Ajker Patrika

আমাকে নিয়ে আলোচনা গুরত্বপূর্ণ নয়, বলছেন শান্ত

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২১: ২৯
আমাকে নিয়ে আলোচনা গুরত্বপূর্ণ নয়, বলছেন শান্ত

আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল হোসেন শান্তর পথ চলাটা যেন রোলার কোস্টারের মতো। পারফরম্যান্সের কারণে দলে যেন থিতুই হতে পারছেন না। জাতীয় দলে আছেন তাই আসা-যাওয়ার মধ্যে। শান্তকে নিয়ে তাই আলাপ-আলোচনাটা একটু বেশিই। তবে শান্ত মনে করেন, তাঁকে নিয়ে আলোচনা করা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়।

প্রায় দুই মাসের বিরতির পর এই অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শান্ত। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ বলে করেছিলেন ৩৩ রান। সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত চারটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই চার ম্যাচে ৭৬ বলে করেছেন ৮১ রান, স্ট্রাইকরেট ১০৬.৫৭। আজ হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০ বলে ২৫ রান করেছেন। 

ডট বল বেশি খেলে কম স্ট্রাইকরেটে ব্যাটিং করায় শান্তকে নিয়ে আলোচনা চলছেই। ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনাটা খুব বেশি গুরত্বপূর্ণ না। আমরা এই ম্যাচটা জিতেছি এটা বেশি গুরত্বপূর্ণ। খুব ভালো একটা শুরু হয়েছে। আশা করব সামনের ম্যাচেও এটা ধরে রাখতে পারব।’

ওপেনিং যেন বাংলাদেশের আরেক দু: শ্চিন্তার নাম। খুব দ্রুতই ভেঙে যায় উদ্বোধনী জুটি। এ বছর টি-টোয়েন্টিতে যে ১৭ ম্যাচ খেলেছে, তাতে কোনো জুটিই পঞ্চাশ পেরোয়নি। সর্বোচ্চ ৪৩ রানের উদ্বোধনী জুটি হয়েছে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩১ বলে ৪৩ রানের জুটিটা গড়েছেন শান্ত-সৌম্য সরকার। এটা বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে কি না সে ব্যাপারে শান্তর বক্তব্য, ‘এই পুরো সফরে নেতিবাচক কোনো কিছুই চিন্তা করছি না। টপ অর্ডারে ভালো একটা শুরু পেয়েছি আমরা আশা করব সামনের ম্যাচেও এরকম ভালো কিছু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত