Ajker Patrika

বিপিএলে দল পাননি আশরাফুল-সাব্বির

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২০
বিপিএলে দল পাননি আশরাফুল-সাব্বির

বিপিএলের ইতিহাসে বাংলাদেশের ৫ ব্যাটার সেঞ্চুরি করেছেন। সেই সেঞ্চুরির তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান। ব্যাটারদের মর্যাদাপূর্ণ তালিকায় যেমন মিলে গেছেন তেমনি আজ আরেকটি জায়গাও মিলেছেন দুই ব্যাটার। 

বিপিএলের দশম আসরের নিলামে কোনো দলের হয়ে খেলার সুযোগ পাননি আশরাফুল-সাব্বির। বয়স ও ক্যারিয়ার মিলিয়ে গোধূলি লগ্নে পৌঁছায় বাংলাদেশের প্রথম ‘পোস্টার বয়ের’ দল পাওয়া খুব কঠিন ছিল। ড্রাফটেও তার প্রমাণ পাওয়া গেছে। তবে সাব্বিরের দল না পাওয়াটা একটু অবাক করার মতো। অবশ্য অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও ছন্দে নেই। তবুও বয়স ও টি-টোয়েন্টি সংস্করণে চার-ছক্কা মারার সামর্থ্যের কারণে ৩১ বছর বয়সী ব্যাটার দল পাবেন না এমনটা হয়তো কেউ কল্পনাও করেননি। নিজে তো অবশ্যই না। 

আশরাফুল-সাব্বিরের সঙ্গে দল পাননি টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া মুমিনুল হকও। বিপিএলে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিসের পর ২০১৩ সালে সেঞ্চুরি করেন আশরাফুল। আর তৃতীয় ব্যাটার হিসেবে ২০১৬ সালে টুর্নামেন্টে সেঞ্চুরি করেন সাব্বির। পাঁচ ব্যাটারের বাকি দুজন হচ্ছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন তামিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত