Ajker Patrika

মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন বিসিবির প্রধান নির্বাচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোসাদ্দেককে সরি বলেছেন লিপু। ফাইল ছবি
মোসাদ্দেককে সরি বলেছেন লিপু। ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য ঘিরে শুরু হয়েছিল আলোচনা। অলরাউন্ডার ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘যত দিন মিরাজ দলে আছে, তত দিন মোসাদ্দেকের সুযোগ নাই।’ জাতীয় দলের একজন ক্রিকেটার সম্পর্কে এ ধরনের মন্তব্য সে সময় বেশ সমালোচনার জন্ম দেয়।

মোসাদ্দেকের ব্যাপারে এই বক্তব্যের দুঃখপ্রকাশ করেছেন লিপু। আজ বিকেলে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ভালোই হলো প্রশ্নটা উঠেছে। অনেকে ইউটিউবে সম্পাদনা করে নানা কিছু দেখান। তবে আমি যেটা বলেছিলাম, সেটা লাইভ অনুষ্ঠানে বলেছিলাম। তখন অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু অসাবধানতা হয়েছিল আমার। আমি বলেছিলাম, যতক্ষণ মিরাজ দলে আছে, ততক্ষণ মোসাদ্দেকের সুযোগ নাই। এখন বুঝি, আমার সে সময় তিনটি শব্দ চয়ন ঠিক ছিল না।’

একজন ক্রিকেটার সম্পর্কে এভাবে বলা ঠিক হয়নি উল্লেখ করে লিপু বলেন, ‘চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়ে আমি নিজের মন্তব্য শুনলাম নিউজে। তখনই বুঝি—আমার বলা উচিত ছিল, মিরাজ থাকলে মোসাদ্দেকের সুযোগ ক্ষীণ। কিন্তু আমি তা বলতে পারিনি। সেদিনই উপলব্ধি করি, আমার উপস্থাপনাটায় ভুল ছিল।’

মোসাদ্দেকের সঙ্গেও ব্যক্তিগতভাবে দেখা হয়েছে বলে জানিয়েছেন লিপু। তখন বিসিবির প্রধান নির্বাচক এই অলরাউন্ডারের কাছে দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘দুই দিন পর আমার সঙ্গে মোসাদ্দেকের দেখা হয়। আমি তাকে সরাসরি বলেছি, সরি। আমি ওভাবে বলতে চাইনি এটা জানিয়েছি। আমি চাই মোসাদ্দেক অন্য সবার মতো যথেষ্ট ম্যাচ খেলুক ঘরোয়ায়। আমাদের নজরে তাতেই আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত