নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের আবির্ভাবে ধীরে ধীরে সেই দৃশ্যপট বদলাতে থাকে।
টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো পরে সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের ঘরের মাঠের একটি আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচারে ফিরছে বিটিভি। বিটিভি নিশ্চিত করেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে এই সম্প্রচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিটিভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি কর্তৃক নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
বিসিবি অনেক চেষ্টা করেও এই সিরিজটির জন্য কোনো সম্প্রচার স্বত্ব পার্টনার খুঁজে পায়নি। ১৯ মার্চ একটি ওপেন টেন্ডারের মাধ্যমে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি। সময় কম থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায়, বিসিবি শেষ পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে খেলা পৌঁছে দিতে ভরসা রেখেছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভির ওপর।
বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানায়, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কারণেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টি স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যেত, যা সম্প্রচার করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের আবির্ভাবে ধীরে ধীরে সেই দৃশ্যপট বদলাতে থাকে।
টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো পরে সম্প্রচারের দায়িত্ব নেয়। কিন্তু এবার ভিন্ন এক প্রেক্ষাপটে আবারও বাংলাদেশের ঘরের মাঠের একটি আন্তর্জাতিক সিরিজ সরাসরি সম্প্রচারে ফিরছে বিটিভি। বিটিভি নিশ্চিত করেছে, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই টেস্টের সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে এই সম্প্রচার হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিটিভি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি কর্তৃক নির্ধারিত স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন ঢাকা কেন্দ্রের নিয়ন্ত্রক প্রকৌশলী আরিফুল হাসান।
বিসিবি অনেক চেষ্টা করেও এই সিরিজটির জন্য কোনো সম্প্রচার স্বত্ব পার্টনার খুঁজে পায়নি। ১৯ মার্চ একটি ওপেন টেন্ডারের মাধ্যমে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (ইওআই) ও আর্থিক প্রস্তাব আহ্বান করলেও ৭ এপ্রিল পর্যন্ত কোনো বিড জমা পড়েনি। সময় কম থাকায় এবং অন্য কোনো বিকল্প না থাকায়, বিসিবি শেষ পর্যন্ত দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের কাছে খেলা পৌঁছে দিতে ভরসা রেখেছে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম বিটিভির ওপর।
বিসিবির এক দায়িত্বশীল সূত্র জানায়, সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সংশয় থাকার কারণেই সম্প্রচার প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখায়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরের মাঠের সিরিজগুলো টি স্পোর্টস ও গাজী টিভিতে দেখা যেত, যা সম্প্রচার করত মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়াম। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। সিলেটে শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি মাঠে গড়াবে ২০ এপ্রিল, আর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
২ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
৩ ঘণ্টা আগে