Ajker Patrika

ভারত-পাকিস্তান উত্তেজনার আগুন কি নিভিয়ে দেবে বৃষ্টি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১১: ২১
ভারত-পাকিস্তান উত্তেজনার আগুন কি নিভিয়ে দেবে বৃষ্টি

একটা সময় ছিল, যখন দুই দল মুখোমুখি হলেই মাঠে একটা ‘যুদ্ধ-যুদ্ধ’ আবহ তৈরি হতো। সেটা হতো দুই দেশের রাজনৈতিক ও সীমান্তে সামরিক উত্তেজনার কারণে। সেই উত্তেজনা মিইয়ে যায়নি, এখনো বিদ্যমান। তবে দুই দেশের ক্রিকেটাররা ‘ভারত-পাকিস্তান’ ম্যাচকে আর দশটা ম্যাচের মতোই দেখতে শুরু করেছেন।

এখন তাই যুদ্ধের আবহে নয়, ভ্রাতৃত্বের আবহেই হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই। এশিয়া কাপে আগামীকালই মুখোমুখি হবে দুই দেশ। ক্যান্ডিতে হতে যাওয়া সেই ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ক্রিকেটের সব ফরম্যাটেই অন্যতম সেরা ব্যাটসম্যান জানিয়ে বাবর আজমের ভূয়সী প্রশংসা করে দিলেন বিরাট কোহলি। প্রতিক্রিয়ায় পাকিস্তান অধিনায়ক বাবর বললেন, ‘যখন আপনাকে নিয়ে কেউ এমন কথা বলে, তা ভালো লাগারই কথা।’

ম্যাচটি যতই ভ্রাতৃত্বের আবহে হোক না কেন, এই ম্যাচের দিকে চোখ ক্রিকেট বিশ্বের। টিকিট ছাড়ার অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় এই ম্যাচের টিকিট। মাঠে থেকে শত্রুপ্রতিম দুই দেশের লড়াই না দেখলে চলে! দর্শকদের চাহিদাতেই ম্যাচটির টিকিট যেন সোনার হরিণ!

কিন্তু যে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের এত আগ্রহ, এত রোমাঞ্চ, সেই ম্যাচ আদৌ হবে তো! আশঙ্কা জাগানিয়া এমন খবরই দিচ্ছে ক্যান্ডির আবহাওয়া অধিদপ্তর। দুই দিন ধরেই কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে ক্যান্ডিতে। ভারত-পাকিস্তান ম্যাচের দিন, অর্থাৎ শনিবার ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর এবং বিবিসির তথ্যানুযায়ী এদিন ক্যান্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬০ থেকে ৭০ শতাংশ। মানেটা দাঁড়াচ্ছে এই, প্রবল বৃষ্টি ম্যাচটি ভাসিয়ে না নিয়ে গেলেও কোনো না কোনো সময় ম্যাচে বৃষ্টির দেখা মিলবেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত