Ajker Patrika

তামিমের আক্ষেপ, ফিফটি করেই আউট লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৯: ০৯
তামিমের আক্ষেপ, ফিফটি করেই আউট লিটন

দক্ষিণ আফ্রিকা ছাড়া বিশ্বের সব দেশে ফিফটি ও সেঞ্চুরির রেকর্ড আছে তামিম ইকবালের। এবার সেই আক্ষেপ কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছিলেন তামিম। কিন্তু আবারও দক্ষিণ আফ্রিকায় আগের সর্বোচ্চ ৪১ রানেই কাটা পড়েছেন এই বাঁহাতি ওপেনার। অন্যপ্রান্তে ফিফটি করেই আউট হয়েছেন আরেক ওপেনার লিটন দাস। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১২। 

উদ্বোধনী জুটিতে ব্যাটিংয়ে আসেন তামিম ও লিটন। প্রথম ওভারে কোনো রান নিতে পারেননি তামিম। তবে ধীরে ধীরে রানের চাকা এগিয়ে নেন এই দুই ব্যাটার। একপ্রান্তে তামিম অন্যপ্রান্তে লিটনের সমান সমান লড়াইয়ে প্রথম দশ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তোলে বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের উদ্বোধনী জুটির সর্বোচ্চ (৪৬) রানের রেকর্ডও পার করে এই জুটি। ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙলে ফেরেন তামিম (৪১)। প্রোটিয়াদের মাটিতে এর আগেও ওয়ানডেতে তামিমের সর্বোচ্চ ইনিংস ছিল ৪১। এবার যেভাবে শুরুটা পেয়েছিলেন তিনি, সেটা ধরে রাখতে পারলে তাঁর কাছে বড় ইনিংসের প্রত্যাশা করাই যেত। 

কিন্তু তার আগেই আন্দিলে ফিকোয়াওর নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হন তামিম। তামিমের খানিক পরই ব্যক্তিগত ফিফটি তুলে নেন লিটন। ফিফটির পর কেশভ মহারাজের নিচু হয়ে আসা বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হন লিটন (৫০)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত