Ajker Patrika

নিখোঁজ তামিমকে খুঁজে পাওয়ায় স্বস্তি রুবেলের

ক্রীড়া ডেস্ক    
খুঁজে পাওয়া গেছে ক্রিকেটার রুবেল হোসেনের ভাইয়ের ছেলে তামিম হোসেনকে। ছবি: ফেসবুক
খুঁজে পাওয়া গেছে ক্রিকেটার রুবেল হোসেনের ভাইয়ের ছেলে তামিম হোসেনকে। ছবি: ফেসবুক

পরিবারে কোনো দুঃসংবাদ এলে কোনো ব্যক্তির জন্যই মন ভালো থাকে না। বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন নিখোঁজ হওয়ায় রুবেল হোসেনের মধ্যে এক রকম অস্থিরতা কাজ করছিল। অবশেষে তামিমকে খুঁজে পেয়ে স্বস্তিতে এখন রুবেল।

ভাতিজা তামিমকে খুঁজে পাওয়ার কথা আজ সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন রুবেল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ৩৫ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমাদের পরিবারের জন্য স্বস্তির সংবাদ। সকলের সহযোগিতার কারণে আমার বড় ভাইয়ের ছেলে তামিম হোসেনকে খুঁজে পাওয়া গিয়েছে। আমার কঠিন সময়ে পাশে থাকার জন্য বাগেরহাট প্রশাসন, আমার দীর্ঘদিনের খেলার মাঠের সতীর্থ এবং গণমাধ্যম কর্মীদের বিশেষ ধন্যবাদ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।’

তামিম হোসেনের নিখোঁজ সংবাদ পরশু রাতে সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। একই রাতে ক্রিকেটার তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেলের ভাতিজার নিখোঁজ সংবাদ পোস্ট করেছিলেন। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে পরশু আনুমানিক সন্ধ্যা ৬টায় রুবেলের ভাতিজা নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। রুবেল তাঁর ভাইয়ের মোবাইল নম্বরও পোস্ট করেছিলেন তখন।

বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ রুবেল খেলেছেন ২০২১-এর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েলিংটনে সেই টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩৩ রান খরচ করে কোনো উইকেট পাননি। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে নিয়েছেন ১৯৩ উইকেট। আর তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শান্ত বর্তমানে দুই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। কদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত