ক্রীড়া ডেস্ক
সব কিছু ঠিক থাকলে হয়তো মেয়েকে নিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন করতে পারেন লুইস এনরিকে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। দুরারোগ্য ক্যানসারে ভুগে না ফেরার দেশে চলে গেছে এনরিকে কন্যা জানা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত কন্যার কথা মনে পড়ল এনরিকের।
ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এনরিকেকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বাজার আগেই দেখা গেল অন্য রূপে। কারণ, পিএসজি ততক্ষণে ৫-০ গোলে এগিয়ে গেছে। এমন পর্যায়ে ইন্টার মিলানের জয় এক রকম অসম্ভব। চ্যাম্পিয়ন হওয়ার পর দুই হাত তুলে উদ্যাপন তো এনরিকে করেছেন। ম্যাচ শেষে শিষ্যদের জড়িয়ে ধরে করেছেন উল্লাস।
পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে এনরিকের মনে পড়েছে প্রয়াত মেয়ে জানার কথা। স্প্যানিশ কোচ বলেন, ‘আমার মেয়ে সেখানে (ফাইনাল) থাকবে না। শারীরিকভাবে তার উপস্থিতি পাওয়া যাবে না। তবে আধ্যাত্মিকভাবে থাকবে। আমার হৃদয়ে সে সব সময় থাকবে। আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন আমাকে যা দিয়েছে, সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছি।’
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকের পরনে দেখা গেল জানা ফাউন্ডেশনের কালো টি-শার্ট। টি-শার্টের সামনে বুকের ওপর ১০ বছর আগের সেই ছবিটির মতো বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ রয়েছে। এই আবেগ যে ছুঁয়ে গেল পিএসজির সমর্থকদের মধ্যেও। আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মারা ততক্ষণে ট্রফি নিয়ে উল্লাসে মত্ত। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে ভেসে উঠল এনরিকে ও তাঁর প্রয়াত মেয়েকে নিয়ে বানানো বড় এক তিফো। তাতে দেখা গেছে, মাঠে পিএসজির পতাকা পুঁতছেন এনরিকে। জানা দাঁড়িয়ে রয়েছে পাশেই। এনরিকে কন্যার পরনে পিএসজির ৮ নম্বর জার্সি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্যুট পরা এনরিকে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। একটু দূরেই তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার পতাকা। মেয়ের কাণ্ড দেখে বাবা যে খুশিতে আটখানা। সামাজিক মাধ্যমে এনরিকে-জানার বার্সেলোনার পতাকা পোঁতার ছবি এখন ভাইরাল। ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের। তবে সেই জানা ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেছে না ফেরার দেশে। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের আগে পুরোনো স্মৃতিচারণ করে এনরিকে বলেন, ‘আমার অনেক মনে রাখার মতো স্মৃতি রয়েছে। আমার মে জানা পার্টি পছন্দ করত। বার্লিনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার সঙ্গে এক স্মৃতি হয়েছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বার্সেলোনার পতাকা পোঁতার একটি স্মৃতি রয়েছে।’
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার নেমেছে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির কাছে ছিল ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশন। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও খবর পড়ুন:
সব কিছু ঠিক থাকলে হয়তো মেয়েকে নিয়ে আবারও চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন করতে পারেন লুইস এনরিকে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। দুরারোগ্য ক্যানসারে ভুগে না ফেরার দেশে চলে গেছে এনরিকে কন্যা জানা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রয়াত কন্যার কথা মনে পড়ল এনরিকের।
ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে গত রাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এনরিকেকে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শেষ বাঁশি বাজার আগেই দেখা গেল অন্য রূপে। কারণ, পিএসজি ততক্ষণে ৫-০ গোলে এগিয়ে গেছে। এমন পর্যায়ে ইন্টার মিলানের জয় এক রকম অসম্ভব। চ্যাম্পিয়ন হওয়ার পর দুই হাত তুলে উদ্যাপন তো এনরিকে করেছেন। ম্যাচ শেষে শিষ্যদের জড়িয়ে ধরে করেছেন উল্লাস।
পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে এনরিকের মনে পড়েছে প্রয়াত মেয়ে জানার কথা। স্প্যানিশ কোচ বলেন, ‘আমার মেয়ে সেখানে (ফাইনাল) থাকবে না। শারীরিকভাবে তার উপস্থিতি পাওয়া যাবে না। তবে আধ্যাত্মিকভাবে থাকবে। আমার হৃদয়ে সে সব সময় থাকবে। আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জীবন আমাকে যা দিয়েছে, সেটা নিয়েই সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত হয়েছি।’
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এনরিকের পরনে দেখা গেল জানা ফাউন্ডেশনের কালো টি-শার্ট। টি-শার্টের সামনে বুকের ওপর ১০ বছর আগের সেই ছবিটির মতো বাবা-মেয়ের পিএসজির পতাকা পোঁতার স্কেচ রয়েছে। এই আবেগ যে ছুঁয়ে গেল পিএসজির সমর্থকদের মধ্যেও। আশরাফ হাকিমি, জিয়ানলুইজি দোন্নারুম্মারা ততক্ষণে ট্রফি নিয়ে উল্লাসে মত্ত। আলিয়াঞ্জ অ্যারেনার গ্যালারিতে ভেসে উঠল এনরিকে ও তাঁর প্রয়াত মেয়েকে নিয়ে বানানো বড় এক তিফো। তাতে দেখা গেছে, মাঠে পিএসজির পতাকা পুঁতছেন এনরিকে। জানা দাঁড়িয়ে রয়েছে পাশেই। এনরিকে কন্যার পরনে পিএসজির ৮ নম্বর জার্সি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্যুট পরা এনরিকে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে রয়েছেন। একটু দূরেই তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার পতাকা। মেয়ের কাণ্ড দেখে বাবা যে খুশিতে আটখানা। সামাজিক মাধ্যমে এনরিকে-জানার বার্সেলোনার পতাকা পোঁতার ছবি এখন ভাইরাল। ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের। তবে সেই জানা ২০১৯ সালে পাঁচ মাস হাড়ের ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে চলে গেছে না ফেরার দেশে। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের আগে পুরোনো স্মৃতিচারণ করে এনরিকে বলেন, ‘আমার অনেক মনে রাখার মতো স্মৃতি রয়েছে। আমার মে জানা পার্টি পছন্দ করত। বার্লিনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তার সঙ্গে এক স্মৃতি হয়েছে। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর বার্সেলোনার পতাকা পোঁতার একটি স্মৃতি রয়েছে।’
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ইন্টার নেমেছে চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লক্ষ্যে। পিএসজির কাছে ছিল ৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগানোর মিশন। ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়নস লিগ। জোড়া গোল করেছেন ডিজায়ার ডুয়ে। একটি করে গোল করেন হাকিমি, খিচা কাভারেস্কিয়া ও সেনি মাইয়ুলু।
আরও খবর পড়ুন:
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে