Ajker Patrika

শ্রীলঙ্কাকে ‘টি-টোয়েন্টি শিখিয়ে’ এশিয়াকে আফগানদের বার্তা

শ্রীলঙ্কাকে ‘টি-টোয়েন্টি শিখিয়ে’ এশিয়াকে আফগানদের বার্তা

ভাগ্যিস রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরিয়ে আরব আমিরাতে নিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল! নয়তো নিজেদের মাঠে এমন বিব্রতকর হার কীভাবে ‘সহ্য’ করত লঙ্কান সমর্থকেরা? ম্যাচে দাসুন শানাকার দলকে যে রীতিমতো টি-টোয়েন্টি ক্রিকেট শিখেয়ে ছাড়ল আফগানরা। 

দুবাইয়ে গত রাতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ফজলহক ফারুকী-মোহাম্মদ নবীদের দুর্দান্ত বোলিংয়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের ১০৫ রানে বেঁধে ফেলে আফগানরা। পরে ব্যাটাররা আনুষ্ঠানিকতা ছাড়েন দোর্দণ্ড প্রতাপে, ৫৯ বল অক্ষত রেখে। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে বলের হিসেবে এটি লঙ্কানদের দ্বিতীয় বড় হার। ২০১৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ড জিতেছিল ৬০ বল বাকি রেখে। 

টি-টোয়েন্টির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা পাওয়ার ক্রিকেটের প্রদর্শনীতে আফগানিস্তান শুধু সুপার ফোরে এক পা দিয়েই রাখল না, পুরো এশিয়াকেই যেন নিজেদের উত্থানের জানান দিল। বার্তাটা সবচেয়ে কড়াভাবে পৌঁছাল বাংলাদেশের কানে। মঙ্গলবার রশিদ-নবীদের বিপক্ষে ম্যাচ দিয়েই যে নিজেদের অভিযান শুরু করবে সাকিব আল হাসানের দল। 

চলমান অস্থিরতায় ক্রিকেটকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চেয়েছিল শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন। তবে গত রাতে লঙ্কানদের ক্রিকেট-খুঁটি এক রকম নড়বড়ে করে দিয়েছে আফগানরা। শুরুতেই তাদের নাড়িয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকী। এই বাঁহাতি পেসারের বেঁধে দেওয়া সুর ধরে পরে দাপট দেখিয়েছেন স্পিনাররাও। ভানুকা রাজাপক্ষে আর চামিকা করুণারত্নে ছাড়া লঙ্কানদের হয়ে লড়াই করতে পারেননি আর কেউ। তাদের মামুলি পুঁজি টপকাতে আফগানিস্তান পাওয়ার প্লেতেই তুলে নেয় ৮৩ রান! আনুষ্ঠানিকতা সারতে তাই খুব একটা দেরি হয়নি তাদের। 

সংক্ষিপ্ত স্কোর 

শ্রীলঙ্কা

১৯.৪ ওভারে ১০৫ অলআউট
রাজাপক্ষে ৩৮, চামিকা ৩১
ফারুকী ৩/১১, নবী ২/১৪

আফগানিস্তান

১০.১ ওভারে ১০৬/২
গুরবাজ ৪০, জাজাই ৩৭*
হাসারাঙ্গা ১/১৯, আসালঙ্কা ০/১

ফল : আফগানিস্তান ৮ উইকেটে জয়ী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত