Ajker Patrika

টুর্নামেন্ট শুরু করতে একই দিন বেছে নিল আইপিএল-পিএসএল

ক্রীড়া ডেস্ক    
একই দিনে আবার শুরু হচ্ছে আইপিএল-পিএসএল। ছবি: সংগৃহীত
একই দিনে আবার শুরু হচ্ছে আইপিএল-পিএসএল। ছবি: সংগৃহীত

মাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর এক সপ্তাহের জন্য স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফের শুরু হতে যাচ্ছে। পাকিস্তানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। টুর্নামেন্টের বাকি আছে ৮ ম্যাচ। এই ম্যাচগুলো ১৭ থেকে ২৫ মে’র মধ্যে হবে। মঙ্গলবার নিজের এক্স হেন্ডেলে পোস্ট করে নাকভি বলেন, ‘পিএসএল যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু হবে। ক্রিকেটের চেতনার মধ্যে কোন ভীতি আর নেই। ১৭ মে থেকে ৮টা রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন। ফাইনাল হবে ২৫ মে।’

গত শুক্রবার ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররা পার করেন আতঙ্কের সময়। বিশেষ ব্যবস্থায় তাদের পাকিস্তান থেকে বের করা হয়। এর মধ্যে বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন। পিএসএল ফের শুরু হলেও বিদেশি ক্রিকেটাররা সবাই খেলতে পাকিস্তানে যাবেন কি না তা নিশ্চিত নয়।

যুদ্ধ বিরতির পর ভারত-পাকিস্তানে আবারও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটির সরকার। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন হবে। সংশোধিত সময়সূচিতে রোববারে দুটি ম্যাচ থাকবে।’

নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ ৬টি শহরে হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই এবং আহমেদাবাদে। বাকি থাকা ১২টি লিগ পর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত