সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।
প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে। সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।
আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।
তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।
প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে। সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।
আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।
তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে