‘উড়াই চলো স্বপ্নডানা, আকাশ ছুঁতে নেই যে মানা’-চারিথ আসালাঙ্কার কাছে গতকাল ব্যাপারটা ছিল যেন এমনই। যুদ্ধ জয়ের আনন্দে তিনি যেন শূন্যে উড়ছেন। তাঁর এই শূন্যে ওড়ার আনন্দ ছুঁয়ে গেছে পুরো শ্রীলঙ্কা দলকে। ম্যাচসেরার পুরস্কার না পেলেও পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর তিনিই যেন এখন নায়ক।
শ্রীলঙ্কা-পাকিস্তান ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচ অবশ্য উত্তেজনাপূর্ণ হওয়ার কথা ছিল না। বৃষ্টি আইনে ৪২ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ২৫২ রান। আসালাঙ্কা যখন ব্যাটিংয়ে নামেন তখন লঙ্কানদের দরকার ৭৪ বলে ৭৫ রান, হাতে ৭ উইকেট। শুরুতে তাঁকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল। তবে পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে বেঁচে যান। কুশল মেন্ডিসকে নিয়ে লঙ্কানদের জয়ের পথে সাবলীলভাবে এগিয়ে নিতে থাকেন আসালাঙ্কা।
মেন্ডিস-আসালাঙ্কার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন লঙ্কানরা হেসেখেলেই ম্যাচ জিতবে। শেষ ৭ ওভারে দরকার ছিল ৪২ রান, হাতে তখনও ৭ উইকেট। এরপর থেকেই ম্যাচের গতিপথ পাল্টাতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের জন্য জয়ও কঠিন হতে থাকে। তবু একপ্রান্তে আগলে খেলতে থাকেন আসালাঙ্কা। লঙ্কান এই বাঁহাতি ব্যাটারকে দিতে হয় চূড়ান্ত অগ্নিপরীক্ষা। শেষ দুই বলে ২ উইকেট হাতে নিয়ে লঙ্কানদের দরকার হয় ৬ রান। স্বীকৃত ব্যাটার বলতে শুধু আসালাঙ্কাই। জামান খানের করা পঞ্চম বলে মেরেছেন চার। এরপর শেষ বলে ২ রান নিতেই উল্লাসে ফেটে পড়ে লঙ্কান ডাগআউট। ফাইনালে ওঠার আনন্দে তাঁকে সতীর্থরা জড়িয়ে ওঠেন। ৪৭ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন আসালাঙ্কা।
ম্যাচ শেষ করে এলেও ম্যাচসেরা হতে পারেননি আসালাঙ্কা। ৮৭ বলে ৯১ রান করে ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। তবু আসালাঙ্কা যেন ছিলেন সকলের ‘নয়নের মণি’। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ম্যাচ কীভাবে শেষ করে আসবেন, সে ব্যাপারে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন, ‘আমি শুধু ভাবছিলাম যে কীভাবে গ্যাপে ঠেলে দুই রান নিতে পারি। কারণ মাঠও বড় ছিল এবং পাতিরানাকে বললাম শুধু রান নিতে। আমি জানতাম সে বাউন্সার অথবা ইয়র্কার করবে। এরপর সে স্লোয়ার বল করল। সেটা আমার পক্ষেই এসেছে। আমি খুবই রোমাঞ্চিত। ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। সেটাই আমার কাজ।’ আসালাঙ্কার প্রশংসা করে মেন্ডিস বলেন, ‘ফাইনাল খেলতে পেরে ভালো লাগছে। সবাই ভালো খেলেছে। দুটো উইকেট পড়ে যাওয়ার পর আমি আশা করছিলাম যে চারিথ ম্যাচ শেষ করে আসবে। সে তা করতে পেরেছে।’
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার কণ্ঠেও ঝরেছে আসালাঙ্কাকে নিয়ে প্রশংসার বাণী। আসালাঙ্কার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা দেখছেন শানাকা, ‘ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। তবে ম্যাচে আমাদের শেষ পর্যন্ত থাকতে হতো। আমরা তাদেরকে ফিরে আসার কিছু সুযোগ দিয়েছি। তবে চারিথ চাপ সামলে খেলেছে। চারিথ দারুণ খেলোয়াড়। তার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার গুণ রয়েছে।’
‘উড়াই চলো স্বপ্নডানা, আকাশ ছুঁতে নেই যে মানা’-চারিথ আসালাঙ্কার কাছে গতকাল ব্যাপারটা ছিল যেন এমনই। যুদ্ধ জয়ের আনন্দে তিনি যেন শূন্যে উড়ছেন। তাঁর এই শূন্যে ওড়ার আনন্দ ছুঁয়ে গেছে পুরো শ্রীলঙ্কা দলকে। ম্যাচসেরার পুরস্কার না পেলেও পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর তিনিই যেন এখন নায়ক।
শ্রীলঙ্কা-পাকিস্তান ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচ অবশ্য উত্তেজনাপূর্ণ হওয়ার কথা ছিল না। বৃষ্টি আইনে ৪২ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ২৫২ রান। আসালাঙ্কা যখন ব্যাটিংয়ে নামেন তখন লঙ্কানদের দরকার ৭৪ বলে ৭৫ রান, হাতে ৭ উইকেট। শুরুতে তাঁকে কিছুটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল। তবে পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে বেঁচে যান। কুশল মেন্ডিসকে নিয়ে লঙ্কানদের জয়ের পথে সাবলীলভাবে এগিয়ে নিতে থাকেন আসালাঙ্কা।
মেন্ডিস-আসালাঙ্কার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন লঙ্কানরা হেসেখেলেই ম্যাচ জিতবে। শেষ ৭ ওভারে দরকার ছিল ৪২ রান, হাতে তখনও ৭ উইকেট। এরপর থেকেই ম্যাচের গতিপথ পাল্টাতে থাকে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লঙ্কানদের জন্য জয়ও কঠিন হতে থাকে। তবু একপ্রান্তে আগলে খেলতে থাকেন আসালাঙ্কা। লঙ্কান এই বাঁহাতি ব্যাটারকে দিতে হয় চূড়ান্ত অগ্নিপরীক্ষা। শেষ দুই বলে ২ উইকেট হাতে নিয়ে লঙ্কানদের দরকার হয় ৬ রান। স্বীকৃত ব্যাটার বলতে শুধু আসালাঙ্কাই। জামান খানের করা পঞ্চম বলে মেরেছেন চার। এরপর শেষ বলে ২ রান নিতেই উল্লাসে ফেটে পড়ে লঙ্কান ডাগআউট। ফাইনালে ওঠার আনন্দে তাঁকে সতীর্থরা জড়িয়ে ওঠেন। ৪৭ বলে ৪৯ রান করে অপরাজিত ছিলেন আসালাঙ্কা।
ম্যাচ শেষ করে এলেও ম্যাচসেরা হতে পারেননি আসালাঙ্কা। ৮৭ বলে ৯১ রান করে ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস। তবু আসালাঙ্কা যেন ছিলেন সকলের ‘নয়নের মণি’। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। ম্যাচ কীভাবে শেষ করে আসবেন, সে ব্যাপারে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করেছেন, ‘আমি শুধু ভাবছিলাম যে কীভাবে গ্যাপে ঠেলে দুই রান নিতে পারি। কারণ মাঠও বড় ছিল এবং পাতিরানাকে বললাম শুধু রান নিতে। আমি জানতাম সে বাউন্সার অথবা ইয়র্কার করবে। এরপর সে স্লোয়ার বল করল। সেটা আমার পক্ষেই এসেছে। আমি খুবই রোমাঞ্চিত। ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। সেটাই আমার কাজ।’ আসালাঙ্কার প্রশংসা করে মেন্ডিস বলেন, ‘ফাইনাল খেলতে পেরে ভালো লাগছে। সবাই ভালো খেলেছে। দুটো উইকেট পড়ে যাওয়ার পর আমি আশা করছিলাম যে চারিথ ম্যাচ শেষ করে আসবে। সে তা করতে পেরেছে।’
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার কণ্ঠেও ঝরেছে আসালাঙ্কাকে নিয়ে প্রশংসার বাণী। আসালাঙ্কার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার সম্ভাবনা দেখছেন শানাকা, ‘ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। তবে ম্যাচে আমাদের শেষ পর্যন্ত থাকতে হতো। আমরা তাদেরকে ফিরে আসার কিছু সুযোগ দিয়েছি। তবে চারিথ চাপ সামলে খেলেছে। চারিথ দারুণ খেলোয়াড়। তার মধ্যে বড় খেলোয়াড় হওয়ার গুণ রয়েছে।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২৪ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে