ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারেন বিরাট কোহলি। কোহলিকে দ্রুত আউট করার উপায় বাতলে দিলেন ডেল স্টেইন। স্টেইন জানিয়েছেন, ২২ গজে কোহলির সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলে তাঁকে আউট করতে হবে।
২০১৯ সালে কোহলি টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন টেস্টে ১৩৬ রানের ইনিংসের পর আর বড় ইনিংসের দেখা মেলেনি কোহলির ব্যাটে। মাঝের এই সময়টায় তিনটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ভারতীয় অধিনায়ক তাই ফাইনালকে পাখির চোখ করতে পারেন! তবে তার আগেই যেন কিউই বোলাররা তাঁকে দ্রুত ফেরাতে পারেন সেই উপায় বলে দিয়েছেন স্টেইন। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেছেন, ‘আমি অবশ্যই চাইব, তাঁর ব্যাটিংয়ের সময় শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে। তাঁকে বোঝাতে চাইব আমি তাঁর শরীর তাক করে বল করব। সে যেন পুল শট খেলার চেষ্টা করে। আমি মনে করি তাঁর মূল পরিকল্পনায় এটি থাকে না।’
শর্ট বলে কোহলি ভালো পুল শট খেলেন এটা অবশ্য কারও অজানা নয়। স্টেইন মনে করেন সেই ফাঁদে ফেলেই তাঁকে দ্রুত ফেরানো যেতে পারে। স্টেইন বলেছেন, ‘আমি জানি সে ভালো পুল শট খেলে। এরপরও আমি তাঁকে অনবরত শর্ট বল করে যাব। শর্ট বলে অভ্যস্ত করে হঠাৎ একটা ফুল লেংথ বল করব। বল সুইং করানো আর দুই দিকে মুভ করানো আমার পছন্দ। এ রকম কোনো বলে তাঁকে বোল্ড, এলবিডব্লিউ অথবা উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার চেষ্টা করতাম।’
ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারেন বিরাট কোহলি। কোহলিকে দ্রুত আউট করার উপায় বাতলে দিলেন ডেল স্টেইন। স্টেইন জানিয়েছেন, ২২ গজে কোহলির সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলে তাঁকে আউট করতে হবে।
২০১৯ সালে কোহলি টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন টেস্টে ১৩৬ রানের ইনিংসের পর আর বড় ইনিংসের দেখা মেলেনি কোহলির ব্যাটে। মাঝের এই সময়টায় তিনটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ভারতীয় অধিনায়ক তাই ফাইনালকে পাখির চোখ করতে পারেন! তবে তার আগেই যেন কিউই বোলাররা তাঁকে দ্রুত ফেরাতে পারেন সেই উপায় বলে দিয়েছেন স্টেইন। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেছেন, ‘আমি অবশ্যই চাইব, তাঁর ব্যাটিংয়ের সময় শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে। তাঁকে বোঝাতে চাইব আমি তাঁর শরীর তাক করে বল করব। সে যেন পুল শট খেলার চেষ্টা করে। আমি মনে করি তাঁর মূল পরিকল্পনায় এটি থাকে না।’
শর্ট বলে কোহলি ভালো পুল শট খেলেন এটা অবশ্য কারও অজানা নয়। স্টেইন মনে করেন সেই ফাঁদে ফেলেই তাঁকে দ্রুত ফেরানো যেতে পারে। স্টেইন বলেছেন, ‘আমি জানি সে ভালো পুল শট খেলে। এরপরও আমি তাঁকে অনবরত শর্ট বল করে যাব। শর্ট বলে অভ্যস্ত করে হঠাৎ একটা ফুল লেংথ বল করব। বল সুইং করানো আর দুই দিকে মুভ করানো আমার পছন্দ। এ রকম কোনো বলে তাঁকে বোল্ড, এলবিডব্লিউ অথবা উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার চেষ্টা করতাম।’
এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালসের জন্য ভুলে যাওয়ার মতোই। দলটির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। সেটার রেশ কাটতে না কাটতে গত রাতে তারা পেয়েছে একাধিক দুঃসংবাদ। রাজস্থানের এক ক্রিকেটার টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেছেন। টুর্নামেন্টে তাদের পথচলাও শেষ হলো।
১৬ মিনিট আগেদরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
১ ঘণ্টা আগেম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম—ইংলিশ প্রিমিয়ার লিগে দুটি দলের অবস্থা আশানুরূপ নয়। পয়েন্ট টেবিলের তলানির দিকে চলে যাওয়ার মতো অবস্থা এই দুই দলের। অথচ প্রিমিয়ার লিগে বাজে খেলা ম্যানচেস্টার, টটেনহাম এখন ইউরোপা লিগে ফাইনালের টিকিট কাটতে চলেছে।
২ ঘণ্টা আগেগতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৪ ঘণ্টা আগে