Ajker Patrika

১১৩০ কোটি টাকার খেলোয়াড় কিনে রোমাঞ্চিত চেলসি কোচ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪: ৪৬
১১৩০ কোটি টাকার খেলোয়াড় কিনে রোমাঞ্চিত চেলসি কোচ

: মিখাইলো মুদ্রিকের চেলসিতে আসা নিয়ে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। অবশেষে চেলসিতে এলেন মুদ্রিক। ৮৯ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১১৩০ কোটি ৫৪ লাখ টাকা) ইউক্রেনের এই ফরোয়ার্ডকে কিনেছে ব্লুজরা। 

ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে মুদ্রিককে নিয়ে এসেছে চেলসি। তাঁর সঙ্গে সাড়ে আট বছরের চুক্তি করেছে ব্লুজরা। ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে ভীষণ রোমাঞ্চিত চেলসি কোচ গ্রাহাম পটার। পটার বলেন, ‘তার (মুদ্রিক) মতো তরুণ খেলোয়াড়ের ভবিষ্যৎ উজ্জ্বল। সরাসরি বা ব্যাকলাইন, সবদিক থেকেই সে আক্রমণ করতে পারে। আসলেই দুর্দান্ত খেলোয়াড়। আশা করি, আমাদের সমর্থকেরা তাকে পছন্দ করবে। তার সঙ্গে কাজ করতে আমি উন্মুখ হয়ে আছি। তার সঙ্গে পুরো সময় আমি কাজ করতে পারলে সবাই খুশি হবে।’ 

চেলসির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে নিজেও খুব খুশি মুদ্রিক। ইউক্রেনের এই ফরোয়ার্ড বলেন, ‘নতুন সতীর্থদের সঙ্গে দেখা করব ভেবে রোমাঞ্চিত। গ্রাহাম পটার ও তাঁর কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।’ শাখতারের হয়ে মুদ্রিক খেলেছেন ৪৪ ম্যাচ। করেছেন ১২ গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত