Ajker Patrika

ট্রেবলের পথে সিটির বাকি রইল ১

আপডেট : ০৩ জুন ২০২৩, ২৩: ০২
ট্রেবলের পথে সিটির বাকি রইল ১

ম্যাচের বয়স তখন এক মিনিটও হয়নি। কোথায় একটু আরাম করে চেয়ারে বসবেন দর্শকেরা, ইলকায় গুন্দোয়ান সেটি আর হতে দিলেন না। ম্যাচের মাত্র ১২ সেকেন্ডের মাথায় ২০ গজ দূর ম্যানচেস্টার সিটি অধিনায়কের ডান পায়ের বুলেট গতির শট। একটু সামনে এগিয়ে আসা ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দি হেয়া বুঝতেই পারেননি বলের গতিপথ। 

গুন্দোয়ানের গোলটি এফএ কাপের ফাইনালে দ্রুতসময়ে গোল। আগের রেকর্ডটি ছিল লুইস সাহার। ২০০৯ সালে ২৫ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি। ওড়ে আসা বলে লাফিয়ে হেড দিতে চেয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। সিটি মিডফিল্ডারকে বাধা দেন ডিফেন্ডার ভিক্তর লিন্ডেলফ। ডি ব্রুইনার কাঁধে লেগে আসা বল আর মাটিতে পড়তে দেননি গুন্দোয়ান। পরে সিটিজেনদের জয়সূচক গোলটিও করেছেন জার্মান মিডফিল্ডার। দ্বিতীয় গোলটি যেন প্রথমটিরই অনুকরণ। 

 ৫১ মিনিটে ফ্রি-কিক থেকে চিপ করে ডি ব্রুইনার ভাসিয়ে দেওয়া বলটিও মাটিতে পড়তে দেননি বক্সের কাছে আনমার্ক অবস্থায় থাকা গুন্দোয়ান। এবার বাম পায়ের জোরালো ভলি। দি হেয়া ডাইভ দিয়েও ব্যর্থ। আর সিটি অধিনায়কের সেই গোলই গড়ে দিল ম্যানচেস্টার ডার্বির ম্যাচের ভাগ্য। ২-১ গোলের জয়ে চার বছর পর এফএ কাপ চ্যাম্পিয়ন হলো পেপ গার্দিওলার দল। এ নিয়ে সপ্তমবার ঘরোয়া আসরের এ শিরোপা জিতল সিটি। 

সেই সঙ্গে চলতি মৌসুমের ট্রেবল জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেল গার্দিওলার শিষ্যরা। প্রিমিয়ার লিগের পর এফএ কাপ—১০ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে প্রথমবারের মতো ট্রেবলের স্বাদ পাবে সিটি। ১৯৯৮-৯৯ মৌসুমে এই কীর্তি গড়েছিল ইউনাইটেড। 
 
নিজেদের কীর্তিতে নগর প্রতিদ্বন্দ্বী সিটিকে ভাগ বসাতে না দেওয়ার জন্য লড়াইয়ের কমনি রাখেনি এরিক টেন হাগের দল। ৩০ মিনিটে তাদের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকার শট জ্যাক গ্রিলিশের হাতে লাগলে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট-কিক থেকে রেড ডেভিলদের সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। এফএ কাপ ফাইনাল ইতিহাসে প্রথমবারের মতো গোল করলেন দুই দলের অধিনায়ক। তবে দ্বিতীয় গোলটি আর শোধ করতে পারেনি ইউনাইটেড। চলতি মৌসুমে তাদের সন্তুষ্ট থাকতে হলো শুধু কারাবো কাপ জিতে। ১৩ তম বারের মতো এএফ কাপ জেতা হলো না রেড ডেভিলদের। 

ম্যাচ শেষে সুখের অশ্রু ঝরেছে গার্দিওলার। বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছেন আগে। এবার কি সিটির হয়ে জিতেতে পারবেন স্প্যানিশ কোচ? উত্তরটা জানা যাবে খুব শিগগিরই। আপাতত ঘরোয়া ডাবল হলো। সিটির এখন শুধু অপেক্ষা, প্রথমবারের মতো ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পরার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত