টি-টোয়েন্টি ক্রিকেটকে ক্রীড়াপ্রেমীদের কাছে জনপ্রিয় করতে জুড়ি নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তারই ধারাবাহিকতায় এবার নারীদের আইপিএল শুরু করতে যাচ্ছে ভারত। এ বিষয়ে আজ সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে বিসিসিআই।
২০২৩ সালের মার্চ মাস থেকে শুরু হবে নারীদের আইপিএল। পূর্ণ দৈর্ঘ্যের এই আসরে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করবে বিসিসিআই।
মোট ১৮ জন করে ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে প্রতি ফ্র্যাঞ্চাইজি দল। সর্বোচ্চ ৬ জন বিদেশি ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে দলগুলো। আর একাদশে নামাতে পারবেন ৫ জনকে। এর মধ্যে ৪ জন আইসিসির পূর্ণ সদস্য ও একজন সহযোগী সদস্যের ক্রিকেটারকে নামাতে হবে একাদশে।
মোট ম্যাচ ধরা হয়েছে ২২ টি। প্রতিটি দল একে অপরের মুখোমুখি খেলবে দুই বার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনাল খেলবে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় দল ফাইনাল খেলবে এলিমেনেটরের মাধ্যমে।
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হোম ও অ্যাওয়ে সংস্করণে নারীদের আইপিএল আয়োজন করা চ্যালেঞ্জিং হবে। কেননা ৫ বা ৬ দলের প্রতিদিন একটি করে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। এ জন্য ক্যারাভান পদ্ধতিতে ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। লিগের মোট ২০ ম্যাচের ১০টি করে ম্যাচ আলাদা আলাদা দুটি ভেন্যুতে আয়োজন করা হবে।
নারীদের আইপিএলের উদ্বোধনী আসরের সময়েই পাকিস্তানেও শুরু হবে দেশটির প্রথম নারী পিএসএল। ২০১৮ সালে ভারতে শুরু হয়েছিল নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। ৩ দল নিয়ে শুরু হওয়া সেই টুর্নামেন্টের আগামী আসর হবে ৫ দলের। দল বৃদ্ধি পাওয়ায় নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের নামও পরিবর্তন হয়েছে। ২০২৩ সালের টুর্নামেন্ট হবে নারী আইপিএল নামে। টুর্নামেন্টটির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঠিক করেনি বিসিসিআই। বোর্ডটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পুরো টুর্নামেন্টের সময়সূচি জানা যাবে।
টি-টোয়েন্টি ক্রিকেটকে ক্রীড়াপ্রেমীদের কাছে জনপ্রিয় করতে জুড়ি নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তারই ধারাবাহিকতায় এবার নারীদের আইপিএল শুরু করতে যাচ্ছে ভারত। এ বিষয়ে আজ সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে বিসিসিআই।
২০২৩ সালের মার্চ মাস থেকে শুরু হবে নারীদের আইপিএল। পূর্ণ দৈর্ঘ্যের এই আসরে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করবে বিসিসিআই।
মোট ১৮ জন করে ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে প্রতি ফ্র্যাঞ্চাইজি দল। সর্বোচ্চ ৬ জন বিদেশি ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে দলগুলো। আর একাদশে নামাতে পারবেন ৫ জনকে। এর মধ্যে ৪ জন আইসিসির পূর্ণ সদস্য ও একজন সহযোগী সদস্যের ক্রিকেটারকে নামাতে হবে একাদশে।
মোট ম্যাচ ধরা হয়েছে ২২ টি। প্রতিটি দল একে অপরের মুখোমুখি খেলবে দুই বার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনাল খেলবে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় দল ফাইনাল খেলবে এলিমেনেটরের মাধ্যমে।
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হোম ও অ্যাওয়ে সংস্করণে নারীদের আইপিএল আয়োজন করা চ্যালেঞ্জিং হবে। কেননা ৫ বা ৬ দলের প্রতিদিন একটি করে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। এ জন্য ক্যারাভান পদ্ধতিতে ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। লিগের মোট ২০ ম্যাচের ১০টি করে ম্যাচ আলাদা আলাদা দুটি ভেন্যুতে আয়োজন করা হবে।
নারীদের আইপিএলের উদ্বোধনী আসরের সময়েই পাকিস্তানেও শুরু হবে দেশটির প্রথম নারী পিএসএল। ২০১৮ সালে ভারতে শুরু হয়েছিল নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। ৩ দল নিয়ে শুরু হওয়া সেই টুর্নামেন্টের আগামী আসর হবে ৫ দলের। দল বৃদ্ধি পাওয়ায় নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের নামও পরিবর্তন হয়েছে। ২০২৩ সালের টুর্নামেন্ট হবে নারী আইপিএল নামে। টুর্নামেন্টটির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঠিক করেনি বিসিসিআই। বোর্ডটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পুরো টুর্নামেন্টের সময়সূচি জানা যাবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৬ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৭ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৯ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১০ ঘণ্টা আগে