লিওনেল মেসির প্রতি লামিন ইয়ামালের ভালোবাসা বিভিন্ন সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। শৈশবেই মেসির সান্নিধ্য পেয়েছিলেন এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। গতকাল বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে একপর্যায়ে টিভি স্ক্রিনে দেখা যায় ইয়ামালের জুতায় মেসির নাম লেখা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
লাস পালমাসের মাঠে আক্রমণের পসরা সাজিয়েও লা লিগার ম্যাচটি বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। ম্যাচের একপর্যায়ে দেখা যায়, ইয়ামাল বেঞ্চে বসে আছেন। তাঁর দুই পা সামনের বেঞ্চের ওপর রাখা। বার্সা তারকার জুতার নিচে লেখা ‘মেসি’। গোড়ালির চোটে এই ম্যাচে খেলেননি ইয়ামাল।
মেসি ও ইয়ামাল ভক্তরাও খুঁজতে থাকেন রহস্য। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের জুতায় মেসির নাম, এটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রচারণা কৌশল। ‘মেসি+১০’ বুটস ক্যাম্পেইনের অংশ। ১০/১০—অক্টোবরের ১০ তারিখকে ‘মেসি ডে’ পালন করে অ্যাডিডাস। মেসি+১০ও একই রকম উদ্যোগ কোম্পানিটির।
লামিনের পায়ে মেসি+১০ ক্যাম্পেইনের সেই বিশেষ বুটই ছিল। শুধু ইয়ামাল নয়, নারী-পুরুষ মিলিয়ে মোট ১০ ফুটবলার এই বিশেষ বুট পরে প্রচারণা করবেন অ্যাডিডাসের। এই ১০ ফুটবলারকে মেসি নিজেই বাছাই করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইয়ামাল ছাড়াও এই বুট পরবেন—ক্লাদিও এচেভেরি, এলিয়েসে বেন সেগির, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, আসান উয়েদরাওগো ও কেনান ইলদিজ।
লিওনেল মেসির প্রতি লামিন ইয়ামালের ভালোবাসা বিভিন্ন সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। শৈশবেই মেসির সান্নিধ্য পেয়েছিলেন এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। গতকাল বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে একপর্যায়ে টিভি স্ক্রিনে দেখা যায় ইয়ামালের জুতায় মেসির নাম লেখা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
লাস পালমাসের মাঠে আক্রমণের পসরা সাজিয়েও লা লিগার ম্যাচটি বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। ম্যাচের একপর্যায়ে দেখা যায়, ইয়ামাল বেঞ্চে বসে আছেন। তাঁর দুই পা সামনের বেঞ্চের ওপর রাখা। বার্সা তারকার জুতার নিচে লেখা ‘মেসি’। গোড়ালির চোটে এই ম্যাচে খেলেননি ইয়ামাল।
মেসি ও ইয়ামাল ভক্তরাও খুঁজতে থাকেন রহস্য। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের জুতায় মেসির নাম, এটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রচারণা কৌশল। ‘মেসি+১০’ বুটস ক্যাম্পেইনের অংশ। ১০/১০—অক্টোবরের ১০ তারিখকে ‘মেসি ডে’ পালন করে অ্যাডিডাস। মেসি+১০ও একই রকম উদ্যোগ কোম্পানিটির।
লামিনের পায়ে মেসি+১০ ক্যাম্পেইনের সেই বিশেষ বুটই ছিল। শুধু ইয়ামাল নয়, নারী-পুরুষ মিলিয়ে মোট ১০ ফুটবলার এই বিশেষ বুট পরে প্রচারণা করবেন অ্যাডিডাসের। এই ১০ ফুটবলারকে মেসি নিজেই বাছাই করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইয়ামাল ছাড়াও এই বুট পরবেন—ক্লাদিও এচেভেরি, এলিয়েসে বেন সেগির, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, আসান উয়েদরাওগো ও কেনান ইলদিজ।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৫ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৫ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৭ ঘণ্টা আগে