Ajker Patrika

মাতাল হয়ে অনুশীলনে আসেন নেইমার

আপডেট : ২২ মার্চ ২০২২, ২৩: ৪১
মাতাল হয়ে অনুশীলনে আসেন নেইমার

সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।

মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা। 

‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’ 

ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’ 

এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত