চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জয়টি এসেছে আর্লিং হালান্ডের অ্যাক্রোবেটিক গোলের সৌজন্যে। সাবেক ক্লাবের বিপক্ষে হালান্ডের এই অবিশ্বাস্য গোলটি দেখে কোচ পেপ গার্দিওলার মনে পড়েছে গুরু ইয়োহান ক্রুইফের কথা। সিটি স্ট্রাইকারের গোলটিকে গুরুর করা গোলের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা।
নেদারল্যান্ডস ও বার্সেলোনার ফুটবল কিংবদন্তি ক্রুইফ হচ্ছেন গার্দিওলার গুরু ও পরামর্শক। যাঁর ছোঁয়ায় বর্তমানে তিনি টিকিটাকা ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ম্যান সিটির কোচ। শিষ্যের কল্যাণে সেই গুরুকে অন্য রকমভাবে মনে পড়ল গার্দিওলার। তিনি বলেছেন, ‘যাঁরা আমাকে চেনেন তাঁরা জানবেন একজন ব্যক্তি, শিক্ষক, কোচ, পরামর্শক ও সবকিছু মিলিয়ে আমার ওপর ক্রুইফের কতটা প্রভাব আছে। অনেক বছর আগে তিনি ক্যাম্প ন্যুতে অবিশ্বাস্য এক গোল করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যা ঠিক হালান্ডের মতোই। যে মুহূর্তে সে গোলটি করেছিল মনে পড়েছিল ঠিক একই রকম। জোয়াও কানসালো অবিশ্বাস্যও এক অ্যাসিস্ট করেছিল।’
ক্রুইফ গোলটি করেছিলেন ১৯৭৩ সালে বার্সেলোনার হয়ে। সাধারণত এমন গোল খুব একটা দেখা যায় না। কালেভদ্রে জ্বালাতন ইব্রামোভিচের পায়ে এমন অবিশ্বাস্য গোল দেখা যায়। এমন গোল করার জন্য সুইডিশ স্ট্রাইকার বিশেষ কৌশলও রপ্ত করেছেন। ইব্রামোভিচকে বন্ধু সম্বোধন করে তাঁর সঙ্গেও হালান্ডকে তুলনা করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘মনে পড়ে আমার বন্ধু ইব্রার অবিশ্বাস্য দক্ষতার কথা। সেও শূন্যে পা রেখে খেলতে পারে। হালান্ডও অনেকটা তার মতো। আমার মনে হয় এটি সহজাত। এটি সে নমনীয়তার কারণে পেরেছে।’
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমে ৫৬ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার জুড বেলিংহামের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে ৮০ মিনিটে গোলটি শোধ করেন ম্যান সিটি ডিফেন্ডার জন স্টোনস। আর ম্যাচের সময় শেষ হওয়ার ঠিক ছয় মিনিট আগে অবিশ্বাস্য গোলটি করেন হালান্ড। ৮৪ মিনিটের সময় কানসালো দুর্দান্ত এক বাতাসে ভাসানো পাস দেন সিটির স্ট্রাইকারের উদ্দেশ্যে। বলটি নওরোজিয়ান ফুটবলারকে ছাড়িয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হালান্ড শূন্যে বাঁ পা ছড়িয়ে গোলটি করেন। যা দেখে পুরো স্টেডিয়াম হতবাক। অ্যাক্রোবেটিক এই গোলসহ সিটির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ গোল করলেন ইউরোপে ‘গোল মেশিন’ তকমা পাওয়া এই স্ট্রাইকার।
চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জয়টি এসেছে আর্লিং হালান্ডের অ্যাক্রোবেটিক গোলের সৌজন্যে। সাবেক ক্লাবের বিপক্ষে হালান্ডের এই অবিশ্বাস্য গোলটি দেখে কোচ পেপ গার্দিওলার মনে পড়েছে গুরু ইয়োহান ক্রুইফের কথা। সিটি স্ট্রাইকারের গোলটিকে গুরুর করা গোলের সঙ্গে তুলনা করেছেন গার্দিওলা।
নেদারল্যান্ডস ও বার্সেলোনার ফুটবল কিংবদন্তি ক্রুইফ হচ্ছেন গার্দিওলার গুরু ও পরামর্শক। যাঁর ছোঁয়ায় বর্তমানে তিনি টিকিটাকা ফুটবলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ম্যান সিটির কোচ। শিষ্যের কল্যাণে সেই গুরুকে অন্য রকমভাবে মনে পড়ল গার্দিওলার। তিনি বলেছেন, ‘যাঁরা আমাকে চেনেন তাঁরা জানবেন একজন ব্যক্তি, শিক্ষক, কোচ, পরামর্শক ও সবকিছু মিলিয়ে আমার ওপর ক্রুইফের কতটা প্রভাব আছে। অনেক বছর আগে তিনি ক্যাম্প ন্যুতে অবিশ্বাস্য এক গোল করেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। যা ঠিক হালান্ডের মতোই। যে মুহূর্তে সে গোলটি করেছিল মনে পড়েছিল ঠিক একই রকম। জোয়াও কানসালো অবিশ্বাস্যও এক অ্যাসিস্ট করেছিল।’
ক্রুইফ গোলটি করেছিলেন ১৯৭৩ সালে বার্সেলোনার হয়ে। সাধারণত এমন গোল খুব একটা দেখা যায় না। কালেভদ্রে জ্বালাতন ইব্রামোভিচের পায়ে এমন অবিশ্বাস্য গোল দেখা যায়। এমন গোল করার জন্য সুইডিশ স্ট্রাইকার বিশেষ কৌশলও রপ্ত করেছেন। ইব্রামোভিচকে বন্ধু সম্বোধন করে তাঁর সঙ্গেও হালান্ডকে তুলনা করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘মনে পড়ে আমার বন্ধু ইব্রার অবিশ্বাস্য দক্ষতার কথা। সেও শূন্যে পা রেখে খেলতে পারে। হালান্ডও অনেকটা তার মতো। আমার মনে হয় এটি সহজাত। এটি সে নমনীয়তার কারণে পেরেছে।’
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নেমে ৫৬ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার জুড বেলিংহামের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। তবে ৮০ মিনিটে গোলটি শোধ করেন ম্যান সিটি ডিফেন্ডার জন স্টোনস। আর ম্যাচের সময় শেষ হওয়ার ঠিক ছয় মিনিট আগে অবিশ্বাস্য গোলটি করেন হালান্ড। ৮৪ মিনিটের সময় কানসালো দুর্দান্ত এক বাতাসে ভাসানো পাস দেন সিটির স্ট্রাইকারের উদ্দেশ্যে। বলটি নওরোজিয়ান ফুটবলারকে ছাড়িয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হালান্ড শূন্যে বাঁ পা ছড়িয়ে গোলটি করেন। যা দেখে পুরো স্টেডিয়াম হতবাক। অ্যাক্রোবেটিক এই গোলসহ সিটির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩ গোল করলেন ইউরোপে ‘গোল মেশিন’ তকমা পাওয়া এই স্ট্রাইকার।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে