পিছিয়ে থাকা আবাহনী সমতায় ফেরে ৭৬ মিনিটে। ডি-বক্সে সাইফের খেলোয়াড়দের জটলাকে কাজে লাগিয়ে ব্যবধান কমান কেভিন বেলফোর্ট। দুই মিনিট পরেই ম্যাচ জমিয়ে তোলেন জুয়েল রানা।
ম্যাচের ৭৮ মিনিটে দীপক রায়ের কাট ব্যাক থেকে পাওয়া বল ফাঁকা জায়গায় দাঁড়ানো জুয়েল রানার শট সাইফ গোলরক্ষককে দর্শক বানিয়ে জড়ায় জালে। সমতায় ফিরলেও স্বস্তিটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আবাহনী। ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের মাটি কামড়ানো ক্রসে সাইফকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন কেনেথ ইকেচুকু।
মনে রাখার মতো একটা ম্যাচই যেন আজ হয়ে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে আবাহনী। তবে শেষ হাসি হেসেছে সাইফ স্পোর্টিং। বৃষ্টি ভেজা ভারী মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় ৩-২ গোলে জিতে আবাহনীর লিগ রানার্সআপ হওয়ার স্বপ্ন প্রায় কেড়ে নিয়েছে সাইফ স্পোর্টিং।
লিগে নিজেদের তৃতীয় হারে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান আবাহনীর। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্টে দুইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০ ম্যাচে ৩৫ পয়েন্টে নিয়ে ষষ্ঠস্থানে সাইফ।
লিগের সেরা দুইয়ে থাকার স্বপ্ন নিয়ে দল গড়ে একের পর এক হারে লম্বা সময় পর্যন্ত পয়েন্ট টেবিলের সাতে পড়েছিল সাইফ স্পোর্টিং। খেসারত হিসেবে দুই ম্যাচ আগে ছাঁটাই হন ব্রিটিশ কোচ স্টুয়ার্ট হল। সাইফের দায়িত্ব পান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। দেশি কোচের হাত ধরে তিন দিন আগে শেখ রাসেলকে হারিয়েছিল সাইফ। আর আজ জয় পেল আবাহনীর বিপক্ষে।
তবে ম্যাচের শুরুতে আবাহনীর আক্রমণের ঝড়ে ভেসে যাওয়ার অবস্থা হয়েছিল সাইফের। প্রথমার্ধে গোলের চারটি সহজ সুযোগ হারিয়েছে আবাহনী। ১৬ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি ফয়সাল আহমেদ শীতল। ২৭ মিনিটে কেভিন বেলফোর্টের কাট ব্যাক থেকে জায়গা মতো বল পেয়েও জুয়েল রানা বল জালে জড়াতে না পারায় আফসোস বাড়ে আবাহনীর।
৩৪ মিনিটে আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তোর পাস থেকে পাওয়া বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন হাইতিয়ান বেলফোর্ট। সাইফের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বেলফোর্ট শট নিলেও ঝাঁপিয়ে রক্ষা করেন সাইফ গোলরক্ষক পাপ্পু হোসেন। চার মিনিটে জুয়েল রানার আরেকটি শট ঠেকিয়ে দেন পাপ্পু।
গোলের জন্য মরিয়া হয়ে প্রায় ওপরেই উঠে খেলছিলেন আবাহনীর খেলোয়াড়রা। এই সুযোগটাই কাজে লাগিয়েছে সাইফ। ম্যাচের ৪৩ মিনিটে দারুণ কাউন্টার অ্যাটাকে স্বদেশি জন ওকোলির সহায়তায় সাইফকে এগিয়ে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু।
প্রথমার্ধের অতিরিক্ত সময়েই আরেক গোল হজম করে আবাহনী। ২৫ গজ দূর থেকে জন ওকোলির শট ঠেকানোর সাধ্য হয়নি আবাহনী গোলরক্ষক সুলতান আহমেদ শাকিলের। দুই গোলে পিছিয়ে থাকা আবাহনী সমতায় ফেরে ৭৬ মিনিটে। ডি-বক্সে সাইফের খেলোয়াড়দের জটলাকে কাজে লাগিয়ে ব্যবধান কমান কেভিন বেলফোর্ট। দুই মিনিট পরেই ম্যাচ জমিয়ে তোলেন জুয়েল রানা।
ম্যাচের ৭৮ মিনিটে দীপক রায়ের কাট ব্যাক থেকে পাওয়া বল ফাঁকা জায়গায় দাঁড়ানো জুয়েল রানার শট সাইফ গোলরক্ষককে দর্শক বানিয়ে জড়ায় জালে। সমতায় ফিরলেও স্বস্তিটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আবাহনী। ৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের মাটি কামড়ানো ক্রসে সাইফকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন কেনেথ ইকেচুকু।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে