এবার ভারত সফরে এসে নাকানিচুবানি খাচ্ছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টেই বাজেভাবে হেরেছে তারা। দলের হারের চেয়েও ব্যাটারদের খেলার ধরন ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বেশি। উত্তরসূরিদের কঠোর সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
অজিদের সাবেক ক্রিকেটারদের এবার যোগ দিয়েছেন হরভজন সিং। ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের একদম ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক অফ স্পিনার। তাঁর মতে, এই অস্ট্রেলিয়া দলই হচ্ছে নকল।
বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে ভারতে আসলেই অস্ট্রেলিয়াদের চিন্তায় থাকে ভারতীয় স্পিনাররা। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনদের সামলাতে হিমশিম খায় ওয়ার্নার-স্মিথরা। সেই চিন্তা থেকেই এবার সিরিজ শুরুর আগে মহেশ পিথিয়া নামে একজন ভারতীয় স্পিনারকে দিয়ে অনুশীলন করেছিল অজিরা। কারণ একটাই বিশেষ করে অশ্বিনকে ঠিক ঠিক মোকাবিলা করা। কেননা ভারতীয় এই তরুণ ‘অশ্বিনের রেপ্লিকা’।
তবে নকল অশ্বিনকে দিয়েও কাজ হয়নি অস্ট্রেলিয়ার। অজিদের এই ভাবনাকে নিয়েই খোঁচা মেরেছেন হরভজন। তিনি বলেছেন, ‘নকল অশ্বিনকে দিয়ে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। তবে আমার কাছে এই অস্ট্রেলিয়া দলকেই নকল মনে হয়। তাদের মনোযোগ এমন যে তারা নেতিবাচক বিষয় ছাড়া চিন্তাই করে না। নিজেদের মনে এতটাই দ্বিধা তৈরি করেছে যে ম্যাচ শুরুর আগেই তারা হেরে বসেছে।’
অস্ট্রেলিয়ার ব্যাটারদের অনুশীলন নিয়েও হতাশা প্রকাশ করেছেন হরভজন। বিশ্বকাপজয়ী এই স্পিনার বলেছেন, ‘পারফরম্যান্স দেখে মনে হচ্ছে সফরের জন্য কোনো প্রস্তুতিই নেয়নি তারা। এর চেয়ে মনে করি আউট হওয়ার অনুশীলন করেছে তারা।’
ভাজ্জির ধারণাটা একেবারই অমূলক নয়। কেননা শুধু দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসেই সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন অজিদের ছয়জন ব্যাটার। স্পিনারদের বিপক্ষে নিজেদের তৈরি কৌশলেই আটকে গেছে তাঁরা। প্রতিপক্ষের এমন পারফরম্যান্স দেখে হরভাজন নিশ্চিত ভারত ৪-০ সিরিজ জিতবে। সঙ্গে এটিও জানিয়েছেন যে ১০ টেস্ট হলেও সবটিতে হারত অস্ট্রেলিয়া।
হরভজন বলেছেন, ‘ভারত ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে এতে কোনো সন্দেহ নেই। এমনকি ১০ ম্যাচের সিরিজ হলেও ভারত তাদেরকে ১০-০ হারাত। এই দলের ক্রিকেটারদের মধ্যে কোনো আগ্রাসী মনোভাব নেই। পিচে কিছু থাকলে তারা যেন সাজঘর থেকেই নিজেদের উইকেট বিলিয়ে দেওয়ার চিন্তা করে।’
২০০৪ সালের পর ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। এবার সময়টা আরও দীর্ঘ হওয়ার অপেক্ষা মাত্র।
এবার ভারত সফরে এসে নাকানিচুবানি খাচ্ছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই টেস্টেই বাজেভাবে হেরেছে তারা। দলের হারের চেয়েও ব্যাটারদের খেলার ধরন ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বেশি। উত্তরসূরিদের কঠোর সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররা।
অজিদের সাবেক ক্রিকেটারদের এবার যোগ দিয়েছেন হরভজন সিং। ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের একদম ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক অফ স্পিনার। তাঁর মতে, এই অস্ট্রেলিয়া দলই হচ্ছে নকল।
বোর্ডার-গাভাস্কার সিরিজ খেলতে ভারতে আসলেই অস্ট্রেলিয়াদের চিন্তায় থাকে ভারতীয় স্পিনাররা। রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিনদের সামলাতে হিমশিম খায় ওয়ার্নার-স্মিথরা। সেই চিন্তা থেকেই এবার সিরিজ শুরুর আগে মহেশ পিথিয়া নামে একজন ভারতীয় স্পিনারকে দিয়ে অনুশীলন করেছিল অজিরা। কারণ একটাই বিশেষ করে অশ্বিনকে ঠিক ঠিক মোকাবিলা করা। কেননা ভারতীয় এই তরুণ ‘অশ্বিনের রেপ্লিকা’।
তবে নকল অশ্বিনকে দিয়েও কাজ হয়নি অস্ট্রেলিয়ার। অজিদের এই ভাবনাকে নিয়েই খোঁচা মেরেছেন হরভজন। তিনি বলেছেন, ‘নকল অশ্বিনকে দিয়ে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। তবে আমার কাছে এই অস্ট্রেলিয়া দলকেই নকল মনে হয়। তাদের মনোযোগ এমন যে তারা নেতিবাচক বিষয় ছাড়া চিন্তাই করে না। নিজেদের মনে এতটাই দ্বিধা তৈরি করেছে যে ম্যাচ শুরুর আগেই তারা হেরে বসেছে।’
অস্ট্রেলিয়ার ব্যাটারদের অনুশীলন নিয়েও হতাশা প্রকাশ করেছেন হরভজন। বিশ্বকাপজয়ী এই স্পিনার বলেছেন, ‘পারফরম্যান্স দেখে মনে হচ্ছে সফরের জন্য কোনো প্রস্তুতিই নেয়নি তারা। এর চেয়ে মনে করি আউট হওয়ার অনুশীলন করেছে তারা।’
ভাজ্জির ধারণাটা একেবারই অমূলক নয়। কেননা শুধু দিল্লি টেস্টের দ্বিতীয় ইনিংসেই সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন অজিদের ছয়জন ব্যাটার। স্পিনারদের বিপক্ষে নিজেদের তৈরি কৌশলেই আটকে গেছে তাঁরা। প্রতিপক্ষের এমন পারফরম্যান্স দেখে হরভাজন নিশ্চিত ভারত ৪-০ সিরিজ জিতবে। সঙ্গে এটিও জানিয়েছেন যে ১০ টেস্ট হলেও সবটিতে হারত অস্ট্রেলিয়া।
হরভজন বলেছেন, ‘ভারত ৪-০ ব্যবধানে সিরিজ জিতবে এতে কোনো সন্দেহ নেই। এমনকি ১০ ম্যাচের সিরিজ হলেও ভারত তাদেরকে ১০-০ হারাত। এই দলের ক্রিকেটারদের মধ্যে কোনো আগ্রাসী মনোভাব নেই। পিচে কিছু থাকলে তারা যেন সাজঘর থেকেই নিজেদের উইকেট বিলিয়ে দেওয়ার চিন্তা করে।’
২০০৪ সালের পর ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। এবার সময়টা আরও দীর্ঘ হওয়ার অপেক্ষা মাত্র।
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৩ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৬ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৮ ঘণ্টা আগে