ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের মাঝে আরও ক্ষুধার্ত ভাব দেখতে চেয়েছিলেন পেপ গার্দিওলা। গতকাল তাঁর ডাকে সাড়াও দিয়েছেন শিষ্যরা।
বিশেষ করে আর্লিং হালান্ড। নরওয়েজীয় স্ট্রাইকারের হ্যাটট্রিকে উলভসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিকের হয়ে চলতি মৌসুমে চতুর্থ হ্যাটট্রিক করলেন তিনি।
ইতিহাদে শুরু থেকেই প্রতিপক্ষদের ওপর একের পর এক আক্রমণ করতে থাকেন সিটির ফুটবলাররা। কিন্তু গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক জোসে সা। তাঁর দৃঢ়তায় নিজেদের মাঠে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ৩৯ মিনিটে পর্যন্ত গোলশূন্য থাকতে হয় সিটিকে। এ ছাড়া নিজেরাও বেশকটি শট ঠিকমতো গোলবারের রাখতে পারেননি স্বাগতিকদের আক্রমণভাগের ফুটবলাররা।
তবে বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে দলকে লিড এনে দেন হালান্ড। ৪০ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাসে হেডে গোল করেন তিনি। গোলটি ছিল এ মৌসুমের ২৩ তম। গত মৌসুমে সমান গোল নিয়ে যৌথভাবে গোল্ডেন বুট জিতেছিলেন মোহাম্মদ সালাহ ও সন হিউং-মিন। ফিরতি মিনিটে পেনাল্টির আবেদন করলে ভিএআরে চেক করেও পেনাল্টি পায়নি সিটি।
দ্বিতীয়ার্ধে নেমে ৪ মিনিটের মধ্যে জোড়া গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন হালান্ড। ৫০ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টিতে। আর ৫৪ মিনিটের গোলকে বলা চলে উপহার হিসেবে পেয়েছেন তিনি। ভুলবশত রিয়াদ মাহরেজকে পাস দিয়ে বসেন প্রতিপক্ষের গোলরক্ষক। সেই পাসটি ঠান্ডা মাথায় নাম্বার নাইনের দিকে বাড়িয়ে দেন তিনি। মুখে তুলে দেওয়া পাসকে জালে জড়াতে ভুল করেননি হালান্ড।
এই গোলে প্রিমিয়ার লিগে ২৫ তম গোল করেছেন হালান্ড। আর সব মিলিয়ে ৩১ তম গোল করলেন তিনি। প্রিমিয়ার লিগ ইতিহাসে ৪টি হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সবচেয়ে কম ম্যাচ খেলে। মাত্র ১৯ খেলেছেন তিনি। ৬৫ ম্যাচ খেলে আগের রেকর্ডটি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রুদ ফন নিস্টলরয়।
ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের মাঝে আরও ক্ষুধার্ত ভাব দেখতে চেয়েছিলেন পেপ গার্দিওলা। গতকাল তাঁর ডাকে সাড়াও দিয়েছেন শিষ্যরা।
বিশেষ করে আর্লিং হালান্ড। নরওয়েজীয় স্ট্রাইকারের হ্যাটট্রিকে উলভসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিকের হয়ে চলতি মৌসুমে চতুর্থ হ্যাটট্রিক করলেন তিনি।
ইতিহাদে শুরু থেকেই প্রতিপক্ষদের ওপর একের পর এক আক্রমণ করতে থাকেন সিটির ফুটবলাররা। কিন্তু গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক জোসে সা। তাঁর দৃঢ়তায় নিজেদের মাঠে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ৩৯ মিনিটে পর্যন্ত গোলশূন্য থাকতে হয় সিটিকে। এ ছাড়া নিজেরাও বেশকটি শট ঠিকমতো গোলবারের রাখতে পারেননি স্বাগতিকদের আক্রমণভাগের ফুটবলাররা।
তবে বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে দলকে লিড এনে দেন হালান্ড। ৪০ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাসে হেডে গোল করেন তিনি। গোলটি ছিল এ মৌসুমের ২৩ তম। গত মৌসুমে সমান গোল নিয়ে যৌথভাবে গোল্ডেন বুট জিতেছিলেন মোহাম্মদ সালাহ ও সন হিউং-মিন। ফিরতি মিনিটে পেনাল্টির আবেদন করলে ভিএআরে চেক করেও পেনাল্টি পায়নি সিটি।
দ্বিতীয়ার্ধে নেমে ৪ মিনিটের মধ্যে জোড়া গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন হালান্ড। ৫০ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টিতে। আর ৫৪ মিনিটের গোলকে বলা চলে উপহার হিসেবে পেয়েছেন তিনি। ভুলবশত রিয়াদ মাহরেজকে পাস দিয়ে বসেন প্রতিপক্ষের গোলরক্ষক। সেই পাসটি ঠান্ডা মাথায় নাম্বার নাইনের দিকে বাড়িয়ে দেন তিনি। মুখে তুলে দেওয়া পাসকে জালে জড়াতে ভুল করেননি হালান্ড।
এই গোলে প্রিমিয়ার লিগে ২৫ তম গোল করেছেন হালান্ড। আর সব মিলিয়ে ৩১ তম গোল করলেন তিনি। প্রিমিয়ার লিগ ইতিহাসে ৪টি হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সবচেয়ে কম ম্যাচ খেলে। মাত্র ১৯ খেলেছেন তিনি। ৬৫ ম্যাচ খেলে আগের রেকর্ডটি করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রুদ ফন নিস্টলরয়।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে