গ্লোবাল সুপার লিগ নিয়ে আলাপ-আলোচনা চলছিল কদিন ধরেই। অবশেষে টুর্নামেন্টের দিনক্ষণ ও কোন কোন দল অংশ নেবে, সেটা জানা গেল গত রাতে। সেই টুর্নামেন্টে সুযোগ পেল বাংলাদেশের রংপুর রাইডার্স।
পাঁচ দল অংশ নেবে গ্লোবাল সুপার লিগে। রংপুরের পাশাপাশি টুর্নামেন্টের অন্য চার দল হচ্ছে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়া।
তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে সমস্যা বেঁধেছে সূচিতে। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্লোবাল সুপার লিগ। একই সঙ্গে চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ। ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হবে দুই দলের টেস্ট সিরিজের ব্যস্ততা। এতে করে নাহিদ রানার গ্লোবাল সুপার লিগে না-ও খেলা হতে পারে। কারণ ড্রাফট থেকে ২০২৫ বিপিএলে তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স। তাছাড়া নাহিদ রানা এ বছর টেস্ট অভিষেকের পর আলো ছড়াচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৪-২৫ মৌসুম। এই মৌসুমে খুলনার হয়ে খেলা সৌম্য সরকার দারুণ কিছু যদি করতে পারেন, তাহলে তিনিও হয়তো উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেতে পারেন। সৌম্যকে ২০২৫ বিপিএলে ড্রাফট থেকে নিয়েছে রংপুর রাইডার্স। আবার তাঁর গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগও হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অবশ্য গ্লোবাল সুপার লিগে খেলতে একটু সমস্যায় পড়বেন। উইন্ডিজের টেস্ট দলে নিয়মিত মুখ শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার আছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলেও।অন্যদিকে লাহোর কালান্দার্সের নিয়মিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ সে সময় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ হওয়ার কথা রয়েছে।
গায়ানা-লাহোর ম্যাচ দিয়ে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের বিপক্ষে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে সব ম্যাচ। টুর্নামেন্টের প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা।
গ্লোবাল সুপার লিগ নিয়ে আলাপ-আলোচনা চলছিল কদিন ধরেই। অবশেষে টুর্নামেন্টের দিনক্ষণ ও কোন কোন দল অংশ নেবে, সেটা জানা গেল গত রাতে। সেই টুর্নামেন্টে সুযোগ পেল বাংলাদেশের রংপুর রাইডার্স।
পাঁচ দল অংশ নেবে গ্লোবাল সুপার লিগে। রংপুরের পাশাপাশি টুর্নামেন্টের অন্য চার দল হচ্ছে ক্যারিবিয়ান সুপার লিগের (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়া।
তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা নিয়ে সমস্যা বেঁধেছে সূচিতে। ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্লোবাল সুপার লিগ। একই সঙ্গে চলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপক্ষীয় সিরিজ। ২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হবে দুই দলের টেস্ট সিরিজের ব্যস্ততা। এতে করে নাহিদ রানার গ্লোবাল সুপার লিগে না-ও খেলা হতে পারে। কারণ ড্রাফট থেকে ২০২৫ বিপিএলে তাঁকে নিয়েছে রংপুর রাইডার্স। তাছাড়া নাহিদ রানা এ বছর টেস্ট অভিষেকের পর আলো ছড়াচ্ছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২৪-২৫ মৌসুম। এই মৌসুমে খুলনার হয়ে খেলা সৌম্য সরকার দারুণ কিছু যদি করতে পারেন, তাহলে তিনিও হয়তো উইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেতে পারেন। সৌম্যকে ২০২৫ বিপিএলে ড্রাফট থেকে নিয়েছে রংপুর রাইডার্স। আবার তাঁর গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগও হতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অবশ্য গ্লোবাল সুপার লিগে খেলতে একটু সমস্যায় পড়বেন। উইন্ডিজের টেস্ট দলে নিয়মিত মুখ শামার জোসেফ, গুড়াকেশ মোতি, কেভিন সিনক্লেয়ার আছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলেও।অন্যদিকে লাহোর কালান্দার্সের নিয়মিত অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি গ্লোবাল সুপার লিগে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ সে সময় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ হওয়ার কথা রয়েছে।
গায়ানা-লাহোর ম্যাচ দিয়ে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। পাঁচ দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে একে অপরের বিপক্ষে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে সব ম্যাচ। টুর্নামেন্টের প্রাইজমানি ১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৯৩ লাখ টাকা।
ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
১৭ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
২ ঘণ্টা আগে