গেল চ্যাম্পিয়নস লিগে একের পর এক ম্যাচে ক্যাম ব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল শাখতার দোনেৎস্কের বিপক্ষেও দুর্দান্ত ক্যাম ব্যাক করেছে দলটি। শাখতারের বিপক্ষে হারতে বসা ম্যাচটি শেষ মুহূর্তে অ্যান্তোনিও রুডিগারের গোলে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। লা লিগার বতর্মান চ্যাম্পিয়নরা যে ম্যাচে কোনো মুহূর্তের জন্য হাল ছাড়েনি, সেটা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন আনচেলত্তি। তবে ম্যাচ জিততে না পারলেও পরের রাউন্ডে যেতে পেরে তিনি খুশি। তিনি বলেছেন, ‘আমরা ভালো খেলিনি, তবে এই দল হাল ছাড়েনি। এই খারাপ দিনে আমরা রাউন্ড ১৬-তে পৌঁছেছি, এটি ভালো বিষয়।’
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে রিয়ালকে ১ পয়েন্ট এনে দিয়েছেন রুডিগার। গোলটি করার সময় চোটও পেয়েছেন এই ডিফেন্ডার। শিষ্যের চোট সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘ওর কপাল অনেকখানি কেটে গেছে। প্রচুর রক্ত ঝরেছে। গোল করেই সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। পরে বুঝল চোট পেয়েছে। যদিও এটা গুরুতর নয়। আশা করি ও দ্রুত সেরে উঠবে।’
প্রথমার্ধে দুই দলই কোনো গোল করতে পারেনি। তবে বিরতির পরেই গোল করে শাখতারকে এগিয়ে দেন আলেক্সান্ডার জুবকভ। ম্যাচের অতিরিক্ত ৪ মিনিট পর্যন্ত এই লিডে এগিয়ে ছিল শাখতার। প্রতিপক্ষের জয় যখন হাতছোঁয়া দূরত্বে, ঠিক সেই সময় রুডিগারের গোলে সমতায় ফেরে রিয়াল।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত রাতটা ছিল বড় দলগুলোর হোঁচটের। ম্যানচেস্টার সিটি গোলশূন্য ড্র করছে কোপেনহেগেনের সঙ্গে। আর লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা পিএসজি ১-১ গোলে বেনফিকার সঙ্গে ড্র করেছে। ম্যাচের দুটি গোলই হয়েছে পেনাল্টিতে। ৩৯ মিনিটে সফল স্পটকিকে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আর ৬২ মিনিটে বেনফিকাকে সমতায় ফেরান জোয়াও মারিও।
অন্যদিকে, ম্যাকাবি হাইফার বিপক্ষে ২-০ গোলে হেরে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লীগের যাত্রা শেষের পথে। ম্যাকাবির জোড়া গোল করেছেন ওমের আটজিলি। রাউন্ড ১৬-এ যেতে হলে বহু হিসাব-নিকাশের মধ্যে পথ পাড়ি দিতে হবে ‘তুরিনের বুড়িদের’। নিজেদের ম্যাচ জয়ের সঙ্গে অন্যদের হারও কামনা করতে হবে তাদের।
গেল চ্যাম্পিয়নস লিগে একের পর এক ম্যাচে ক্যাম ব্যাক করে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল শাখতার দোনেৎস্কের বিপক্ষেও দুর্দান্ত ক্যাম ব্যাক করেছে দলটি। শাখতারের বিপক্ষে হারতে বসা ম্যাচটি শেষ মুহূর্তে অ্যান্তোনিও রুডিগারের গোলে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। লা লিগার বতর্মান চ্যাম্পিয়নরা যে ম্যাচে কোনো মুহূর্তের জন্য হাল ছাড়েনি, সেটা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন আনচেলত্তি। তবে ম্যাচ জিততে না পারলেও পরের রাউন্ডে যেতে পেরে তিনি খুশি। তিনি বলেছেন, ‘আমরা ভালো খেলিনি, তবে এই দল হাল ছাড়েনি। এই খারাপ দিনে আমরা রাউন্ড ১৬-তে পৌঁছেছি, এটি ভালো বিষয়।’
ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে রিয়ালকে ১ পয়েন্ট এনে দিয়েছেন রুডিগার। গোলটি করার সময় চোটও পেয়েছেন এই ডিফেন্ডার। শিষ্যের চোট সম্পর্কে আনচেলত্তি বলেছেন, ‘ওর কপাল অনেকখানি কেটে গেছে। প্রচুর রক্ত ঝরেছে। গোল করেই সে খেলা চালিয়ে যেতে চেয়েছিল। পরে বুঝল চোট পেয়েছে। যদিও এটা গুরুতর নয়। আশা করি ও দ্রুত সেরে উঠবে।’
প্রথমার্ধে দুই দলই কোনো গোল করতে পারেনি। তবে বিরতির পরেই গোল করে শাখতারকে এগিয়ে দেন আলেক্সান্ডার জুবকভ। ম্যাচের অতিরিক্ত ৪ মিনিট পর্যন্ত এই লিডে এগিয়ে ছিল শাখতার। প্রতিপক্ষের জয় যখন হাতছোঁয়া দূরত্বে, ঠিক সেই সময় রুডিগারের গোলে সমতায় ফেরে রিয়াল।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গত রাতটা ছিল বড় দলগুলোর হোঁচটের। ম্যানচেস্টার সিটি গোলশূন্য ড্র করছে কোপেনহেগেনের সঙ্গে। আর লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা পিএসজি ১-১ গোলে বেনফিকার সঙ্গে ড্র করেছে। ম্যাচের দুটি গোলই হয়েছে পেনাল্টিতে। ৩৯ মিনিটে সফল স্পটকিকে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আর ৬২ মিনিটে বেনফিকাকে সমতায় ফেরান জোয়াও মারিও।
অন্যদিকে, ম্যাকাবি হাইফার বিপক্ষে ২-০ গোলে হেরে জুভেন্টাসের চ্যাম্পিয়নস লীগের যাত্রা শেষের পথে। ম্যাকাবির জোড়া গোল করেছেন ওমের আটজিলি। রাউন্ড ১৬-এ যেতে হলে বহু হিসাব-নিকাশের মধ্যে পথ পাড়ি দিতে হবে ‘তুরিনের বুড়িদের’। নিজেদের ম্যাচ জয়ের সঙ্গে অন্যদের হারও কামনা করতে হবে তাদের।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৮ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৮ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১০ ঘণ্টা আগে