ভাগ্যিস রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে আরব আমিরাতে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল! নয়তো নিজেদের মাঠে এমন বিব্রতকর হার কীভাবে ‘সহ্য’ করত লঙ্কান সমর্থকেরা? ম্যাচে দাসুন শানাকার দলকে যে রীতিমতো টি-টোয়েন্টি ক্রিকেট শিখেয়ে ছাড়ল আফগানরা।
দুবাইয়ে গত রাতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ফজলহক ফারুকী-মোহাম্মদ নবীদের দুর্দান্ত বোলিংয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের ১০৫ রানে বেঁধে ফেলে আফগানরা। পরে ব্যাটাররা আনুষ্ঠানিকতা ছাড়েন দোর্দণ্ড প্রতাপে, ৫৯ বল অক্ষত রেখে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে বলের হিসেবে এটি লঙ্কানদের দ্বিতীয় বড় হার। ২০১৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ড জিতেছিল ৬০ বল বাকি রেখে।
টি-টোয়েন্টির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা পাওয়ার ক্রিকেটের প্রদর্শনীতে আফগানিস্তান শুধু সুপার ফোরে এক পা দিয়েই রাখল না, পুরো এশিয়াকেই যেন নিজেদের উত্থানের জানান দিল। বার্তাটা সবচেয়ে কড়াভাবে পৌঁছাল বাংলাদেশের কানে। মঙ্গলবার রশিদ-নবীদের বিপক্ষে ম্যাচ দিয়েই যে নিজেদের অভিযান শুরু করবে সাকিব আল হাসানের দল।
চলমান অস্থিরতায় ক্রিকেটকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন। তবে গত রাতে লঙ্কানদের ক্রিকেট-খুঁটি এক রকম নড়বড়ে করে দিয়েছে আফগানরা। শুরুতেই তাদের নাড়িয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকী। এই বাঁহাতি পেসারের বেঁধে দেওয়া সুর ধরে পরে দাপট দেখিয়েছেন স্পিনাররাও। ভানুকা রাজাপক্ষে আর চামিকা করুণারত্নে ছাড়া লঙ্কানদের হয়ে লড়াই করতে পারেননি আর কেউ। তাদের মামুলি পুঁজি টপকাতে আফগানিস্তান পাওয়ার প্লেতেই তুলে নেয় ৮৩ রান! আনুষ্ঠানিকতা সারতে তাই খুব একটা দেরি হয়নি তাদের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা
১৯.৪ ওভারে ১০৫ অলআউট
রাজাপক্ষে ৩৮, চামিকা ৩১
ফারুকী ৩/১১, নবী ২/১৪
আফগানিস্তান
১০.১ ওভারে ১০৬/২
গুরবাজ ৪০, জাজাই ৩৭*
হাসারাঙ্গা ১/১৯, আসালঙ্কা ০/১
ফল : আফগানিস্তান ৮ উইকেটে জয়ী
ভাগ্যিস রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে আরব আমিরাতে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল! নয়তো নিজেদের মাঠে এমন বিব্রতকর হার কীভাবে ‘সহ্য’ করত লঙ্কান সমর্থকেরা? ম্যাচে দাসুন শানাকার দলকে যে রীতিমতো টি-টোয়েন্টি ক্রিকেট শিখেয়ে ছাড়ল আফগানরা।
দুবাইয়ে গত রাতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ফজলহক ফারুকী-মোহাম্মদ নবীদের দুর্দান্ত বোলিংয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের ১০৫ রানে বেঁধে ফেলে আফগানরা। পরে ব্যাটাররা আনুষ্ঠানিকতা ছাড়েন দোর্দণ্ড প্রতাপে, ৫৯ বল অক্ষত রেখে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে বলের হিসেবে এটি লঙ্কানদের দ্বিতীয় বড় হার। ২০১৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ড জিতেছিল ৬০ বল বাকি রেখে।
টি-টোয়েন্টির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা পাওয়ার ক্রিকেটের প্রদর্শনীতে আফগানিস্তান শুধু সুপার ফোরে এক পা দিয়েই রাখল না, পুরো এশিয়াকেই যেন নিজেদের উত্থানের জানান দিল। বার্তাটা সবচেয়ে কড়াভাবে পৌঁছাল বাংলাদেশের কানে। মঙ্গলবার রশিদ-নবীদের বিপক্ষে ম্যাচ দিয়েই যে নিজেদের অভিযান শুরু করবে সাকিব আল হাসানের দল।
চলমান অস্থিরতায় ক্রিকেটকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন। তবে গত রাতে লঙ্কানদের ক্রিকেট-খুঁটি এক রকম নড়বড়ে করে দিয়েছে আফগানরা। শুরুতেই তাদের নাড়িয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকী। এই বাঁহাতি পেসারের বেঁধে দেওয়া সুর ধরে পরে দাপট দেখিয়েছেন স্পিনাররাও। ভানুকা রাজাপক্ষে আর চামিকা করুণারত্নে ছাড়া লঙ্কানদের হয়ে লড়াই করতে পারেননি আর কেউ। তাদের মামুলি পুঁজি টপকাতে আফগানিস্তান পাওয়ার প্লেতেই তুলে নেয় ৮৩ রান! আনুষ্ঠানিকতা সারতে তাই খুব একটা দেরি হয়নি তাদের।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা
১৯.৪ ওভারে ১০৫ অলআউট
রাজাপক্ষে ৩৮, চামিকা ৩১
ফারুকী ৩/১১, নবী ২/১৪
আফগানিস্তান
১০.১ ওভারে ১০৬/২
গুরবাজ ৪০, জাজাই ৩৭*
হাসারাঙ্গা ১/১৯, আসালঙ্কা ০/১
ফল : আফগানিস্তান ৮ উইকেটে জয়ী
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৪ ঘণ্টা আগে