Ajker Patrika

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ায় ঘুরে দাঁড়াল বিসিবি এইচপি

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ায় ঘুরে দাঁড়াল বিসিবি এইচপি

অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের হারিয়ে খুঁজছিল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। ৭৭ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে একের পর এক ম্যাচ হেরে চলছিল বিসিবি এইচপি। অবশেষে আজ দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল আকবর আলীর নেতৃত্বাধীন দল।

মেলবোর্ন রেনেগেডসকে উড়িয়ে দেওয়ার পর তাসমানিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে টানা দুই ম্যাচ হারে বিসিবি এইচপি। তাসমানিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্স ৩ ও ৮ উইকেটে হারিয়েছে আকবর-তানজিদ হাসান তামিমদের। যার মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি ছিল গতকাল ডারউইনের ম্যারারা ওভালে। সেই ম্যাচের ২৪ ঘণ্টা পর আজ ডারউইনের টিআইও স্টেডিয়ামে এসিটি কোমেটকে ৬ উইকেটে হারিয়েছে বিসিবি এইচপি।   

১২৫ রানের লক্ষ্যে নেমে বিসিবি এইচপির শুরুটা হয়েছে বিধ্বংসী। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম যতটা না আক্রমণাত্মক, তাঁর চেয়ে বেশি এলোমেলো ছিল এসিটি কোমেটের বোলারদের লাইন লেংথ। অতিরিক্ত খাতে রান খরচ করতে থাকে এসিটি। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান করেছে বিসিবি এইচপি। ষষ্ঠ ওভারের প্রথম বলে তানজিদ তামিমকে ফিরিয়েছেন জেক স্মিথ। ১৫ বলে ২ চারে ১৮ রান করেছেন তানজিদ তামিম। 

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন। তিন নম্বরে নামা ইমন কিছুটা রয়েসয়ে খেলেও জিসান স্বভাবসুলভ খেলাটা চালিয়ে যান। দ্বিতীয় উইকেটে জিসান ও ইমন গড়েন ৪৪ রানের জুটি। ১২তম ওভারের তৃতীয় বলে ইমনকে ফেরান হ্যান্নো জ্যাকবস। ২৪ বলে ১ ছক্কায় ২৩ রান করেন ইমন। 

ইমন ফেরার পর দ্রুত বিদায় নিয়েছেন জিসানও। ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় ৫০ রান করা জিসানকে ফিরিয়েছেন স্মিথ। বিসিবি এইচপির ওপেনার ফেরার পর হাতে তখনো ৭ উইকেট। শেষ ৬ ওভারে প্রয়োজন ১৯ রান। সেই সমীকরণ মিলিয়ে ১৬.৪ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে বিসিবি এইচপি। ২০ বল হাতে রেখে এইচপির ৬ উইকেটের জয়ে জিসানের ব্যাট থেকেই আসে ইনিংস সর্বোচ্চ রান। 

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর আভাস দিয়েছিল এসিটি কোমেট। ২.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান করে এসিটি। তৃতীয় ওভারের তৃতীয় বলে এসাম রহমানকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রিপন মন্ডল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা এসিটি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করেছে এসিটি। ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করেন মাইকি ম্যাকনামারা। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন। আবু হায়দার নিয়েছেন ২ উইকেট। দুজনেই খরচ করেছেন ২৬ রান এবং ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত