ক্রীড়া ডেস্ক
টেস্টে ১-১ সমতা, ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দাপুটে সিরিজ জয়ে বছর শেষ করেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। তবে দলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে ওয়েস্ট ইন্ডিজ সফর দুর্দান্ত কেটেছে জাকের আলী অনিকের। তিন সংস্করণ মিলিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ ৪০৯ রান করেছেন এই তরুণ ব্যাটার।
জাকেরের পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ঝলক দেখিয়েছেন শামীম হোসেন। টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ দুই ম্যাচেই ইম্প্যাক্টফুল দুটি ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সেন্ট ভিনসেন্টে আজ শেষ টি-টোয়েন্টিতে স্পোর্টসম্যানশিপের দারুণ উদাহরণও রেখেছেন তাঁরা। সে ঘটনায় ক্রিকেটপ্রেমী ও সাবেকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন দুজনে।
ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলের ঘটনা। গুদাকেশ মোটির বল জাকের আলী স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে পাঠান। ওবেদ ম্যাককয় দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন! বাউন্ডারি বাঁচালেও ডাইভ দেওয়ার পর ম্যাককয় ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েন। জাকের ও শমীম বিষয়টি খেয়াল করেন। দেখেন, ম্যাককয় রশির কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন, এরপর রান নেওয়া বন্ধ করে দেন দুজনে। ২ রানের বেশি আর নেননি তাঁরা। সুযোগ ছিল আরও রান নেওয়ার।
জাকের ও শামীমের স্পোর্টসম্যানশিপ দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। যদি ২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়, তবে এই ঘটনার জন্য তাঁর প্রস্তাব করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হাত তালির দুটো ইমোজি জুড়ে দিয়ে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের জন্য স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তটির কথা প্রস্তাব করব, যখন জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রান নেওয়া থেকে বিরত ছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন, তৃতীয় টি-টোয়েন্টি আউটফিল্ডে বল ধরার সময় ওবেদ ম্যাককয় চোট পেয়েছেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল নিয়ে বিশপের পরামর্শ, ‘বাংলাদেশ, এই অসাধারণ তরুণ দলটিকে সঠিকভাবে গড়ে তোলার এবং উন্নতি করার চমৎকার সুযোগ রয়েছে। ব্যাটিংয়ে শক্তি রয়েছে, আর পেস বোলিং দিন দিন উন্নতি করছে। এই সুযোগটি কাজে লাগাতে ভুল করবেন না। ওয়েস্ট ইন্ডিজ ২০২৫ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’
টেস্টে ১-১ সমতা, ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দাপুটে সিরিজ জয়ে বছর শেষ করেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। তবে দলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে ওয়েস্ট ইন্ডিজ সফর দুর্দান্ত কেটেছে জাকের আলী অনিকের। তিন সংস্করণ মিলিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ ৪০৯ রান করেছেন এই তরুণ ব্যাটার।
জাকেরের পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ঝলক দেখিয়েছেন শামীম হোসেন। টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ দুই ম্যাচেই ইম্প্যাক্টফুল দুটি ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সেন্ট ভিনসেন্টে আজ শেষ টি-টোয়েন্টিতে স্পোর্টসম্যানশিপের দারুণ উদাহরণও রেখেছেন তাঁরা। সে ঘটনায় ক্রিকেটপ্রেমী ও সাবেকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন দুজনে।
ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলের ঘটনা। গুদাকেশ মোটির বল জাকের আলী স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে পাঠান। ওবেদ ম্যাককয় দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন! বাউন্ডারি বাঁচালেও ডাইভ দেওয়ার পর ম্যাককয় ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েন। জাকের ও শমীম বিষয়টি খেয়াল করেন। দেখেন, ম্যাককয় রশির কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন, এরপর রান নেওয়া বন্ধ করে দেন দুজনে। ২ রানের বেশি আর নেননি তাঁরা। সুযোগ ছিল আরও রান নেওয়ার।
জাকের ও শামীমের স্পোর্টসম্যানশিপ দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। যদি ২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়, তবে এই ঘটনার জন্য তাঁর প্রস্তাব করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হাত তালির দুটো ইমোজি জুড়ে দিয়ে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের জন্য স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তটির কথা প্রস্তাব করব, যখন জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রান নেওয়া থেকে বিরত ছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন, তৃতীয় টি-টোয়েন্টি আউটফিল্ডে বল ধরার সময় ওবেদ ম্যাককয় চোট পেয়েছেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল নিয়ে বিশপের পরামর্শ, ‘বাংলাদেশ, এই অসাধারণ তরুণ দলটিকে সঠিকভাবে গড়ে তোলার এবং উন্নতি করার চমৎকার সুযোগ রয়েছে। ব্যাটিংয়ে শক্তি রয়েছে, আর পেস বোলিং দিন দিন উন্নতি করছে। এই সুযোগটি কাজে লাগাতে ভুল করবেন না। ওয়েস্ট ইন্ডিজ ২০২৫ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’
টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
৩ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
৫ ঘণ্টা আগে‘যশপ্রীত বুমরা একাদশে থাকলে আমি ধর্মঘটে যাব’—টিভি অনুষ্ঠানে বসে এমনই কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য জাদেজার কথা রাখেনি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঠিকই খেলিয়েছে বুমরাকে। তাঁর এনে দেওয়া ব্রেকথ্রুর পর ভারতের স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে
৬ ঘণ্টা আগেস্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
৮ ঘণ্টা আগে