Ajker Patrika

‘ব্রাজিলের ষষ্ঠ শিরোপা দেখবেন পেলে’

‘ব্রাজিলের ষষ্ঠ শিরোপা দেখবেন পেলে’

কদিন আগে হঠাৎ করেই সামাজিক মাধ্যমে পেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পেলের নাতি আর্থার আরান্তেস দো নাসিমান্তোকে অনেকে দাদুর মৃত্যুর শোকবার্তাও জানিয়েছিলেন। তাতে রীতিমতো হতাশ হয়েছেন আর্থার। আর্থার জানিয়েছেন, তাঁর দাদু (পেলে) ব্রাজিলের হাতে ষষ্ঠ শিরোপা দেখবেন। 

২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এটাই ব্রাজিলের সর্বশেষ শিরোপা। আজ ৯৭৪ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। এই ম্যাচসহ টানা ৪ ম্যাচ জিতলেই ২০ বছর পর বিশ্বকাপ জিতবে ব্রাজিল। যা হবে সেলেসাওদের ষষ্ঠ শিরোপা। আর্থার জানিয়েছেন, দাদু (পেলে) এই ষষ্ঠ শিরোপা দেখবেন। পেলের নাতি বলেছেন, ‘কেউ কেউ আমাকে বলছিলেন ‘রেস্ট ইন পিস পেলে’। একসময় তিনি (পেলে) মারা যাবেন কিন্তু আজ না। তিনি ভালো হচ্ছেন। এটা সময়ের ব্যাপার মাত্র। তিনি ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা নিতে দেখবেন।’ 

কোলন ক্যান্সারে আক্রান্ত পেলেকে গত মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি ফুটবলার পরে ভক্তদের আশ্বস্ত করেছেন। হাসপাতাল থেকেই নিজের টুইটার অ্যাকাউন্টে সুস্থতার কথা জানিয়েছেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি লিখেছেন, বলেছেন, ‘বন্ধুরা, আমি অনেক ভালো আছি। স্বাভাবিকভাবেই আমার চিকিৎসা চলছে। আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি এবং পৃথিবীর সব প্রান্ত থেকে ভক্তদের ভালোবাসা আমাকে বেঁচে থাকার সাহস যোগাচ্ছে। বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছি। সবকিছুর জন্য আপনাদেরকে ধন্যবাদ।’

ব্রাজিলের জার্সিতে ৯২ ম্যাচ খেলেছেন পেলে। ৭৭ গোল করে ব্রাজিলিয়ানদের সর্বোচ্চ গোলদাতা তিনি। অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। ব্রাজিলের ১৯৫৮,১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত