ক্রীড়া ডেস্ক
পরিবারে কোনো দুঃসংবাদ এলে কোনো ব্যক্তির জন্যই মন ভালো থাকে না। বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন নিখোঁজ হওয়ায় রুবেল হোসেনের মধ্যে এক রকম অস্থিরতা কাজ করছিল। অবশেষে তামিমকে খুঁজে পেয়ে স্বস্তিতে এখন রুবেল।
ভাতিজা তামিমকে খুঁজে পাওয়ার কথা আজ সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন রুবেল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ৩৫ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমাদের পরিবারের জন্য স্বস্তির সংবাদ। সকলের সহযোগিতার কারণে আমার বড় ভাইয়ের ছেলে তামিম হোসেনকে খুঁজে পাওয়া গিয়েছে। আমার কঠিন সময়ে পাশে থাকার জন্য বাগেরহাট প্রশাসন, আমার দীর্ঘদিনের খেলার মাঠের সতীর্থ এবং গণমাধ্যম কর্মীদের বিশেষ ধন্যবাদ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।’
তামিম হোসেনের নিখোঁজ সংবাদ পরশু রাতে সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। একই রাতে ক্রিকেটার তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেলের ভাতিজার নিখোঁজ সংবাদ পোস্ট করেছিলেন। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে পরশু আনুমানিক সন্ধ্যা ৬টায় রুবেলের ভাতিজা নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। রুবেল তাঁর ভাইয়ের মোবাইল নম্বরও পোস্ট করেছিলেন তখন।
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ রুবেল খেলেছেন ২০২১-এর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েলিংটনে সেই টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩৩ রান খরচ করে কোনো উইকেট পাননি। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে নিয়েছেন ১৯৩ উইকেট। আর তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শান্ত বর্তমানে দুই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। কদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে তুলে দেওয়া হয়।
পরিবারে কোনো দুঃসংবাদ এলে কোনো ব্যক্তির জন্যই মন ভালো থাকে না। বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন নিখোঁজ হওয়ায় রুবেল হোসেনের মধ্যে এক রকম অস্থিরতা কাজ করছিল। অবশেষে তামিমকে খুঁজে পেয়ে স্বস্তিতে এখন রুবেল।
ভাতিজা তামিমকে খুঁজে পাওয়ার কথা আজ সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন রুবেল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ৩৫ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমাদের পরিবারের জন্য স্বস্তির সংবাদ। সকলের সহযোগিতার কারণে আমার বড় ভাইয়ের ছেলে তামিম হোসেনকে খুঁজে পাওয়া গিয়েছে। আমার কঠিন সময়ে পাশে থাকার জন্য বাগেরহাট প্রশাসন, আমার দীর্ঘদিনের খেলার মাঠের সতীর্থ এবং গণমাধ্যম কর্মীদের বিশেষ ধন্যবাদ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।’
তামিম হোসেনের নিখোঁজ সংবাদ পরশু রাতে সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। একই রাতে ক্রিকেটার তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেলের ভাতিজার নিখোঁজ সংবাদ পোস্ট করেছিলেন। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে পরশু আনুমানিক সন্ধ্যা ৬টায় রুবেলের ভাতিজা নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। রুবেল তাঁর ভাইয়ের মোবাইল নম্বরও পোস্ট করেছিলেন তখন।
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ রুবেল খেলেছেন ২০২১-এর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েলিংটনে সেই টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩৩ রান খরচ করে কোনো উইকেট পাননি। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে নিয়েছেন ১৯৩ উইকেট। আর তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শান্ত বর্তমানে দুই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। কদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে তুলে দেওয়া হয়।
স্থগিত হয়ে যাওয়া আইপিএল আগামী শনিবার থেকে আবার মাঠে ফিরছে। তবে এই আইপিএলে ফিরতে না-ও পারেন বেশ কয়েকজন বিদেশি তারকা। না, নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে নয়, তাঁদের না ফেরার কারণ আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে জাতীয় দলের সাংঘর্ষিক সূচি!
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম দিন বৃষ্টি ভালোই বাগড়া দিয়েছে। যতটুকু খেলা হয়েছে, তাতেই সৈয়দ খালেদ আহমেদ আগুন ঝরিয়েছেন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিরিজের প্রথম চার দিনের ম্যাচে চোখে সর্ষেফুল দেখছে নিউজিল্যান্ড ‘এ’ দল।
১ ঘণ্টা আগেপেপাল পার্কে আজ রীতিমতো গোলের বন্যা হয়েছে। কখনো গোল করেছে ইন্টার মায়ামি, কখনোবা সান জোসে আর্থকোয়াক্স। তবে গোলবন্যার এই ম্যাচে লিওনেল মেসি কোনো গোল পাননি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
২ ঘণ্টা আগেবার্সেলোনার ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে রিয়াল মাদ্রিদ এখনো শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে জয়ের পর আত্মবিশ্বাস বেড়েছে রিয়ালের।
৩ ঘণ্টা আগে