ক্রীড়া ডেস্ক
গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো দুই সাবেক চ্যাম্পিয়ন–এমন সমীকরণে এশিয়া কাপের শেষ চারে যাওয়াটা সংযুক্ত আরব আমিরাতের জন্য স্বপ্নের মতোই। তাদের সে স্বপ্ন পূরণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়ে সেরা চারের পথটা খোলা রাখল আরব আমিরাত।
২ ম্যাচে শতভাগ জয়ে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে সূর্যকুমার যাদবের দল। দুটি করে ম্যাচ শেষে আরব আমিরাত ও পাকিস্তানের সংগ্রহ সমান ২ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে সালমান আলী আগার দল। আরব আমিরাতের অবস্থান তিনে। এই দুই দলের মধ্যকার লড়াইয়ে যারা জিতবে তারাই পরের পর্বে জায়গা করে নেবে। ২ ম্যাচ শেষে ওমানের প্রাপ্তির খাতাটা এখনও শূন্য। কার্যত টুর্নামেন্ট থেকে বিদায়ঘন্টা বেজে গেছে তাদের।
টুর্নামেন্টে টিকে থাকার মিশনে তাদের সামনে লক্ষ্যটা ছিল চ্যালেঞ্জিং–১৭৩ রানের। জবাব দিতে নেমে আরব আমিরাতকে কোনো রকম ভয় দেখাতে পারেনি ওমানের ব্যাটাররা। ১০ বল হাতে রেখে ১৩০ রানে গুটিয়ে যায় দলটি। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যর্থ না হলে জবাব দেওয়ার সুযোগ ছিল ওমানের। কিন্তু ওপেনার জতিন্দর সিংয়ের দুর্দান্ত শুরুর পরও দলীয় ৩২ রানে চতুর্থ উইকেট হারিয়ে নিজেদের ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় ওমান। তাই লোয়ার অর্ডারদের চেষ্টা কেবল দলের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ওমানের হয়ে ১০ বলে ২০ রানের ইনিংস খেলেন জতিন্দর। ২৪ রান আসে ৬ নম্বরে নামা আরিয়ান বিসতের ব্যাট থেকে। ২০ রান করেন ভিনায়ক শুক্লা। এছাড়া শাকিল আহমদ ১৪ ও জিতেনকুমার রামানন্দি এনে দেন ১৩ রান। আরব আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল জুনায়েদ সিদ্দিকি। ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। হায়দার আলী ও মোহাম্মদ জাওয়াদ উল্লাহর শিকার দুটি করে উইকেট।
এর আগে আলিশান শারাফু ও মোহাম্মদ ওয়াসিমের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় আরব আমিরাত। ৫৪ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন ওয়াসিম। শারাফুর অবদান ৫১ রান। ৩৮ বল খেলেন এই ওপেনার। ১৩ বলে ২১ রান এনে দেন জোহাইব খান। ৮ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্শিত কৌশিক। ওমানের হয়ে ২৪ রানে ২ উইকেট নেন রামানন্দি।
গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো দুই সাবেক চ্যাম্পিয়ন–এমন সমীকরণে এশিয়া কাপের শেষ চারে যাওয়াটা সংযুক্ত আরব আমিরাতের জন্য স্বপ্নের মতোই। তাদের সে স্বপ্ন পূরণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়ে সেরা চারের পথটা খোলা রাখল আরব আমিরাত।
২ ম্যাচে শতভাগ জয়ে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে সূর্যকুমার যাদবের দল। দুটি করে ম্যাচ শেষে আরব আমিরাত ও পাকিস্তানের সংগ্রহ সমান ২ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে সালমান আলী আগার দল। আরব আমিরাতের অবস্থান তিনে। এই দুই দলের মধ্যকার লড়াইয়ে যারা জিতবে তারাই পরের পর্বে জায়গা করে নেবে। ২ ম্যাচ শেষে ওমানের প্রাপ্তির খাতাটা এখনও শূন্য। কার্যত টুর্নামেন্ট থেকে বিদায়ঘন্টা বেজে গেছে তাদের।
টুর্নামেন্টে টিকে থাকার মিশনে তাদের সামনে লক্ষ্যটা ছিল চ্যালেঞ্জিং–১৭৩ রানের। জবাব দিতে নেমে আরব আমিরাতকে কোনো রকম ভয় দেখাতে পারেনি ওমানের ব্যাটাররা। ১০ বল হাতে রেখে ১৩০ রানে গুটিয়ে যায় দলটি। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যর্থ না হলে জবাব দেওয়ার সুযোগ ছিল ওমানের। কিন্তু ওপেনার জতিন্দর সিংয়ের দুর্দান্ত শুরুর পরও দলীয় ৩২ রানে চতুর্থ উইকেট হারিয়ে নিজেদের ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় ওমান। তাই লোয়ার অর্ডারদের চেষ্টা কেবল দলের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ওমানের হয়ে ১০ বলে ২০ রানের ইনিংস খেলেন জতিন্দর। ২৪ রান আসে ৬ নম্বরে নামা আরিয়ান বিসতের ব্যাট থেকে। ২০ রান করেন ভিনায়ক শুক্লা। এছাড়া শাকিল আহমদ ১৪ ও জিতেনকুমার রামানন্দি এনে দেন ১৩ রান। আরব আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল জুনায়েদ সিদ্দিকি। ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। হায়দার আলী ও মোহাম্মদ জাওয়াদ উল্লাহর শিকার দুটি করে উইকেট।
এর আগে আলিশান শারাফু ও মোহাম্মদ ওয়াসিমের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় আরব আমিরাত। ৫৪ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন ওয়াসিম। শারাফুর অবদান ৫১ রান। ৩৮ বল খেলেন এই ওপেনার। ১৩ বলে ২১ রান এনে দেন জোহাইব খান। ৮ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্শিত কৌশিক। ওমানের হয়ে ২৪ রানে ২ উইকেট নেন রামানন্দি।
এশিয়া কাপের সুপার ফোরে যেতে পারবে তো বাংলাদেশ? সেই প্রশ্নের উত্তর মিলবে কাল আবুধাবিতে অনুষ্ঠেয় আফগানিস্তান-শ্রীলঙ্কা লড়াইয়ে। শ্রীলঙ্কা জিতলে অনায়াসে শেষ চারে পা রাখবে বাংলাদেশ। এক অর্থে বলা যায় শ্রীলঙ্কার জয় দেখার অপেক্ষায় আছেন লিটন-তাসকিনরা। সেটা বেশ ভালোভাবেই টের পাচ্ছেন লঙ্কান অলরাউন্ডার
১ ঘণ্টা আগেএকটি ম্যাচ মাঠে গড়ানোর আগে এমন নাটকীয়তা সবশেষ কবে দেখেছে ক্রিকেটপ্রেমীরা, সেটা হুট করেই মনে করার সুযোগ নেই। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান যে নাটকীয়তার জন্ম দিলো সেটা বোধহয় সহজে ভুলবে না ভক্তরা।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন জ্যাকব বেথেল–গত মাসে দল ঘোষণার পরই বিষয়টি জানা যায়। অপেক্ষা ছিল কেবল সময়ের। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে টস করতে নেমে ইংলিশদের ইতিহাসে কর্নকনিষ্ঠ অধিনায়কের রেকর্ডটি নিজের দখলে নিলেন বেথেল।
২ ঘণ্টা আগেদিনজুড়ে ছিল অনিশ্চয়তা। পাকিস্তান কি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে, নাকি বয়কট করবে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেও যখন দল টিম হোটেল ছাড়েনি, তখন জোরালো হয় শঙ্কা। এমন নাটকের পর অবশেষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে