Ajker Patrika

বৃষ্টি আইনে ১৭ রানে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টি আইনে ১৭ রানে হারল বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনবার বৃষ্টি বাধায় থেমেছে প্রথম ওয়ানডে। প্রথম দুইবার শুরু করা গেলেও তৃতীয়বার আর সেটা সম্ভব হয়নি। আর তাতে বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ।

আফগানিস্তানের ইনিংসের ২১.৪ ওভারের সময় বৃষ্টিতে তৃতীয়বার বন্ধ হয়েছে খেলা। ২ উইকেট হারিয়ে তখন ৮৩ রান আফগানিস্তানের। বৃষ্টি আইনে এ সময় পার স্কোর ছিল ৬৭ রান। শেষ পর্যন্ত বৃষ্টি আইনেই জিতল আফগানিস্তান। সর্বোচ্চ ৪১ রান করেছেন ইব্রাহিম জাদরান। ৫৮ বলে ৫ চার তাঁর ইনিংসে। অধিনায়ক শহিদী অপরাজিত আছেন ৯ রানে।

টসে হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংসে দুইবার বৃষ্টি এসেছিল দুইবার। তাতে ইনিংস কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহীদ হৃদয়। আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি। বৃষ্টি আইনে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রান। ২১.৪ ওভারে ২ উইকেটে আফগানদের স্কোর যখন ৮৩ রান, তখন বন্ধ হয়ে যায় খেলা। খেলা পুনরায় ২৯ ওভারে ১১১ রানের লক্ষ্যে আবারও ব্যাটিংয়ে নামার কথা ছিল আফগানদের। এরপর আর খেলা না হওয়ায় বৃষ্টি আইনে ম্যাচ জিতে যায় সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত