Ajker Patrika

ভালো খেলিনি, তবু হাল ছাড়িনি

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১২: ৫৩
ভালো খেলিনি, তবু হাল ছাড়িনি

গেল চ্যাম্পিয়নস লিগে একের পর এক ম্যাচে ক্যাম ব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল শাখতার দোনেৎস্কের বিপক্ষেও দুর্দান্ত ক্যাম ব্যাক করেছে দলটি। শাখতারের বিপক্ষে হারতে বসা ম্যাচটি শেষ মুহূর্তে অ্যান্তোনিও রুডিগারের গোলে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। লা লিগার বতর্মান চ্যাম্পিয়নরা যে ম্যাচে কোনো মুহূর্তের জন্য হাল ছাড়েনি, সেটা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। 

ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন আনচেলত্তি। তবে ম্যাচ জিততে না পারলেও পরের রাউন্ডে যেতে পেরে তিনি খুশি। তিনি বলেছেন, ‘আমরা ভালো খেলিনি, তবে এই দল হাল ছাড়েনি। এই খারাপ দিনে আমরা রাউন্ড ১৬-তে পৌঁছেছি, এটি ভালো বিষয়।’

ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে রিয়ালকে ১ পয়েন্ট এনে দিয়েছেন রুডিগার। গোলটি করার সময় চোটও পেয়েছেন এই ডিফেন্ডার। শিষ্যের চোট সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘ওর কপাল অনেকখানি কেটে গেছে। প্রচুর রক্ত ঝরেছে। গোল করেই সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। পরে বুঝল চোট পেয়েছে। যদিও এটা গুরুতর নয়। আশা করি ও দ্রুত সেরে উঠবে।’ 

প্রথমার্ধে দুই দলই কোনো গোল করতে পারেনি। তবে বিরতির পরেই গোল করে শাখতারকে এগিয়ে দেন আলেক্সান্ডার জুবকভ। ম্যাচের অতিরিক্ত ৪ মিনিট পর্যন্ত এই লিডে এগিয়ে ছিল শাখতার। প্রতিপক্ষের জয় যখন হাতছোঁয়া দূরত্বে, ঠিক সেই সময় রুডিগারের গোলে সমতায় ফেরে রিয়াল।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত রাতটা ছিল বড় দলগুলোর হোঁচটের। ম্যানচেস্টার সিটি গোলশূন্য ড্র করছে কোপেনহেগেনের সঙ্গে। আর লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা পিএসজি ১-১ গোলে বেনফিকার সঙ্গে ড্র করেছে। ম্যাচের দুটি গোলই হয়েছে পেনাল্টিতে। ৩৯ মিনিটে সফল স্পটকিকে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আর ৬২ মিনিটে বেনফিকাকে সমতায় ফেরান জোয়াও মারিও। 

অন্যদিকে, ম্যাকাবি হাইফার বিপক্ষে ২-০ গোলে হেরে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লীগের যাত্রা শেষের পথে। ম্যাকাবির জোড়া গোল করেছেন ওমের আটজিলি। রাউন্ড ১৬-এ যেতে হলে বহু হিসাব-নিকাশের মধ্যে পথ পাড়ি দিতে হবে ‘তুরিনের বুড়িদের’। নিজেদের ম্যাচ জয়ের সঙ্গে অন্যদের হারও কামনা করতে হবে তাদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত