ক্রীড়া ডেস্ক
মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্বে। সে রেশ না কাটতেই সিডনি টেস্টের প্রথম দিন বিরাট কোহলিকে নিয়ে নতুন বিতর্ক। দুটো ঘটনার সঙ্গেই জড়িয়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। মেলবোর্ন টেস্টে ছিলেন থার্ড আম্পায়ার, সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ার।
বিতর্কের ঘটনা ভারতের ইনিংসের অষ্টম ওভারে। ৭.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট হারায় অতিথিরা। উইকেটে এসে স্কট বোল্যান্ডের করা ওভারে প্রথম বলে খোঁচা মারেন কোহলি। ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপে থাকা স্টিভেন স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে লুফে নেওয়ার চেষ্টা করেন, তবে হাতে পুরোপুরি জমাতে পারেননি। বল স্মিথের হাত থেকে চলে যায় গালিতে থাকা মানার্স লাবুশেনের কাছে। তিনি বল হাতে জমা করেন। আউটের আবেদন জানিয়ে উদ্যাপন শুরু করেন অজি ক্রিকেটাররা।
কোহলি তখন ঠায় দাঁড়িয়ে, মাঠের দুই আম্পায়ার সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের শরণাপন্ন হন। উইলসন বিভিন্ন কোণ থেকে দেখার পর কোহলিকে দিয়েছেন নট-আউট। স্মিথ বল হাতে জমা করার আগে মাটি ছুঁয়েছে বলে জানালেন টিভি আম্পায়ার।
উইলসন নট-আউট দিলে হতাশ হন স্মিথ। পরে লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ‘শতভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনো উপায় নেই, শতভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’
বিতর্কিত নট-আউট নিয়ে ব্যাখ্যা দিয়েছে আইসিসি। তাদের অফিশিয়াল সাইটে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুযায়ী ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নট-আউট ঘোষণা করা হয়েছে।’
এই দফায় বাঁচলেও ইনিংস লম্বা করতে পারেননি কোহলি। ৬৯ বলে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত বিউ ওয়েবস্টার নিয়েছেন সেই ক্যাচটি।
মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্বে। সে রেশ না কাটতেই সিডনি টেস্টের প্রথম দিন বিরাট কোহলিকে নিয়ে নতুন বিতর্ক। দুটো ঘটনার সঙ্গেই জড়িয়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। মেলবোর্ন টেস্টে ছিলেন থার্ড আম্পায়ার, সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ার।
বিতর্কের ঘটনা ভারতের ইনিংসের অষ্টম ওভারে। ৭.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট হারায় অতিথিরা। উইকেটে এসে স্কট বোল্যান্ডের করা ওভারে প্রথম বলে খোঁচা মারেন কোহলি। ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপে থাকা স্টিভেন স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে লুফে নেওয়ার চেষ্টা করেন, তবে হাতে পুরোপুরি জমাতে পারেননি। বল স্মিথের হাত থেকে চলে যায় গালিতে থাকা মানার্স লাবুশেনের কাছে। তিনি বল হাতে জমা করেন। আউটের আবেদন জানিয়ে উদ্যাপন শুরু করেন অজি ক্রিকেটাররা।
কোহলি তখন ঠায় দাঁড়িয়ে, মাঠের দুই আম্পায়ার সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের শরণাপন্ন হন। উইলসন বিভিন্ন কোণ থেকে দেখার পর কোহলিকে দিয়েছেন নট-আউট। স্মিথ বল হাতে জমা করার আগে মাটি ছুঁয়েছে বলে জানালেন টিভি আম্পায়ার।
উইলসন নট-আউট দিলে হতাশ হন স্মিথ। পরে লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ‘শতভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনো উপায় নেই, শতভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’
বিতর্কিত নট-আউট নিয়ে ব্যাখ্যা দিয়েছে আইসিসি। তাদের অফিশিয়াল সাইটে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুযায়ী ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নট-আউট ঘোষণা করা হয়েছে।’
এই দফায় বাঁচলেও ইনিংস লম্বা করতে পারেননি কোহলি। ৬৯ বলে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত বিউ ওয়েবস্টার নিয়েছেন সেই ক্যাচটি।
বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে জাকের আলী অনিক মেরেছেন ৩৮ ছক্কা। চারের সংখ্যা ৩৪। তাহলে তাঁর ছক্কা মারার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার কারণ কী? কারণ, এই ছক্কাগুলোর বেশির ভাগ তিনি মেরেছেন দ্বিপক্ষীয় সিরিজে। কিন্তু মেজর টুর্নামেন্টের সময় যে ছক্কা মারতেই পারেন না ‘ফিনিশার’ তকমা পাওয়া জাকের।
৯ মিনিট আগেপাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
৩ ঘণ্টা আগে