আজকের পত্রিকা ডেস্ক
তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বলের গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিকতায় সবার নজর কাড়েন তানজিম। সেই পারফরম্যান্স দেখে তাহির নিজেই তাঁর যোগাযোগের নম্বর সংগ্রহ করে প্রস্তাব দেন খেলার। তানজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।’
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদেরও বাইরের লিগে যথেষ্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়েরও।
কদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ এসেছিল সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিবও। এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস তানজিমের।
তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন। ইমরান তাহিরের সুপারিশে তানজিম এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলে যুক্ত হচ্ছেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিমের দুর্দান্ত পারফরম্যান্সের পর দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ লেগ স্পিনার তাহিরের নজর কাড়েন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বলের গতি, লাইন-লেংথ এবং ধারাবাহিকতায় সবার নজর কাড়েন তানজিম। সেই পারফরম্যান্স দেখে তাহির নিজেই তাঁর যোগাযোগের নম্বর সংগ্রহ করে প্রস্তাব দেন খেলার। তানজিম গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্বকাপে আমার পারফরম্যান্স দেখে তাহির ভাই মুগ্ধ হন। তিনি আমার সঙ্গে যোগাযোগ করে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার প্রস্তাব দেন। আমার সময়ও তখন ফাঁকা ছিল, তাই আমি রাজি হয়ে যাই।’
প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তানজিম। তিনি বলেন, ‘বিদেশি ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারা আমার জন্য একটি বড় সুযোগ। আশা করছি, এই লিগে খেলে অনেক কিছু শিখতে পারব এবং নিজের খেলায় আরও উন্নতি করতে পারব।’
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদেরও বাইরের লিগে যথেষ্ট খেলার অভিজ্ঞতা হয়েছে। বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়েরও।
কদিন আগে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ এসেছিল সাইফউদ্দিন ও রিশাদ হোসেনের। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন তানজিম সাকিবও। এই অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে তাঁর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই বিশ্বাস তানজিমের।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে