লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বে নামটা এখনো তেমন পরিচিত নয়। তবে বার্সেলোনার কাছে ১৫ বছরের এই কিশোর এখনই ‘নির্ভীক’ তকমা পেয়ে গেছেন। ক্যাম্প ন্যুর কোচ জাভি হার্নান্দেজই এই তকমা জুড়ে দিয়েছেন ইয়ামালের নামের সঙ্গে। এমনকি লা মাসিয়া একাডেমির ছাত্র এই কিশোরের আজ লা লিগায়ও অভিষেক হয়ে যেতে পারে।
রাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ম্যাচটির জন্য ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন জাভি। আগামী জুলাইয়ে ১৬ বছর বয়সে পা রাখবেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আজ যদি আতলেতিকোর বিপক্ষে মাঠে নামেন, তবে একটি রেকর্ডও গড়া হয়ে যাবে তাঁর। বার্সার সবচেয়ে কম বয়সী হিসেবে লা লিগায় অভিষেক হবে ইয়ামালের।
জাভি ইতিমধ্যে মুগ্ধ এই কিশোরের প্রতিভায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘সে এমন এক খেলোয়াড়, যে আমাদের সাহায্য করতে পারে। কারণ সে প্রতিভাবান। সে অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, প্রতিভাবান, শক্তিশালী।’
বার্সা যুবদলের পাশাপাশি স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন ইয়ামাল। তাঁর বাবা মরোক্কান এবং মা গিনির। ইয়ামালের জন্ম ১৩ জুলাই ২০০৭ সালে। মাত্র পাঁচ বছর বয়স থেকে বার্সায় আছেন তিনি। আজ মাঠে নামার সময় তাঁর বয়স হবে ১৫ বছর ২৮৫ দিন।
বার্সার হয়ে লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি এখনো নিজের দখলে রেখেছেন আরমান্দ মার্তিনেজ সাগি। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ১১ মাস ৫ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডটি গড়েন তিনি।
চলতি মৌসুমে লা লিগার সুবাস পাচ্ছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। গত রাতে লস ব্লাংকাসরা নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোকে হারিয়েছে ২-০ গোলে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তবে কাতালান জায়ান্টরা আজ আতলেতিকোর মুখোমুখি হচ্ছে লিগে টানা দুই ম্যাচ গোলশূন্য ড্রয়ের ক্ষত নিয়ে। গেতাফে ও জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।
লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বে নামটা এখনো তেমন পরিচিত নয়। তবে বার্সেলোনার কাছে ১৫ বছরের এই কিশোর এখনই ‘নির্ভীক’ তকমা পেয়ে গেছেন। ক্যাম্প ন্যুর কোচ জাভি হার্নান্দেজই এই তকমা জুড়ে দিয়েছেন ইয়ামালের নামের সঙ্গে। এমনকি লা মাসিয়া একাডেমির ছাত্র এই কিশোরের আজ লা লিগায়ও অভিষেক হয়ে যেতে পারে।
রাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ম্যাচটির জন্য ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন জাভি। আগামী জুলাইয়ে ১৬ বছর বয়সে পা রাখবেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আজ যদি আতলেতিকোর বিপক্ষে মাঠে নামেন, তবে একটি রেকর্ডও গড়া হয়ে যাবে তাঁর। বার্সার সবচেয়ে কম বয়সী হিসেবে লা লিগায় অভিষেক হবে ইয়ামালের।
জাভি ইতিমধ্যে মুগ্ধ এই কিশোরের প্রতিভায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘সে এমন এক খেলোয়াড়, যে আমাদের সাহায্য করতে পারে। কারণ সে প্রতিভাবান। সে অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, প্রতিভাবান, শক্তিশালী।’
বার্সা যুবদলের পাশাপাশি স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন ইয়ামাল। তাঁর বাবা মরোক্কান এবং মা গিনির। ইয়ামালের জন্ম ১৩ জুলাই ২০০৭ সালে। মাত্র পাঁচ বছর বয়স থেকে বার্সায় আছেন তিনি। আজ মাঠে নামার সময় তাঁর বয়স হবে ১৫ বছর ২৮৫ দিন।
বার্সার হয়ে লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি এখনো নিজের দখলে রেখেছেন আরমান্দ মার্তিনেজ সাগি। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ১১ মাস ৫ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডটি গড়েন তিনি।
চলতি মৌসুমে লা লিগার সুবাস পাচ্ছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। গত রাতে লস ব্লাংকাসরা নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোকে হারিয়েছে ২-০ গোলে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তবে কাতালান জায়ান্টরা আজ আতলেতিকোর মুখোমুখি হচ্ছে লিগে টানা দুই ম্যাচ গোলশূন্য ড্রয়ের ক্ষত নিয়ে। গেতাফে ও জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে