ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্বে। সে রেশ না কাটতেই সিডনি টেস্টের প্রথম দিন বিরাট কোহলিকে নিয়ে নতুন বিতর্ক। দুটো ঘটনার সঙ্গেই জড়িয়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। মেলবোর্ন টেস্টে ছিলেন থার্ড আম্পায়ার, সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ার।
বিতর্কের ঘটনা ভারতের ইনিংসের অষ্টম ওভারে। ৭.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট হারায় অতিথিরা। উইকেটে এসে স্কট বোল্যান্ডের করা ওভারে প্রথম বলে খোঁচা মারেন কোহলি। ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপে থাকা স্টিভেন স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে লুফে নেওয়ার চেষ্টা করেন, তবে হাতে পুরোপুরি জমাতে পারেননি। বল স্মিথের হাত থেকে চলে যায় গালিতে থাকা মানার্স লাবুশেনের কাছে। তিনি বল হাতে জমা করেন। আউটের আবেদন জানিয়ে উদ্যাপন শুরু করেন অজি ক্রিকেটাররা।
কোহলি তখন ঠায় দাঁড়িয়ে, মাঠের দুই আম্পায়ার সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের শরণাপন্ন হন। উইলসন বিভিন্ন কোণ থেকে দেখার পর কোহলিকে দিয়েছেন নট-আউট। স্মিথ বল হাতে জমা করার আগে মাটি ছুঁয়েছে বলে জানালেন টিভি আম্পায়ার।
উইলসন নট-আউট দিলে হতাশ হন স্মিথ। পরে লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ‘শতভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনো উপায় নেই, শতভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’
বিতর্কিত নট-আউট নিয়ে ব্যাখ্যা দিয়েছে আইসিসি। তাদের অফিশিয়াল সাইটে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুযায়ী ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নট-আউট ঘোষণা করা হয়েছে।’
এই দফায় বাঁচলেও ইনিংস লম্বা করতে পারেননি কোহলি। ৬৯ বলে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত বিউ ওয়েবস্টার নিয়েছেন সেই ক্যাচটি।
মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্বে। সে রেশ না কাটতেই সিডনি টেস্টের প্রথম দিন বিরাট কোহলিকে নিয়ে নতুন বিতর্ক। দুটো ঘটনার সঙ্গেই জড়িয়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। মেলবোর্ন টেস্টে ছিলেন থার্ড আম্পায়ার, সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ার।
বিতর্কের ঘটনা ভারতের ইনিংসের অষ্টম ওভারে। ৭.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট হারায় অতিথিরা। উইকেটে এসে স্কট বোল্যান্ডের করা ওভারে প্রথম বলে খোঁচা মারেন কোহলি। ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপে থাকা স্টিভেন স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে লুফে নেওয়ার চেষ্টা করেন, তবে হাতে পুরোপুরি জমাতে পারেননি। বল স্মিথের হাত থেকে চলে যায় গালিতে থাকা মানার্স লাবুশেনের কাছে। তিনি বল হাতে জমা করেন। আউটের আবেদন জানিয়ে উদ্যাপন শুরু করেন অজি ক্রিকেটাররা।
কোহলি তখন ঠায় দাঁড়িয়ে, মাঠের দুই আম্পায়ার সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের শরণাপন্ন হন। উইলসন বিভিন্ন কোণ থেকে দেখার পর কোহলিকে দিয়েছেন নট-আউট। স্মিথ বল হাতে জমা করার আগে মাটি ছুঁয়েছে বলে জানালেন টিভি আম্পায়ার।
উইলসন নট-আউট দিলে হতাশ হন স্মিথ। পরে লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ‘শতভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনো উপায় নেই, শতভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’
বিতর্কিত নট-আউট নিয়ে ব্যাখ্যা দিয়েছে আইসিসি। তাদের অফিশিয়াল সাইটে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুযায়ী ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নট-আউট ঘোষণা করা হয়েছে।’
এই দফায় বাঁচলেও ইনিংস লম্বা করতে পারেননি কোহলি। ৬৯ বলে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত বিউ ওয়েবস্টার নিয়েছেন সেই ক্যাচটি।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৩ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩৫ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে