ক্রীড়া ডেস্ক
প্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। কোহলি খেলেছেন ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। এ ইনিংস খেলেই দারুণ এক রেকর্ড নিজের করে নিলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে রান তাড়া করতে নেমে ১০ বার অন্তত ফিফটি কিংবা তার বেশি পেরোনো ইনিংস খেলেছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে এ রেকর্ড ভাগাভাগি করেছিলেন তিনি। পরে বিরাট কোহলি তাঁদের পাশে বসেছিলেন। কিন্তু গতকাল ৯৮ বলে ৮৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাকিব ও চন্দরপলকে ছাড়িয়ে গেছেন কোহলি। আইসিসি ইভেন্টে রান তাড়ায় নেমে তাঁর এখন ১১টি ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করা ইনিংস।
আইসিসি ইভেন্টে রান তাড়ায় ৯ বার পঞ্চাশ কিংবা এর চেয়ে বেশি পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার। কোহলি গুঁড়িয়ে দিয়েছেন গতকাল আরও অনেক রেকর্ড। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন। তাঁর সামনে আছেন শুধু স্বদেশি শচীন টেন্ডুলকার।
তা-ই নয়, ওয়ানডে সংস্করণে রান তাড়ায় নেমে গতকাল ৬৯ বারের মতো অন্তত ফিফটি করলেন কোহলি। এই সংস্করণে এটাই যৌথভাবে সর্বোচ্চ। তাঁর সমান ফিফটি আছেন শচীনেরই। তবে তাঁর চেয়ে কোহলি ৭৩ ইনিংস কম খেলে এই রেকর্ডে ভাগ বসালেন। রান তাড়ায় ৬৯ ফিফটি পেতে শচীন খেলেছেন ২৩২ ইনিংস, কোহলির লাগল ১৫৯ ইনিংস।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে সর্বোচ্চ ২৩টি পঞ্চাশ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস ছিল শচীনের। ৫৮ ইনিংস খেলে এ কীর্তি গড়েন তিনি। নিজের ৫৩ তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে সর্বোচ্চ ২৪টি ফিফটি এখন কোহলির।
ব্যাটিংয়ের পাশাপাশি কোহলি দুর্দান্ত এক ফিল্ডারও বটে। গতকাল অজিদের বিপক্ষে দুটি ক্যাচ নিয়ে ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় রিকি পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। জস ইংলিস ও নাথান এলিসের ক্যাচ নিয়েছেন তিনি। এতে ওয়ানডেতে ১৬১ তম ক্যাচ ধরলেন কোহলি। ২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়াবর্ধনে।
প্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত। কোহলি খেলেছেন ৮৪ রানের অসাধারণ এক ইনিংস। এ ইনিংস খেলেই দারুণ এক রেকর্ড নিজের করে নিলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে রান তাড়া করতে নেমে ১০ বার অন্তত ফিফটি কিংবা তার বেশি পেরোনো ইনিংস খেলেছিলেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে এ রেকর্ড ভাগাভাগি করেছিলেন তিনি। পরে বিরাট কোহলি তাঁদের পাশে বসেছিলেন। কিন্তু গতকাল ৯৮ বলে ৮৪ রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সাকিব ও চন্দরপলকে ছাড়িয়ে গেছেন কোহলি। আইসিসি ইভেন্টে রান তাড়ায় নেমে তাঁর এখন ১১টি ফিফটি কিংবা তার চেয়ে বেশি রান করা ইনিংস।
আইসিসি ইভেন্টে রান তাড়ায় ৯ বার পঞ্চাশ কিংবা এর চেয়ে বেশি পেরোনো ইনিংস আছে রোহিত শর্মার। কোহলি গুঁড়িয়ে দিয়েছেন গতকাল আরও অনেক রেকর্ড। ওয়ানডেতে রান তাড়া করতে নেমে ৮ হাজার রানের মাইলফলকও পেরিয়ে গেছেন। তাঁর সামনে আছেন শুধু স্বদেশি শচীন টেন্ডুলকার।
তা-ই নয়, ওয়ানডে সংস্করণে রান তাড়ায় নেমে গতকাল ৬৯ বারের মতো অন্তত ফিফটি করলেন কোহলি। এই সংস্করণে এটাই যৌথভাবে সর্বোচ্চ। তাঁর সমান ফিফটি আছেন শচীনেরই। তবে তাঁর চেয়ে কোহলি ৭৩ ইনিংস কম খেলে এই রেকর্ডে ভাগ বসালেন। রান তাড়ায় ৬৯ ফিফটি পেতে শচীন খেলেছেন ২৩২ ইনিংস, কোহলির লাগল ১৫৯ ইনিংস।
আইসিসির ওয়ানডে সংস্করণের ইভেন্টে সর্বোচ্চ ২৩টি পঞ্চাশ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস ছিল শচীনের। ৫৮ ইনিংস খেলে এ কীর্তি গড়েন তিনি। নিজের ৫৩ তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে সর্বোচ্চ ২৪টি ফিফটি এখন কোহলির।
ব্যাটিংয়ের পাশাপাশি কোহলি দুর্দান্ত এক ফিল্ডারও বটে। গতকাল অজিদের বিপক্ষে দুটি ক্যাচ নিয়ে ফিল্ডার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় রিকি পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। জস ইংলিস ও নাথান এলিসের ক্যাচ নিয়েছেন তিনি। এতে ওয়ানডেতে ১৬১ তম ক্যাচ ধরলেন কোহলি। ২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়াবর্ধনে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৪ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে