এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে ভারত। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৪ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে ভারত। তাতে একমাত্র দল হিসেবে আট মৌসুমের আটটিতেই ফাইনাল খেলে ভারত।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। দলীয় ২১ রানেই তারা ৪ উইকেট হারায় । তবে পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি করে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন দুই ব্যাটার নাতায়া বুচাথাম-নারুইমল চাইওয়াই। দুজনেই দলের হয়ে যৌথ সর্বোচ্চ ২১ রান করেন। শেষ পর্যন্ত দলটি ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করে থাইল্যান্ড। ৪ ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার দীপ্তি শর্মা।
থাইল্যান্ডের বিপক্ষে ৭৪ রানের জয়ের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন শেফালি ভার্মা। ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে ৪২ রানের পাশাপাশি বোলিংয়ে ৯ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। ২৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ভারতীয় ওপেনার শেফালি ভার্মা। সঙ্গে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেন ৩০ বলে ৩৬ রানের ইনিংস। থাইল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সোরনারিন টিপোচ।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে ১৫ অক্টোবর। শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল।
এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে ভারত। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৪ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে ভারত। তাতে একমাত্র দল হিসেবে আট মৌসুমের আটটিতেই ফাইনাল খেলে ভারত।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। দলীয় ২১ রানেই তারা ৪ উইকেট হারায় । তবে পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি করে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন দুই ব্যাটার নাতায়া বুচাথাম-নারুইমল চাইওয়াই। দুজনেই দলের হয়ে যৌথ সর্বোচ্চ ২১ রান করেন। শেষ পর্যন্ত দলটি ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করে থাইল্যান্ড। ৪ ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার দীপ্তি শর্মা।
থাইল্যান্ডের বিপক্ষে ৭৪ রানের জয়ের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন শেফালি ভার্মা। ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে ৪২ রানের পাশাপাশি বোলিংয়ে ৯ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। ২৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ভারতীয় ওপেনার শেফালি ভার্মা। সঙ্গে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেন ৩০ বলে ৩৬ রানের ইনিংস। থাইল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সোরনারিন টিপোচ।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে ১৫ অক্টোবর। শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে