Ajker Patrika

চাপ ঘাড়ে নিয়ে দিন পার পাকিস্তানের

গোলামকে ফেরানোর পর ইয়ানসেনের উদ্‌যাপন। ছবি: এএফপি
গোলামকে ফেরানোর পর ইয়ানসেনের উদ্‌যাপন। ছবি: এএফপি

সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।

প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে। সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।

আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।

তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।

সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ