২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে ৬ মাস পেরিয়ে গেছে। দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তবু নাভিন উল হক থাকলেই পুরোনো টুর্নামেন্টের প্রসঙ্গ (২০২৩ আইপিএল) চলে আসে আপনা আপনি। আফগান পেসারের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলিও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ২০২৩ আইপিএলে খেলেছেন কোহলি। নাভিন খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ১ মে আরসিবি-লক্ষ্ণৌ ম্যাচে কথা কাটাকাটিতে জড়ান নাভিন ও কোহলি। এরপর ৯ মে ওয়াংখেড়েতে হয়েছিল আরসিবি-মুম্বাই ম্যাচ। সেই ম্যাচ টিভিতে দেখছিলেন আর আম খাচ্ছিলেন নাভিন। ইনস্টাগ্রাম স্টোরিতে আফগান এই পেসার তখন লেখেন, ‘মিষ্টি আম।’ মুহূর্তেই তা ভাইরাল হলে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন এভাবে যে পোস্টটা হয়তো কোহলিকে উদ্দেশ্য করেই দেওয়া।
প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও ‘মিষ্টি আমের’ প্রসঙ্গ এসেছে নাভিনের কাছে। লক্ষ্ণৌর ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে আফগান পেসার বলেন, ‘আম খাওয়ার কথা আমি ধাভাল ভাইকে (লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টিম লজিস্টিকস)। সেই রাতেই তিনি আমের ব্যবস্থা করে ফেলেন। যখন আমরা গোয়া গিয়েছিলাম, তিনি আম কিনেছিলেন। টিভির সামনে বসে আম খাচ্ছিলাম। সেখানে কোনো ছবি বা কিছুই ছিল না (কোহলির)। মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়েরা ছিল টিভিতে। তাই আমি ‘মিষ্টি আম’ লিখেছিলাম এবং অনেকে সেটা ভিন্নভাবে নিয়েছেন। তাই তখন কিছুই বলিনি। এড়িয়ে গেছি। তখন আমের মৌসুম চলছিল। আমি ভেবেছিলাম যদি মানুষের ব্যবসা একটু ভালো হয়।’
২০২৩ বিশ্বকাপে দিল্লিতে হয়েছিল ভারত-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচে ‘পুরোনো শত্রুতা’ ভুলেই যে বন্ধু হয়ে গেলেন কোহলি ও নাভিন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন। কোহলির প্রশংসাও তখন করেছেন নাভিন। লক্ষ্ণৌর প্রকাশিত ভিডিওতে গতকাল বিশ্বকাপ চলাকালীন ঘটনার প্রসঙ্গেও কথা বলেছেন।
২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হয়েছে ৬ মাস পেরিয়ে গেছে। দরজায় কড়া নাড়ছে আরও এক আইপিএল। তবু নাভিন উল হক থাকলেই পুরোনো টুর্নামেন্টের প্রসঙ্গ (২০২৩ আইপিএল) চলে আসে আপনা আপনি। আফগান পেসারের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিরাট কোহলিও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে ২০২৩ আইপিএলে খেলেছেন কোহলি। নাভিন খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে ১ মে আরসিবি-লক্ষ্ণৌ ম্যাচে কথা কাটাকাটিতে জড়ান নাভিন ও কোহলি। এরপর ৯ মে ওয়াংখেড়েতে হয়েছিল আরসিবি-মুম্বাই ম্যাচ। সেই ম্যাচ টিভিতে দেখছিলেন আর আম খাচ্ছিলেন নাভিন। ইনস্টাগ্রাম স্টোরিতে আফগান এই পেসার তখন লেখেন, ‘মিষ্টি আম।’ মুহূর্তেই তা ভাইরাল হলে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন এভাবে যে পোস্টটা হয়তো কোহলিকে উদ্দেশ্য করেই দেওয়া।
প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও ‘মিষ্টি আমের’ প্রসঙ্গ এসেছে নাভিনের কাছে। লক্ষ্ণৌর ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওতে আফগান পেসার বলেন, ‘আম খাওয়ার কথা আমি ধাভাল ভাইকে (লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টিম লজিস্টিকস)। সেই রাতেই তিনি আমের ব্যবস্থা করে ফেলেন। যখন আমরা গোয়া গিয়েছিলাম, তিনি আম কিনেছিলেন। টিভির সামনে বসে আম খাচ্ছিলাম। সেখানে কোনো ছবি বা কিছুই ছিল না (কোহলির)। মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড়েরা ছিল টিভিতে। তাই আমি ‘মিষ্টি আম’ লিখেছিলাম এবং অনেকে সেটা ভিন্নভাবে নিয়েছেন। তাই তখন কিছুই বলিনি। এড়িয়ে গেছি। তখন আমের মৌসুম চলছিল। আমি ভেবেছিলাম যদি মানুষের ব্যবসা একটু ভালো হয়।’
২০২৩ বিশ্বকাপে দিল্লিতে হয়েছিল ভারত-আফগানিস্তান ম্যাচ। সেই ম্যাচে ‘পুরোনো শত্রুতা’ ভুলেই যে বন্ধু হয়ে গেলেন কোহলি ও নাভিন। ম্যাচ চলাকালীন একে অপরে হাত ও বুকে বুক মিলিয়ে যেন হৃদয়ের কথা শুনলেন। কোহলির প্রশংসাও তখন করেছেন নাভিন। লক্ষ্ণৌর প্রকাশিত ভিডিওতে গতকাল বিশ্বকাপ চলাকালীন ঘটনার প্রসঙ্গেও কথা বলেছেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে