ক্রীড়া ডেস্ক
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। তবে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের শুরুটা হয়েছে বেশ বাজে। নিউজিল্যান্ডের কাছে রীতিমতো ‘অপমানে’র শিকার হয়েছে এশিয়ার দলটি।
ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের প্রথম ২.২ ওভারে স্কোর ৩ উইকেটে ১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সালমানের দল ১৮.৪ ওভারে ৯১ রানে গুটিয়ে গেছে। জবাবে নিউজিল্যান্ড ১০.১ ওভারে ১ উইকেটে ৯২ রান করেছে।
৫৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয় হজম করতেই কষ্ট হচ্ছে পাকিস্তানের। এখান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সালমান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই অনেক কঠিন। আমরা আশানুরূপ খেলিনি। ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি আমরা।’
আবদুল সামাদ, হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী—ক্রাইস্টচার্চে আজ এই তিন ক্রিকেটারকে টি-টোয়েন্টিতে অভিষেক করিয়েছে পাকিস্তান। তবে এই তিন পাকিস্তানির কেউই আশানুরূপ খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে হাসান নাওয়াজ ডাক মেরেছেন।পাকিস্তান অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘তারা অনেক ভালো বোলিং করেছে। সঠিক জায়গায় বোলিং করেছে এবং সিম, সুইং কাজে লাগিয়েছে। অভিষিক্ত ক্রিকেটাররা খেলাটা শিখবে। দ্রুতই তাদের শিখতে হবে।’
নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর ভক্ত-সমর্থকেরা পাকিস্তানকে নিয়ে করছেন ব্যঙ্গ বিদ্রুপ। কেউ একজন নাসিম শাহর পুরোনো উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাঁর প্রশ্ন, ‘নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারটা কেমন ছিল? হতবুদ্ধিকর, বিপর্যস্ত, অপমানজনক, হতাশাজনক।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কাইল জেমিসন। ৪ ওভারে ৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এক ওভার মেডেনও দিয়েছেন। তবে সবচেয়ে বেশি ৪ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি।
পাকিস্তানের ৯২ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। এই রান করতে তিনি খেলেছেন ৩০ বল, মেরেছেন ৩ ছক্কা। অধিনায়ক সালমান করেছেন ২০ বলে ১৮ রান। দুই ওপেনার মোহাম্মদ হারিস, নাওয়াজ শূন্য রানে আউট হয়েছেন। আর ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৪৪ রান।
ডানেডিনে পরশু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। তবে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের শুরুটা হয়েছে বেশ বাজে। নিউজিল্যান্ডের কাছে রীতিমতো ‘অপমানে’র শিকার হয়েছে এশিয়ার দলটি।
ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের প্রথম ২.২ ওভারে স্কোর ৩ উইকেটে ১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সালমানের দল ১৮.৪ ওভারে ৯১ রানে গুটিয়ে গেছে। জবাবে নিউজিল্যান্ড ১০.১ ওভারে ১ উইকেটে ৯২ রান করেছে।
৫৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয় হজম করতেই কষ্ট হচ্ছে পাকিস্তানের। এখান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সালমান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই অনেক কঠিন। আমরা আশানুরূপ খেলিনি। ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি আমরা।’
আবদুল সামাদ, হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী—ক্রাইস্টচার্চে আজ এই তিন ক্রিকেটারকে টি-টোয়েন্টিতে অভিষেক করিয়েছে পাকিস্তান। তবে এই তিন পাকিস্তানির কেউই আশানুরূপ খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে হাসান নাওয়াজ ডাক মেরেছেন।পাকিস্তান অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘তারা অনেক ভালো বোলিং করেছে। সঠিক জায়গায় বোলিং করেছে এবং সিম, সুইং কাজে লাগিয়েছে। অভিষিক্ত ক্রিকেটাররা খেলাটা শিখবে। দ্রুতই তাদের শিখতে হবে।’
নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর ভক্ত-সমর্থকেরা পাকিস্তানকে নিয়ে করছেন ব্যঙ্গ বিদ্রুপ। কেউ একজন নাসিম শাহর পুরোনো উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাঁর প্রশ্ন, ‘নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারটা কেমন ছিল? হতবুদ্ধিকর, বিপর্যস্ত, অপমানজনক, হতাশাজনক।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কাইল জেমিসন। ৪ ওভারে ৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এক ওভার মেডেনও দিয়েছেন। তবে সবচেয়ে বেশি ৪ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি।
পাকিস্তানের ৯২ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। এই রান করতে তিনি খেলেছেন ৩০ বল, মেরেছেন ৩ ছক্কা। অধিনায়ক সালমান করেছেন ২০ বলে ১৮ রান। দুই ওপেনার মোহাম্মদ হারিস, নাওয়াজ শূন্য রানে আউট হয়েছেন। আর ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৪৪ রান।
ডানেডিনে পরশু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৭ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩৯ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে