বাবর আজমের চেয়েও বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন শিরোপা। কিন্তু কোনো শিরোপা না জিতেও বাবর আজম নিজের নাম তুললেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। তিনিই প্রথম অধিনায়ক, যার নেতৃত্বে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান।
দুবাইয়ে গতকাল বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ভারতকে ১০ উইকেটে হারানোর দিনে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে আটকে রাখলেন ১৫১ রানে। রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জেতালেন ম্যাচ। নিজে করলেন অপরাজিত ৬৮ রান। আর গ্যালারিতে বসে ছেলের এই কীর্তি দেখলেন বাবা আজম সিদ্দিকী।
ম্যাচ শেষে আজম সিদ্দিকীকে ঘিরে উল্লাস করেছেন পাকিস্তানি সমর্থকেরা। মাজহার আরশাদ নামের এক পাকিস্তানি সাংবাদিকের ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য। ভিডিওতে দেখা গেছে ম্যাচে ছেলের পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারেননি গর্বিত পিতা।
মাজহার আরশাদ তার টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইনি বাবর আজমের বাবা। ছেলেকে নিয়ে দারুণ খুশি। ২০১২ সালে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। বাবর আজমের তখনো অভিষেক হয়নি। তিনি আমায় বলেছিলেন একবার শুধু অভিষেক হতে দাও। দেখবে এর পর থেকে পুরো মাঠ বাবরের।’
শুধু মাঠেই নয়, ম্যাচ শেষে ড্রেসিং রুমেও বাবর ছিলেন যোগ্য অধিনায়ক। এক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশে বাবর বলছেন, ‘দেখুন, ভারতের বিপক্ষে জিতেছি বলে আমাদের পরের ম্যাচগুলোতে আরাম করা চলবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই আমাদের শতভাগটাই দিতে হবে। আমরা একটা দল হয়ে জিতেছি। আমাদের পরিবারের সঙ্গে আমরা আনন্দ করতেই পারি। তাই বলে বেশি উত্তেজিত হওয়া চলবে না। সবাইকে অনুরোধ করছি পরের ম্যাচে আমরা যেন মনোযোগ না হারাই।’
বাবর আজমের চেয়েও বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন শিরোপা। কিন্তু কোনো শিরোপা না জিতেও বাবর আজম নিজের নাম তুললেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। তিনিই প্রথম অধিনায়ক, যার নেতৃত্বে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়েছে পাকিস্তান।
দুবাইয়ে গতকাল বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ভারতকে ১০ উইকেটে হারানোর দিনে পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাবর। বুদ্ধিদীপ্ত কৌশলে ভারতকে আটকে রাখলেন ১৫১ রানে। রান তাড়ায় মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জেতালেন ম্যাচ। নিজে করলেন অপরাজিত ৬৮ রান। আর গ্যালারিতে বসে ছেলের এই কীর্তি দেখলেন বাবা আজম সিদ্দিকী।
ম্যাচ শেষে আজম সিদ্দিকীকে ঘিরে উল্লাস করেছেন পাকিস্তানি সমর্থকেরা। মাজহার আরশাদ নামের এক পাকিস্তানি সাংবাদিকের ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য। ভিডিওতে দেখা গেছে ম্যাচে ছেলের পারফরম্যান্স দেখে আবেগ ধরে রাখতে পারেননি গর্বিত পিতা।
মাজহার আরশাদ তার টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘ইনি বাবর আজমের বাবা। ছেলেকে নিয়ে দারুণ খুশি। ২০১২ সালে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। বাবর আজমের তখনো অভিষেক হয়নি। তিনি আমায় বলেছিলেন একবার শুধু অভিষেক হতে দাও। দেখবে এর পর থেকে পুরো মাঠ বাবরের।’
শুধু মাঠেই নয়, ম্যাচ শেষে ড্রেসিং রুমেও বাবর ছিলেন যোগ্য অধিনায়ক। এক ভিডিওতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে সতীর্থদের উদ্দেশে বাবর বলছেন, ‘দেখুন, ভারতের বিপক্ষে জিতেছি বলে আমাদের পরের ম্যাচগুলোতে আরাম করা চলবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই আমাদের শতভাগটাই দিতে হবে। আমরা একটা দল হয়ে জিতেছি। আমাদের পরিবারের সঙ্গে আমরা আনন্দ করতেই পারি। তাই বলে বেশি উত্তেজিত হওয়া চলবে না। সবাইকে অনুরোধ করছি পরের ম্যাচে আমরা যেন মনোযোগ না হারাই।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১১ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১২ ঘণ্টা আগে