একটা সময় ছিল, যখন দুই দল মুখোমুখি হলেই মাঠে একটা ‘যুদ্ধ-যুদ্ধ’ আবহ তৈরি হতো। সেটা হতো দুই দেশের রাজনৈতিক ও সীমান্তে সামরিক উত্তেজনার কারণে। সেই উত্তেজনা মিইয়ে যায়নি, এখনো বিদ্যমান। তবে দুই দেশের ক্রিকেটাররা ‘ভারত-পাকিস্তান’ ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখতে শুরু করেছেন।
এখন তাই যুদ্ধের আবহে নয়, ভ্রাতৃত্বের আবহেই হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই। এশিয়া কাপে আগামীকালই মুখোমুখি হবে দুই দেশ। ক্যান্ডিতে হতে যাওয়া সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ক্রিকেটের সব ফরম্যাটেই অন্যতম সেরা ব্যাটসম্যান জানিয়ে বাবর আজমের ভূয়সী প্রশংসা করে দিলেন বিরাট কোহলি। প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক বাবর বললেন, ‘যখন আপনাকে নিয়ে কেউ এমন কথা বলে, তা ভালো লাগারই কথা।’
ম্যাচটি যতই ভ্রাতৃত্বের আবহে হোক না কেন, এই ম্যাচের দিকে চোখ ক্রিকেট বিশ্বের। টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় এই ম্যাচের টিকিট। মাঠে থেকে শত্রুপ্রতিম দুই দেশের লড়াই না দেখলে চলে! দর্শকদের চাহিদাতেই ম্যাচটির টিকিট যেন সোনার হরিণ!
কিন্তু যে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের এত আগ্রহ, এত রোমাঞ্চ, সেই ম্যাচ আদৌ হবে তো! আশঙ্কা জাগানিয়া এমন খবরই দিচ্ছে ক্যান্ডির আবহাওয়া অধিদপ্তর। দুই দিন ধরেই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে ক্যান্ডিতে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন, অর্থাৎ শনিবার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর এবং বিবিসির তথ্যানুযায়ী এদিন ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। মানেটা দাঁড়াচ্ছে এই, প্রবল বৃষ্টি ম্যাচটি ভাসিয়ে না নিয়ে গেলেও কোনো না কোনো সময় ম্যাচে বৃষ্টির দেখা মিলবেই।
একটা সময় ছিল, যখন দুই দল মুখোমুখি হলেই মাঠে একটা ‘যুদ্ধ-যুদ্ধ’ আবহ তৈরি হতো। সেটা হতো দুই দেশের রাজনৈতিক ও সীমান্তে সামরিক উত্তেজনার কারণে। সেই উত্তেজনা মিইয়ে যায়নি, এখনো বিদ্যমান। তবে দুই দেশের ক্রিকেটাররা ‘ভারত-পাকিস্তান’ ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখতে শুরু করেছেন।
এখন তাই যুদ্ধের আবহে নয়, ভ্রাতৃত্বের আবহেই হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই। এশিয়া কাপে আগামীকালই মুখোমুখি হবে দুই দেশ। ক্যান্ডিতে হতে যাওয়া সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ক্রিকেটের সব ফরম্যাটেই অন্যতম সেরা ব্যাটসম্যান জানিয়ে বাবর আজমের ভূয়সী প্রশংসা করে দিলেন বিরাট কোহলি। প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক বাবর বললেন, ‘যখন আপনাকে নিয়ে কেউ এমন কথা বলে, তা ভালো লাগারই কথা।’
ম্যাচটি যতই ভ্রাতৃত্বের আবহে হোক না কেন, এই ম্যাচের দিকে চোখ ক্রিকেট বিশ্বের। টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় এই ম্যাচের টিকিট। মাঠে থেকে শত্রুপ্রতিম দুই দেশের লড়াই না দেখলে চলে! দর্শকদের চাহিদাতেই ম্যাচটির টিকিট যেন সোনার হরিণ!
কিন্তু যে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের এত আগ্রহ, এত রোমাঞ্চ, সেই ম্যাচ আদৌ হবে তো! আশঙ্কা জাগানিয়া এমন খবরই দিচ্ছে ক্যান্ডির আবহাওয়া অধিদপ্তর। দুই দিন ধরেই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে ক্যান্ডিতে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন, অর্থাৎ শনিবার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর এবং বিবিসির তথ্যানুযায়ী এদিন ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। মানেটা দাঁড়াচ্ছে এই, প্রবল বৃষ্টি ম্যাচটি ভাসিয়ে না নিয়ে গেলেও কোনো না কোনো সময় ম্যাচে বৃষ্টির দেখা মিলবেই।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৬ ঘণ্টা আগে