গুঞ্জনটা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল। ব্রাজিলিয়ান তরুণী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার! আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সান স্পোর্টস বলছে, ব্রুনার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন নেইমার। দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ডও অবশ্য সানের এই খবরকে সমর্থন করে। সম্প্রতি একাধিক জায়গায় এই দুজনকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের পুরোনো প্রেমিকার নামও ছিল ব্রুনা (মার্কুয়েজিন)।
আগস্টে ইবিজায় নেইমার ছুটি কাটাতে গেলে সেখানে তাঁর সঙ্গে ব্রুনাকে দেখা গিয়েছিল। এরপর নেইমারের ব্রাজিলের বাড়িতে দুজন একসঙ্গে ক্রিসমাসও পালন করেন। এর মাঝে আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসির স্ত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন ব্রুনা।
শুধু এটুকুই নয়, নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচে গ্যালারিতেই উপস্থিত থেকে সমর্থন দেন ব্রুনা। সান বলছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের উপস্থিতি তাঁদের প্রেমকেই উপস্থাপন করছে।
এর আগেও ব্রুনা নামের নারীর সঙ্গে প্রেম করেন নেইমার। ২০১৮ সালে এই দুজনের বিচ্ছেদ হওয়ার আগে ছয় বছর প্রেম করেন তাঁরা। বর্তমানে চোটে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।
গুঞ্জনটা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল। ব্রাজিলিয়ান তরুণী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার! আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সান স্পোর্টস বলছে, ব্রুনার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন নেইমার। দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ডও অবশ্য সানের এই খবরকে সমর্থন করে। সম্প্রতি একাধিক জায়গায় এই দুজনকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের পুরোনো প্রেমিকার নামও ছিল ব্রুনা (মার্কুয়েজিন)।
আগস্টে ইবিজায় নেইমার ছুটি কাটাতে গেলে সেখানে তাঁর সঙ্গে ব্রুনাকে দেখা গিয়েছিল। এরপর নেইমারের ব্রাজিলের বাড়িতে দুজন একসঙ্গে ক্রিসমাসও পালন করেন। এর মাঝে আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসির স্ত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন ব্রুনা।
শুধু এটুকুই নয়, নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচে গ্যালারিতেই উপস্থিত থেকে সমর্থন দেন ব্রুনা। সান বলছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের উপস্থিতি তাঁদের প্রেমকেই উপস্থাপন করছে।
এর আগেও ব্রুনা নামের নারীর সঙ্গে প্রেম করেন নেইমার। ২০১৮ সালে এই দুজনের বিচ্ছেদ হওয়ার আগে ছয় বছর প্রেম করেন তাঁরা। বর্তমানে চোটে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে