ব্যাটিং বিপর্যয়ে নিঃসঙ্গ শেরপার মতো লড়বেন নিগার সুলতানা জ্যোতি—বাংলাদেশ নারী দলের ক্রিকেটে এটা বেশ পরিচিত দৃশ্য। শ্রীলঙ্কায় কদিন আগে শেষ হওয়া নারী এশিয়া কাপেও ধ্বংসস্তূপের মধ্যে একা দলকে টেনে গিয়েছেন বারবার। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে আইসিসির সুখবর পেলেন জ্যোতি।
এশিয়া কাপের পর নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। তাঁর রেটিং পয়েন্ট ৬১২। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। ১৪২ গড় ও ৯৬.৫৯ স্ট্রাইকরেটে ১৪২ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১টি ফিফটি করেছেন। প্রতিপক্ষ দলের বোলাররা একবার তাঁর উইকেট নিতে পেরেছেন।
শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেছে ভারতের কাছে ১০ উইকেটে হেরে। শেষ চারে উঠতে ব্যাটারদের চেয়ে বোলারদের অবদান ছিল বেশি। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স থাকলেও বাংলাদেশের বোলারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। রাবেয়া খান চার ধাপ পিছিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১০ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৭৭। নাহিদা আকতার ও মারুফা আকতার পিছিয়েছেন পাঁচ ও চার ধাপ। ৫৯৭ ও ৫৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নাহিদা ও মারুফা এখন আছেন ২৬ ও ৩০ নম্বরে। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৫টি করে উইকেট নিয়েছেন রাবেয়া ও নাহিদা। বাংলাদেশের বোলারদের মধ্যে টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ। মারুফা এবারের এশিয়া কাপে কোনো উইকেটই পাননি। ইংল্যান্ডের সোফি একেলেস্টন ৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে পরশু ৮ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন বনে যায় শ্রীলঙ্কা। ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০৪ রান করেন চামারি আতাপাত্তু। লঙ্কান অধিনায়কের গড় ও স্ট্রাইকরেট ছিল ১০১.৩৩ ও ১৪৬.৮৫। এক সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি করেছেন তিনি। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের প্রথম সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকেই। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন অবস্থান করছেন ৬ নম্বরে। লঙ্কান বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭০৫। রানার্সআপ ভারতের স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১৭৩ রান করেছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। দুটি ফিফটি করেছেন তিনি। ৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
ব্যাটিং বিপর্যয়ে নিঃসঙ্গ শেরপার মতো লড়বেন নিগার সুলতানা জ্যোতি—বাংলাদেশ নারী দলের ক্রিকেটে এটা বেশ পরিচিত দৃশ্য। শ্রীলঙ্কায় কদিন আগে শেষ হওয়া নারী এশিয়া কাপেও ধ্বংসস্তূপের মধ্যে একা দলকে টেনে গিয়েছেন বারবার। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে আইসিসির সুখবর পেলেন জ্যোতি।
এশিয়া কাপের পর নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। তাঁর রেটিং পয়েন্ট ৬১২। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টে পঞ্চম সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাটে। ১৪২ গড় ও ৯৬.৫৯ স্ট্রাইকরেটে ১৪২ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ১টি ফিফটি করেছেন। প্রতিপক্ষ দলের বোলাররা একবার তাঁর উইকেট নিতে পেরেছেন।
শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেছে ভারতের কাছে ১০ উইকেটে হেরে। শেষ চারে উঠতে ব্যাটারদের চেয়ে বোলারদের অবদান ছিল বেশি। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স থাকলেও বাংলাদেশের বোলারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। রাবেয়া খান চার ধাপ পিছিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ১০ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশের লেগ স্পিনারের রেটিং পয়েন্ট ৬৭৭। নাহিদা আকতার ও মারুফা আকতার পিছিয়েছেন পাঁচ ও চার ধাপ। ৫৯৭ ও ৫৭৮ রেটিং পয়েন্ট নিয়ে নাহিদা ও মারুফা এখন আছেন ২৬ ও ৩০ নম্বরে। সদ্য সমাপ্ত এশিয়া কাপে ৫টি করে উইকেট নিয়েছেন রাবেয়া ও নাহিদা। বাংলাদেশের বোলারদের মধ্যে টুর্নামেন্টে যৌথ সর্বোচ্চ। মারুফা এবারের এশিয়া কাপে কোনো উইকেটই পাননি। ইংল্যান্ডের সোফি একেলেস্টন ৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে পরশু ৮ উইকেটে হারিয়ে নারী এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন বনে যায় শ্রীলঙ্কা। ঘরের মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে সর্বোচ্চ ৩০৪ রান করেন চামারি আতাপাত্তু। লঙ্কান অধিনায়কের গড় ও স্ট্রাইকরেট ছিল ১০১.৩৩ ও ১৪৬.৮৫। এক সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি করেছেন তিনি। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের প্রথম সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকেই। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন অবস্থান করছেন ৬ নম্বরে। লঙ্কান বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭০৫। রানার্সআপ ভারতের স্মৃতি মান্ধানা এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ ১৭৩ রান করেছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। দুটি ফিফটি করেছেন তিনি। ৭৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে