Ajker Patrika

অজু ছাড়া মুশফিক ব্যাট-বল স্পর্শ করেন না, জানালেন তাঁর স্ত্রী

ক্রীড়া ডেস্ক    
পরিবারের সঙ্গে মুশফিকুর রহিম। ছবি: ইনস্টাগ্রাম
পরিবারের সঙ্গে মুশফিকুর রহিম। ছবি: ইনস্টাগ্রাম

মুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় তীব্র সমালোচনা হচ্ছিল মুশফিককে নিয়ে। গত রাতে ওয়ানডে থেকে তিনি অবসরই ঘোষণা দিয়েছেন। অবসর ঘোষণার পর মুশফিককে নিয়ে সামাজিক মাধ্যমে তাঁর সতীর্থরা নানাভাবে ভালোবাসা প্রকাশ করেছেন অসাধারণ এক ক্যারিয়ার শেষ করায়। তবে মুশফিকের স্ত্রী মন্ডি জানিয়েছেন এমন কিছু বিষয়, যেটি ক্রিকেটের প্রতি মুশফিকের নিবেদন আর সততাই ফুটে উঠেছে, ‘আমি একজন সৎ মানুষ পেয়ে সত্যিই ভাগ্যবান। সে সত্যিই অজু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না। আলহামদুলিল্লাহ তুমি একজন পারিবারিক ব্যক্তি। আমার ছেলেরা তোমার খুব ভক্ত। আশা করি শাহরুজ তোমার গুনগুলো পাবে এবং তোমাকে জীবনের আদর্শ মানবে।’

মন্ডি আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ওয়ানডে থেকে অনেক সন্তুষ্টি নিয়ে তুমি অবসর নিতে পেরেছ। তোমার ওয়ানডে ক্যারিয়ার দারুণ ছিল আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট না আসা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে তুমি। একটা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ২০টা পেইনকিলার খেয়েছে। তুমি নিজের জন্য খেলেনি। দলের প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থেকেই খেলেছ। জানি এই সিদ্ধান্তটা কঠিন। ইনশা আল্লাহ সামনে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য।’

শুধু খেলার প্রতি নিবেদনই নয়, মুশফিক নিজের চিন্তা-দর্শনের সঙ্গে কখনো আপস করেননি। ধর্মীয় বিধিনিষেধ মেনে জার্সিতে কোনো বেটিং বা অ্যালকোহল কোম্পানির লোগো ব্যবহার করেননি বাংলাদেশের এই তারকা উইকেটকিপার ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত