ক্রীড়া ডেস্ক
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। তবে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের শুরুটা হয়েছে বেশ বাজে। নিউজিল্যান্ডের কাছে রীতিমতো ‘অপমানে’র শিকার হয়েছে এশিয়ার দলটি।
ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের প্রথম ২.২ ওভারে স্কোর ৩ উইকেটে ১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সালমানের দল ১৮.৪ ওভারে ৯১ রানে গুটিয়ে গেছে। জবাবে নিউজিল্যান্ড ১০.১ ওভারে ১ উইকেটে ৯২ রান করেছে।
৫৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয় হজম করতেই কষ্ট হচ্ছে পাকিস্তানের। এখান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সালমান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই অনেক কঠিন। আমরা আশানুরূপ খেলিনি। ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি আমরা।’
আবদুল সামাদ, হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী—ক্রাইস্টচার্চে আজ এই তিন ক্রিকেটারকে টি-টোয়েন্টিতে অভিষেক করিয়েছে পাকিস্তান। তবে এই তিন পাকিস্তানির কেউই আশানুরূপ খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে হাসান নাওয়াজ ডাক মেরেছেন।পাকিস্তান অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘তারা অনেক ভালো বোলিং করেছে। সঠিক জায়গায় বোলিং করেছে এবং সিম, সুইং কাজে লাগিয়েছে। অভিষিক্ত ক্রিকেটাররা খেলাটা শিখবে। দ্রুতই তাদের শিখতে হবে।’
নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর ভক্ত-সমর্থকেরা পাকিস্তানকে নিয়ে করছেন ব্যঙ্গ বিদ্রুপ। কেউ একজন নাসিম শাহর পুরোনো উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাঁর প্রশ্ন, ‘নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারটা কেমন ছিল? হতবুদ্ধিকর, বিপর্যস্ত, অপমানজনক, হতাশাজনক।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কাইল জেমিসন। ৪ ওভারে ৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এক ওভার মেডেনও দিয়েছেন। তবে সবচেয়ে বেশি ৪ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি।
পাকিস্তানের ৯২ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। এই রান করতে তিনি খেলেছেন ৩০ বল, মেরেছেন ৩ ছক্কা। অধিনায়ক সালমান করেছেন ২০ বলে ১৮ রান। দুই ওপেনার মোহাম্মদ হারিস, নাওয়াজ শূন্য রানে আউট হয়েছেন। আর ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৪৪ রান।
ডানেডিনে পরশু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।
বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে নতুন যুগের টি-টোয়েন্টি শুরু করেছে পাকিস্তান। তবে সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের শুরুটা হয়েছে বেশ বাজে। নিউজিল্যান্ডের কাছে রীতিমতো ‘অপমানে’র শিকার হয়েছে এশিয়ার দলটি।
ক্রাইস্টচার্চে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। টস জিতে ফিল্ডিং নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তানের প্রথম ২.২ ওভারে স্কোর ৩ উইকেটে ১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সালমানের দল ১৮.৪ ওভারে ৯১ রানে গুটিয়ে গেছে। জবাবে নিউজিল্যান্ড ১০.১ ওভারে ১ উইকেটে ৯২ রান করেছে।
৫৯ বল হাতে রেখে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয় হজম করতেই কষ্ট হচ্ছে পাকিস্তানের। এখান থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সালমান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এটা সত্যিই অনেক কঠিন। আমরা আশানুরূপ খেলিনি। ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছি আমরা।’
আবদুল সামাদ, হাসান নাওয়াজ, মোহাম্মদ আলী—ক্রাইস্টচার্চে আজ এই তিন ক্রিকেটারকে টি-টোয়েন্টিতে অভিষেক করিয়েছে পাকিস্তান। তবে এই তিন পাকিস্তানির কেউই আশানুরূপ খেলতে পারেননি। ওপেনিংয়ে নেমে হাসান নাওয়াজ ডাক মেরেছেন।পাকিস্তান অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, ‘তারা অনেক ভালো বোলিং করেছে। সঠিক জায়গায় বোলিং করেছে এবং সিম, সুইং কাজে লাগিয়েছে। অভিষিক্ত ক্রিকেটাররা খেলাটা শিখবে। দ্রুতই তাদের শিখতে হবে।’
নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর ভক্ত-সমর্থকেরা পাকিস্তানকে নিয়ে করছেন ব্যঙ্গ বিদ্রুপ। কেউ একজন নাসিম শাহর পুরোনো উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাঁর প্রশ্ন, ‘নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের হারটা কেমন ছিল? হতবুদ্ধিকর, বিপর্যস্ত, অপমানজনক, হতাশাজনক।’
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ৯ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন কাইল জেমিসন। ৪ ওভারে ৮ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এক ওভার মেডেনও দিয়েছেন। তবে সবচেয়ে বেশি ৪ উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি।
পাকিস্তানের ৯২ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল শাহ। এই রান করতে তিনি খেলেছেন ৩০ বল, মেরেছেন ৩ ছক্কা। অধিনায়ক সালমান করেছেন ২০ বলে ১৮ রান। দুই ওপেনার মোহাম্মদ হারিস, নাওয়াজ শূন্য রানে আউট হয়েছেন। আর ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট ২৯ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৪৪ রান।
ডানেডিনে পরশু সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৭ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৮ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১০ ঘণ্টা আগে