Ajker Patrika

ওমানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২: ৩৩
টুর্নামেন্টের প্রথম জয়ের দেখা পেল আরব আমিরাত। ছবি: সংগৃহীত
টুর্নামেন্টের প্রথম জয়ের দেখা পেল আরব আমিরাত। ছবি: সংগৃহীত

গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো দুই সাবেক চ্যাম্পিয়ন–এমন সমীকরণে এশিয়া কাপের শেষ চারে যাওয়াটা সংযুক্ত আরব আমিরাতের জন্য স্বপ্নের মতোই। তাদের সে স্বপ্ন পূরণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে। আপাতত নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়ে সেরা চারের পথটা খোলা রাখল আরব আমিরাত।

২ ম্যাচে শতভাগ জয়ে ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে সূর্যকুমার যাদবের দল। দুটি করে ম্যাচ শেষে আরব আমিরাত ও পাকিস্তানের সংগ্রহ সমান ২ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় দুইয়ে আছে সালমান আলী আগার দল। আরব আমিরাতের অবস্থান তিনে। এই দুই দলের মধ্যকার লড়াইয়ে যারা জিতবে তারাই পরের পর্বে জায়গা করে নেবে। ২ ম্যাচ শেষে ওমানের প্রাপ্তির খাতাটা এখনও শূন্য। কার্যত টুর্নামেন্ট থেকে বিদায়ঘন্টা বেজে গেছে তাদের।

টুর্নামেন্টে টিকে থাকার মিশনে তাদের সামনে লক্ষ্যটা ছিল চ্যালেঞ্জিং–১৭৩ রানের। জবাব দিতে নেমে আরব আমিরাতকে কোনো রকম ভয় দেখাতে পারেনি ওমানের ব্যাটাররা। ১০ বল হাতে রেখে ১৩০ রানে গুটিয়ে যায় দলটি। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যর্থ না হলে জবাব দেওয়ার সুযোগ ছিল ওমানের। কিন্তু ওপেনার জতিন্দর সিংয়ের দুর্দান্ত শুরুর পরও দলীয় ৩২ রানে চতুর্থ উইকেট হারিয়ে নিজেদের ইনিংসের শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় ওমান। তাই লোয়ার অর্ডারদের চেষ্টা কেবল দলের পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ওমানের হয়ে ১০ বলে ২০ রানের ইনিংস খেলেন জতিন্দর। ২৪ রান আসে ৬ নম্বরে নামা আরিয়ান বিসতের ব্যাট থেকে। ২০ রান করেন ভিনায়ক শুক্লা। এছাড়া শাকিল আহমদ ১৪ ও জিতেনকুমার রামানন্দি এনে দেন ১৩ রান। আরব আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল জুনায়েদ সিদ্দিকি। ২৩ রানে ৪ উইকেট নেন তিনি। হায়দার আলী ও মোহাম্মদ জাওয়াদ উল্লাহর শিকার দুটি করে উইকেট।

এর আগে আলিশান শারাফু ও মোহাম্মদ ওয়াসিমের জোড়া ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় আরব আমিরাত। ৫৪ বলে সর্বোচ্চ ৬৯ রান করেন ওয়াসিম। শারাফুর অবদান ৫১ রান। ৩৮ বল খেলেন এই ওপেনার। ১৩ বলে ২১ রান এনে দেন জোহাইব খান। ৮ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্শিত কৌশিক। ওমানের হয়ে ২৪ রানে ২ উইকেট নেন রামানন্দি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

জুলাই সনদ সংবিধান আদেশে কার্যকর ও গণভোটে বৈধতার সুপারিশ আইন বিশেষজ্ঞদের

পানগাঁও কন্টেইনার টার্মিনালে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ইতালীয় কোম্পানির

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত