Ajker Patrika

ভূমিকা বদলে আবারও আইপিএলে ফিরছেন মালিঙ্গা

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯: ১২
ভূমিকা বদলে আবারও আইপিএলে ফিরছেন মালিঙ্গা

২০১৯ সালে সর্বশেষ আইপিএল খেলে বুট জোড়া তুলে রেখেছেন লাসিথ মালিঙ্গা। ভূমিকা বদলে লঙ্কান এই ফাস্ট বোলারকে দেখা যাবে এবারের আইপিএলেও। এবার তাঁকে দেখা যাবে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে।

রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা মনে করেন, মালিঙ্গা কোচ হওয়ায় দল উপকৃত হবে। এ প্রসঙ্গে তাঁর একসময়ের সতীর্থ সাবেক লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘লাসিথ সর্বকালের অন্যতম সেরা টি-টোয়েন্টি ফাস্ট বোলার। এ রকম একজন দলের সঙ্গে থাকলে সংশ্লিষ্ট দল লাভবানই হয়। আমাদের দলে বেশ কজন ভালো ফাস্ট বোলার আছে। ওরা প্রত্যেকে লাসিথের সঙ্গে কাজ করতে পারবে। শেখার সুযোগও পাবে তারা।’

কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করার আগে মালিঙ্গা নিজেও বলছেন, ‘আইপিএলে প্রত্যাবর্তনের অনুভূতি দারুণ। রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি সব সময় তরুণ প্রতিভা তুলে আনার কাজ করে থাকে। রাজস্থান রয়্যালসে যোগ দেওয়া আমার কাছে সম্মানের ব্যাপার। পেস বোলিং ইউনিট নিয়ে কাজ করতে আমি রোমাঞ্চিত দলের প্রতিটি ফাস্ট বোলারকে আমি সাহায্য করব। ওদের উন্নতি এবং মাঠে পরিকল্পনা যেন কাজে লাগাতে পারে, সে ব্যাপারে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত