Ajker Patrika

মর্মান্তিকভাবে প্রাণ হারানো ৫ শিশুর শান্তি কামনায় স্মিথদের হাতে কালো আর্মব্যান্ড

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
মর্মান্তিকভাবে প্রাণ হারানো ৫ শিশুর শান্তি কামনায় স্মিথদের হাতে কালো আর্মব্যান্ড

তাসমানিয়ার ডেভনপোর্টে গতকাল মর্মান্তিকভাবে প্রাণহানি ঘটেছে পাঁচ শিশুর। তাদের আত্মার শান্তি কামনায় এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

তাসমানিয়ায় বাতাসে উড়ে যাওয়া বাউন্সি ক্যাসল থেকে পড়ে মারা গেছে এই পাঁচ শিশু। বাউন্সি ক্যাসল মূলত শিশুদের খেলার বেলুন দিয়ে তৈরি একধরনের ঘর। এই মৃত্যুতে অস্ট্রেলিয়ায় শোকের ছায়া নেমে এসেছে, যা ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নন, ফিল্ড আম্পায়াররাও কালো আর্মব্যান্ড পরেছেন। 

ঘটনার পর তাসমানিয়ার পুলিশ ড্যারেন হেইন এক বিবৃতি দিয়েছেন। দুর্ঘটনার কারণ বলতে গিয়ে তিনি বলেছেন, ‘দমকা হাওয়ার কারণে জাম্পিং ক্যাসেল ও স্ফীত বলগুলো বাতাসে তোলা হয়েছিল বলে জানা গেছে।’ প্রায় ১০ মিটার উঁচু থেকে পড়ে প্রাণ হারায় পাঁচ শিশু। শিশুগুলোর প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে হেইন বলেছেন, ‘অকালে ঝরে যাওয়া এই পাঁচ শিশুর পরিবার, স্কুলের সহপাঠী আর শিক্ষকদের জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে।’ 

দুর্ঘটনায় নিহত পাঁচ শিশু ছাড়াও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘটনাকে অকল্পনীয় ও হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত