ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি তো বটেই, কদিন আগেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বলার মতো পারফরম্যান্স ছিল না। এমনকি লিটন দাস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পরও সেই চিত্র বদলাতে সময় লেগেছে। এখন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতে জিতেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ১৬ জুলাই। ইতিহাস গড়ার পর বাংলাদেশের জয়যাত্রা চলছে পাকিস্তান সিরিজেও। মিরপুরে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে লিটন-পারভেজ হোসেন ইমনরা আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছেন। একই মাঠে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করা তৃতীয় দল হবে বাংলাদেশ। এর আগে এই কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। যেখানে ২০১৯ সালে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০২৪ সালে। এবার পাকিস্তান ধবলধোলাই হয়েছিল অস্ট্রেলিয়ার মাঠে।
আজ জিতলে পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তিও গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। গত বছর টেস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বাদ উপহার দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ গড়েছিল এই কীর্তি।
শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর একই দল নিয়ে বাংলাদেশ খেলছে পাকিস্তান সিরিজ। শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবরা তাঁরা মিরপুরেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত দুইবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে অবশ্য বাংলাদেশ-পাকিস্তান একটি টি-টোয়েন্টি খেলেছিল।
মিরপুরে আজ পাকিস্তানকে হারালে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছিল বাংলাদেশ। যেখানে ২০১২ ও ২০২৪ সালে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দুটি বাংলাদেশ খেলেছিল প্রতিপক্ষের মাঠে। আর ২০২৩ সালে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ বাংলাদেশ করেছিল ঘরের মাঠেই।
দল | সাল | আয়োজক |
---|---|---|
শ্রীলঙ্কা | ২০১৯ | পাকিস্তান |
অস্ট্রেলিয়া | ২০২৪ | অস্ট্রেলিয়া |
টি-টোয়েন্টি তো বটেই, কদিন আগেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বলার মতো পারফরম্যান্স ছিল না। এমনকি লিটন দাস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পরও সেই চিত্র বদলাতে সময় লেগেছে। এখন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ নিজেদের সবশেষ চার ম্যাচের চারটিতে জিতেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ১৬ জুলাই। ইতিহাস গড়ার পর বাংলাদেশের জয়যাত্রা চলছে পাকিস্তান সিরিজেও। মিরপুরে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে লিটন-পারভেজ হোসেন ইমনরা আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছেন। একই মাঠে আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিতলেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করা তৃতীয় দল হবে বাংলাদেশ। এর আগে এই কীর্তি গড়েছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। যেখানে ২০১৯ সালে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০২৪ সালে। এবার পাকিস্তান ধবলধোলাই হয়েছিল অস্ট্রেলিয়ার মাঠে।
আজ জিতলে পাকিস্তানকে তিন সংস্করণে ধবলধোলাইয়ের কীর্তিও গড়বে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে বাংলাদেশ নিজেদের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। গত বছর টেস্টে পাকিস্তানকে ধবলধোলাইয়ের স্বাদ উপহার দিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের মাঠেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ গড়েছিল এই কীর্তি।
শ্রীলঙ্কায় ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর একই দল নিয়ে বাংলাদেশ খেলছে পাকিস্তান সিরিজ। শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবরা তাঁরা মিরপুরেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত দুইবার টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালে অবশ্য বাংলাদেশ-পাকিস্তান একটি টি-টোয়েন্টি খেলেছিল।
মিরপুরে আজ পাকিস্তানকে হারালে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করবে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছিল বাংলাদেশ। যেখানে ২০১২ ও ২০২৪ সালে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দুটি বাংলাদেশ খেলেছিল প্রতিপক্ষের মাঠে। আর ২০২৩ সালে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ বাংলাদেশ করেছিল ঘরের মাঠেই।
দল | সাল | আয়োজক |
---|---|---|
শ্রীলঙ্কা | ২০১৯ | পাকিস্তান |
অস্ট্রেলিয়া | ২০২৪ | অস্ট্রেলিয়া |
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৯ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১০ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৬ ঘণ্টা আগে