Ajker Patrika

বিশ্বকাপে বাবরদের দারুণ সম্ভাবনা দেখছেন ওয়াকার

আপডেট : ১২ জুলাই ২০২২, ২০: ১২
বিশ্বকাপে বাবরদের দারুণ সম্ভাবনা দেখছেন ওয়াকার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দারুণ সম্ভাবনা দেখছেন দেশটির সাবেক ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াকার ইউনিস। গত বছরের বিশ্বকাপে দারুণ খেলেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাবর আজমের দলকে। তবে সেই ভুল শোধরে অস্ট্রেলিয়ায় পাকিস্তান ইতিবাচক ফল পাবে বলেই বিশ্বাস ওয়াকারের। বিশ্বকাপে অধিনায়ক বাবর পাকিস্তান দলের তুরুপের তাস হবেন বলেও মনে করেন তিনি। 

বর্তমানে দারুণ ছন্দে আছে পাকিস্তান ক্রিকেট দল। সব সংস্করণে গুছানো দল হিসেবে নজর কেড়েছে দলটি। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ দল হিসেবেও পরিচিতি পেয়েছে তারা। এই দলটির বিশ্বকাপে দারুণ কিছু করার সম্ভাবনা আছে উল্লেখ করে ওয়াকার বলেছেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করার দারুণ সুযোগ আছে পাকিস্তানের। অস্ট্রেলিয়ার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। পাকিস্তান দলে ভালো ব্যাটার আছে, যারা এই কন্ডিশনে ভালো খেলতে পারে।’ 

বিশ্বকাপে অধিনায়ক বাবরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে উল্লেখ করে ওয়াকার বলেছেন, ‘টপ অর্ডারে অবশ্যই বাবর গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন। আমার মনে হয়, সব সময়ের মতোই তার প্রভাব থাকবে। আর রিজওয়ানও ভালো খেলছে। এ ছাড়া তাদের বোলিং আক্রমণও বিশ্বমানের।’ 

পাকিস্তানের পেস বোলিং আক্রমণ নিয়ে ওয়াকার আরও বলেছেন, ‘গত বছর আমরা ৬-৭ জন পেস বোলার খেলিয়েছি। তারা সবাই ভালো করেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ আসলেই বেশ ভালো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত