Ajker Patrika

মুশফিক-লিটনের প্রতিরোধে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ১২: ১৬
মুশফিক-লিটনের প্রতিরোধে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

প্রথম ঘণ্টায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একে একে ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরে যান টপ অর্ডার ব্যাটাররা। দুই লঙ্কান পেসারের আক্রমণ সামলে প্রতিরোধ তৈরি করেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। 

আজ ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ৬৬ রান। ২২ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী লিটনের সংগ্রহ ২৬ রান। 

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে হতাশ করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। শূন্য রানে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। পরের ওভারে আরেক ওপেনার তামিম ইকবালকেও শূন্য রানে ফেরান আসিথা ফার্নান্দো। 

দুই ওপেনারের বিদায়ের পরও প্রতিরোধ গড়তে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৯ রান করা মুমিনুলকে ফার্নান্দো ফেরানোর পর ৮ রান করা শান্তকে দ্বিতীয় শিকার বানান রাজিথা। 

ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজে এসেই এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। প্রথম বলেই গোল্ডেন ডাকে এই ব্যাটারকে ফেরান রাজিথা। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গোল্ডেন ডাকে ফেরেন তিনি। এর আগে ২০০৯ সালে চট্টগ্রামে লঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের শিকার হয়েছিলেন সাকিব। 

ষষ্ঠ উইকেটের জুটিতে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ২৪ রানে পাঁচ ব্যাটার ফেরার পর উইকেট আগলে রাখেন তাঁরা। সতর্কতার সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করে এই জুটি। প্রথম ঘণ্টার বিপর্যয় কাটিয়ে মধ্যাহ্নের বিরতিতে গেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত