Ajker Patrika

রাহুলের সঙ্গে লক্ষ্ণৌ মালিকের ঝগড়ায় কোনো সমস্যা দেখছেন না ক্লুজনার

আপডেট : ১৪ মে ২০২৪, ১৫: ৩১
রাহুলের সঙ্গে লক্ষ্ণৌ মালিকের ঝগড়ায় কোনো সমস্যা দেখছেন না ক্লুজনার

লোকেশ রাহুলের সঙ্গে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ঝগড়া নিয়ে নিয়মিত আলোচনা চলছে। ৮ মে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লক্ষ্ণৌ বিধ্বস্ত হওয়ার পর প্রকাশ্যে বকাঝকা করেন গোয়েঙ্কা। তবে লক্ষ্ণৌ মালিকের সঙ্গে রাহুলের ঝগড়ার বিষয় নিয়ে চিন্তিত নন দলটির সহকারী কোচ ল্যান্স ক্লুজনার।

কলকাতার কাছে ৯৮ রানে হারের পরের ম্যাচে ১০ উইকেটে হেরে যায় লক্ষ্ণৌ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করে হায়দারাবাদ জেতে ৯.৪ ওভারে। তাতে নেট রানরেটে বাজে অবস্থা হয়ে যায় লক্ষ্ণৌর (-০.৭৬৯)। প্লে অফে ওঠার লড়াইয়ে বেশ কোণঠাসা অবস্থায় থেকে লক্ষ্ণৌ আজ খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচের আগে গতকাল রাহুল-গোয়েঙ্কার ঝগড়ার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ক্লুজনার বলেন, ‘দুই ক্রিকেট প্রেমীর মধ্যে এমন বলিষ্ঠ আলোচনা নিয়ে কোনো সমস্যা আমি দেখছি না। আমাদের কাছে এটা শুধু চায়ের কাপে ঝড় তোলার মতো ঘটনা। এমন বলিষ্ঠ আলোচনা আমরা পছন্দ করি। আমার মতে এভাবেই একটা দল ভালো করতে পারে। তাই আমাদের কাছে এটা বড় কোনো কিছু নয়।’

৪৬০ রান করে এবারের আইপিএলে এখনো পর্যন্ত লক্ষ্ণৌর সর্বোচ্চ রানসংগ্রাহক রাহুল। তবে এবার তিনি ব্যাটিং করছেন ১৩৬.০৯ স্ট্রাইকরেটে। এবার যেখানে রানের বন্যা বয়ে যাচ্ছে, সেখানে তাঁর এমন স্ট্রাইকরেট আশানুরূপ নয়। তবে ক্লুজনারের মতে রাহুলকে দলের দায়িত্ব বেশি নিতে হচ্ছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, প্রত্যেকেরই নিজস্ব খেলার ধরন রয়েছে। কেএলের (রাহুল) ভিন্ন এক ধরন রয়েছে। এটাই তাকে দারুণ খেলোয়াড় বানিয়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে সে অনেক সম্মানিত। আমার মতে এবারের আইপিএল তার জন্য কঠিন হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। যেটা তাকে তার মতো খেলতে দেয়নি। তার মনে হচ্ছে, তাকেই সবসময় ইনিংস তৈরির দায়িত্ব নিতে হবে।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত