Ajker Patrika

আঙুলে ব্যথা পেলেও প্রথম টেস্টে খেলার আশা মুশফিকের 

আঙুলে ব্যথা পেলেও প্রথম টেস্টে খেলার আশা মুশফিকের 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তানে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু করবে দুই দল। তার আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচের ফাঁকে নেটে অনুশীলন করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম। চোট পেলেও রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে চান বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার। 

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় সেই কথা বলেছেন মুশফিক। তিনি বলেছেন, ‘কয়েক দিন ভারী বর্ষণে ম্যাচটি বাধাপ্রাপ্ত হয়েছে। যথাযথ অনুশীলন করা হয়নি আমাদের। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংস আমাদের পক্ষে ছিল না। দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছি। যার কারণে ব্যাটিং করিনি। আশা করি দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্টে খেলব।’ 

ইসলামাবাদে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচটি বারবার বৃষ্টিবাধার মুখে পড়েছে। তৃতীয় দিনের পুরোটাই ভেসে যায় বৃষ্টিতে। ড্র হওয়া ম্যাচটিতে বাংলাদেশ দুই ইনিংসে ব্যাট করলেও পাকিস্তান করেছে এক ইনিংস। প্রস্তুতির অংশ হিসেবে ‘এ’ দলের ম্যাচটিতে খেলা মুশফিক অবশ্য তাতে অসন্তুষ্ট নন। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, (পাকিস্তানে) এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাধ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। আমাদের ‘এ’ দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত