Ajker Patrika

হালান্ডকে ৫৪ কোটির প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড

আপডেট : ১৩ মে ২০২৩, ১৬: ০১
হালান্ডকে ৫৪ কোটির প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারই প্রথম খেলছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে করছেন একের পর এক রেকর্ড। তবে পাঁচ বছর আগেই তিনি খেলতে পারতেন প্রিমিয়ার লিগে। প্রায় ৫৪ কোটি টাকায় ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে নিতে পারত বলে জানিয়েছেন ওলে গুনার শুলশার। 

২০১৮-এর ডিসেম্বরে ম্যানইউর কোচের দায়িত্ব নেন শুলশার। কোচ হওয়ার ছয় মাস আগে হালান্ডের নাম প্রস্তাব করেন তিনি। নরওয়ের এই স্ট্রাইকারকে নিতে ম্যানইউকে প্রায় ৪ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫৩ কোটি ৫১ লাখ টাকা) কথা বলেছেন। তবে ক্লাব কর্তৃপক্ষ শুলশারের এ কথা শোনেনি। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য সানকে’ দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের সাবেক এই কোচ বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাস আগে ইউনাইটেডকে ফোন দিয়েছিলাম এবং তাদের বলেছিলাম যে আমাদের কাছে এমন এক স্ট্রাইকার আছে, কিন্তু তারা শোনেনি। হালান্ডকে নিতে আমি ৪ মিলিয়ন পাউন্ডেরকথা বলেছিলাম। কিন্তু তারা তাকে নেয়নি।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে হালান্ড খেলেন ৪৭ ম্যাচ। গোল করেছেন ৫১টি এবং অ্যাসিস্ট করেছেন ৮ গোলে। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ৩৫ গোল, যা এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ। এক মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে কোল। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার করেছিলেন ৩৪ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত