Ajker Patrika

৩০০ উইকেটের মাইলফলকে যেখানে সাকিব প্রথম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩০০ উইকেটের মাইলফলকে যেখানে সাকিব প্রথম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ২৯৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে আজ সিরিজের শেষ ওয়ানডে খেলতে নেমেছিলেন সাকিব। প্রথমে ফিল সল্টকে, এরপর জেসন রয়, জেমস ভিন্স এবং রেহান আহমেদের ফিরিয়ে ৩০০ পূর্ণ করলেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই হয়েছিল ইংল্যান্ডের। কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলেছিল তারা। কিন্তু এরপরই ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে তারা। ৫৪ রানে ওপেনার ফিল সল্টকে ফেরান সাকিব আল হাসান। কাভারে মাহমুদউল্লাহ রিয়াদকে ক্যাচ দিয়ে ৩৫ রান দিয়ে ড্রেসিং রুমে ফেরেন সল্ট।

১০ম ওভারে ৫৫ রানে আউট হয়েছেন ডেভিড মালান ও জেসন রয়। ইবাদতের হাঁটুর ওপরের ডেলিভারি মিড-অনে মাহমুদউল্লাহকে ক্যাচ দেন মালান। রানের খাতা খোলা হয়নি তাঁর। ১১তম ওভারের প্রথম বলেই ওপেনার জেসন রয়কে বোল্ড করেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা রয় এই ম্যাচে করলেন ৩৩ বলে ১৯ রান।

এ রিপোর্ট পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ১৮৯ রান। ক্রিস ওকস ৩৩ ও জফরা আর্চার ১ রানে ব্যাটিং করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত