Ajker Patrika

বিসিবির প্রস্তাবে রাজি হননি হেরাথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ০৬
বিসিবির প্রস্তাবে রাজি হননি হেরাথ

কোচ নিয়োগ দিতে গত মাসে যে বিসিবি যে চারটি পদে বিজ্ঞপ্তি দিয়েছিল, তাতে ছিল না স্পিন বোলিং কোচের পদটি। বিসিবির সঙ্গে তখন কথা চলছিল আগের কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে। তবে শেষ পর্যন্ত বিসিবিকে ‘না’ করে দিয়েছেন তিনি। 

 ২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসেবে স্পিন কোচ হিসেবে হেরাথকে নতুন করে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তবে নতুন প্রস্তাবের শর্তে কিছু পরিবর্তন ছিল। এবার তাঁকে কাজ করতে হবে জাতীয় দলের বাইরেও আর তাঁর কাজ হবে দিনভিত্তিক। বিসিবির প্রস্তাবকে ‘না’ করে দিয়েছেন হেরাথ। 

আজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘সে আমাদের সঙ্গে আর নেই। হেরাথকে যে প্রস্তাব দিয়েছি, সেটা যে গ্রহণ করেনি। হেরাথের অধ্যায় শেষ। স্পিন বোলিং কোচের নিয়োগের বিজ্ঞাপন তখন আমরা দিইনি। কারণ, ওর সঙ্গে কথা চলছিল। সম্প্রতি (গত ২১ জানুয়ারি) আবার বিজ্ঞাপন দিয়েছি। আমাদের যে প্রস্তাব ছিল তার মনঃপূত না হওয়ায় তার সঙ্গে আমাদের আর চুক্তি হচ্ছে না।’ 
 
রঙ্গনা হেরাথের বাংলাদেশ-অধ্যায় শেষস্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, পেস বোলিং কোচ, ব্যাটিং কোচ ও পারফরম্যান্স বিশ্লেষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি, আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৬ ফেব্রুয়ারি আগ্রহীদের ভার্চুয়াল সাক্ষাৎকার নেবে বিসিবি। আর ২০ ফেব্রুয়ারিতে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত