Ajker Patrika

ইমরান তাহিরের সুপারিশে গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিব

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৪: ০৩
গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। ছবি: এএফপি
গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। ছবি: এএফপি

তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বলের গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিকতায় সবার নজর কাড়েন তানজিম। সেই পারফরম্যান্স দেখে তাহির নিজেই তাঁর যোগাযোগের নম্বর সংগ্রহ করে প্রস্তাব দেন খেলার। তানজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।’

প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদেরও বাইরের লিগে যথেষ্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়েরও।

কদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ এসেছিল সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিবও। এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস তানজিমের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত